![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বেসরকারী কর্মকর্তা-কর্মচারী গণ মধ্যমপন্থী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এমন গোপন প্রচারণা চালাচ্ছে যে সিটি নির্বাচনে সরকার দলীয় মেয়র-কমিশনার পাশ করলে অফিস চালাতে গিয়ে তাদের মাতব্বরী সহৃ করতে হবে। বিরোধি দলীয় বিএনপি প্রার্থীকে ভোটে পাশ করালে অফিস চালাতে গিয়ে তাদের মাতব্বরী সহৃ করার ভয় নাই। পরিবারের ভোটার প্রতিনিধি সংখ্যা গোপনে হিসাব করে সেই অনুপাতে নির্দির্স্ট অংকের টাকা সময়মত প্রতি পরিবারে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। আবার পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে জামায়তি স্টাইলে ভোট প্রার্থনা করছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯
ভিটামিন সি বলেছেন: বুঝছি!! জন্মটা কোথায়! হয় গোপালগণ্জে নয় কিশোরগঞ্জে।