![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলাদা দুই সিটি কর্পোরেশনে দলের দুই প্রার্থীকে মেয়র বানাতে এখন আদাজল খেয়ে নামছে জামায়াতের রাজনৈতিক এ সহযোগী দলটি। ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তির সময় বিভ্রান্তিকর প্রচার চালিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিতে জামায়াতসহ সকল উগ্রবাদী গোষ্ঠীকে নিয়ে মাঠে নেমেছিল বিএনপি। দুই সিটি কর্পোরেশন বানানোর বিরুদ্ধে হরতাল নিয়ে নাশকতাও চালিয়েছিল বিএনপি-জামায়াত জোট। একই সঙ্গে বিএনপি ঘোষণা দিয়েছিল, এই সিদ্ধান্ত তারা কোনদিন মানবে না। এমনকি ক্ষমতায় আসলেই তারা এই সিটি কর্পোরেশনকে এক করবে। সেই বিএনপিই দুই সিটির মেয়র হতে পাগল প্রায়। মিথ্যাকে পুঁজি করে বিএনপির এমন কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করে রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা । বিএনপির জন্ম থেকেই পুঁজি হচ্ছে মিথ্যা। এই দল সব সময়েই মিথ্যাকে আকড়ে ধরে ফাঁয়দা লোটার চিন্তায় ব্যস্ত থাকে। জনগণের ক্ষতি করে আগের অবস্থান থেকে বিচ্যুত হয়ে নতুন নতুন খেলায় মেতে ওঠে। এবারও বিএনপি তাই করেছে। এখন নাকে খত দিয়েই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। অল্প দিনের ব্যবধানে কথা ভুলে গেছেন দলটির নেতারা। আগের ওয়াদা তো পরের কথা। নির্বাচনে জেতার জন্য সব কিছু ভুলে গেছেন তারা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিজে সবকিছু মনিটরিং করছেন। ভেবে চিন্তে প্রার্থীও বাছাই করেছেন তিনি। বিএনপি চেয়ারপার্সন ঢাকার প্রার্থীদের জন্য নিজে প্রচারেও নামবেন। ঢাকাবাসীর এখন প্রশ্ন, বিএনপি যদি এ নির্বাচন মেনেই নেবে তাহলে হরতাল দিয়ে গাড়ি পুড়িয়ে ডিসিসি এক করার ঘোষণা কেন দিয়েছিল? । কিছু দল থাকে যার আগা গোড়াই মিথ্যা অপপ্রচার হলো পুঁজি। বিএনপি তাই। সিটি কর্পোরেশন নিয়ে জনগণকে উস্কানি দিয়ে আন্দোলন করেছে, হরতাল দিয়ে নাশকতা চালিয়েছে। বলেছে ক্ষমতায় গেলে ডিসিসি এক করবে। এটা ছিল জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আসলে মিথ্য টিকে না। সত্যের যে শক্তি আছে তা এক সময় বেরিয়ে আসবেই। এখন বিএনপি যে নির্বাচনে এসেছে এটা তাদের চরিত্রেরই বহির্প্রকাশ। একবার এক কথা বলবে তো পরে আরেক কথা। এই যে হরতাল অবরোধে নাশকতা চালিয়ে ১৭ হাজার কোটি টাকা দেশের ক্ষতি করা হলো কিসের জন্য? এখন সব বাদ দিয়ে ঠিকই নির্বাচনে এসেছে। সত্যের যে একটা শক্তি আছে তা পরিষ্কার হবেই । বিএনপির প্রত্যেকটি কথা ও কাজে বৈপরীত্য থাকে। আবারও তারা সেটাই প্রমাণ করলেন।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১
আমি আবুলের বাপ বলেছেন: তারপরও বি এন পি কেন যেন জিতে যাবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪
আমারনামবিডি বলেছেন: ভালো লিখেছেন