![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই হয়তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি জামাত সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালকে ভোট দিবেন। কিন্তু দাঁড়ান। এই ছবিগুলোর দিকে একবার তাকান। একবার আগুনে পোড়া ঐ শিশুটির দিকে তাকান, সেই নারীটির দিকে, সেই বৃদ্ধটির দিকে, সেই পুরুষটির দিকে। ঐ হাসপাতাল বেডে আপনিও হতে পারতেন আজকে। আপনার পরিবার, আত্মীয়স্বজনের কেউ হতে পারত। এরা সবাই সাধারণ নিরীহ মানুষ। যে সরকারকে অবৈধ সরকার আখ্যায়িত করে ১৫০ এর উপরে নিরীহ সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে খালেদা জিয়া এবং তার বিএনপি জামাত, ৯০০ এর উপরে মানুষকে অগ্নিদগ্ধ করে তাদের সারা জীবনের জন্য ক্ষতবিক্ষত করে দিয়েছে, সেই সরকারের অধীনেই সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট চেয়ে বেড়াচ্ছে খালেদা জিয়া। তারা না হয় অমানুষ হইতে পারে, কিন্তু তাই বলে আপনার বিবেকে কি একবারও বাঁধবে না তাদের সমর্থিত প্রার্থীকে ভোট দিতে?
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২
রোদেলা বলেছেন: আগুন যে বি এন পি মাড়সে তার প্রমান কি কোথাও পাওয়া গেছে?এই ভাবে এক তরফা মতামত দেবার দরকার কি,যার যাকে খুশি ভোট দিক।প্রভাবিত করার কোন প্রয়োজন নাই।সরকারের সাহস থাকলে আর্মি নামাক,ভোটের পরিবেশ মানুষের অনুকূলে হোক।