![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জাতি বিএনপি-জামায়াত জোটের আর কত প্রতারণা দেখবে, আর কত তামাশা সহ্য করবে। বিএনপি জামায়াত, বর্তমান সরকার আর নির্বাচন কাউন্সিলের অধীনে নির্বাচনে অংশগ্রহন না নেয়ার অজুহাতে গত ২০১৩ সালে ও গত তিন মাস থেকে হরতাল অবরোধ জ্বালাও পোড়াও করে প্রায় চার হাজার গাড়ি, অবুঝ শিশু সহ প্রায় পাঁচশত নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় সর্বশেষ হরতাল/৯২ দিনে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার অর্থনীতি ধ্বংস করে। দেশকে নিঃস্ব করার উল্লাসে মত্ত ছিল। তারপরও ঢাকা-চট্টগ্রাম মেয়র নির্বাচন অংশ গ্রহণের ঘোষণায় সাধারণ মানুষ একটু স্বস্তিতে ছিল। কিন্তু বিভিন্ন তথ্য প্রমানসহ ইউটিউবে প্রকাশিত, নির্বাচনের আগের দিনই বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য নির্বাচন বয়কটের সিদ্ধান্ত আগেই দিয়ে রেখেছিল। এজন্য কোন ধরনের তথ্য উপাত্ত প্রমাণ ব্যাতিরেকেই নির্বাচন কমিশনারের নিকট কোন অভিযোগ না তুলেই ভোট গ্রহণের দু-ঘণ্টার মধ্যেই হাস্যকর হটকারী পূর্ব সিদ্ধান্তে নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন। অথচ আট ঘণ্টার ভোট গ্রহণের ছয় ঘণ্টাই বাকি ছিল। কিসের ভিত্তিতে কোন অজুহাতে বিদেশী ষড়যন্ত্রে দেশের উন্নতি রুখতে শুধু দেশ ধ্বংসে আবার মত্ত হবার জন্য তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিল। সাধারণ মানুষের ভোটাধিকার এবং সাধারণ জীবন এদের কাছে মুখ্য নয়। শুধু মেয়র নির্বাচন বয়কট করলেন। অথচ কাউন্সিলর নির্বাচন বয়কট করলেন না। চট্টগ্রামের মেয়র নির্বাচনেও ভোট মহিউদ্দিন আহমদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করে নির্বাচনে নির্বাচিত হয়ে চুপ করেছিলেন। ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহন না নিয়ে বিনা অজুহাতে স্বাধীন বাংলাদেশে গত দু বছরে ৭১'র গণহত্যার চেয়েও সাধারণ মানুষ হত্যা, দেশ ধ্বংসের নীলনকশা, মেয়র নির্বাচন বয়কট আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা শুরু করে।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৩
আলপিন ম্যান বলেছেন: হাম্বা ব্লগার কি কখনো টায়ার্ড হয় না? নিজের সাথে নিজে নিজে মিথ্যাচার করে কখনও কি ক্লান্তি বোধ আসে না? খুব অবাক লাগে। আপনার প্রিয় আওয়ামী লিগের পক্ষে নিয়মিত লিখবেন , কথা দিচ্ছি পরবো । ভালো থাকবেন
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৮
মুজিব আলম বলেছেন: আসলেই আওয়ামীদের কোনো লাজ লজ্জা নেই। ছিঃ ছিঃ
৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০
কানাই স্যার বলেছেন: ভবোঘুরে বাউল, ভবঘুরেই থাকুন। এদেশে একমাত্র ভবঘুরে আশ্রয় কেন্দ্র মহম্মদপুরে বিহারী পট্টি হোক তোমার বাসস্থান কিংবা পাকিস্থান।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:১০
ভবোঘুরে বাউল বলেছেন: বেকুব কাকা! তোমার যে মান-সম্মান বা জ্ঞান কোনটাই নেই এই পোস্ট পড়ে নির্বিচারে বলে দেওয়া যায়। সারাদিন ঘুমাও নাকি গাঁজা খাও?
চামচামি করতে কি টাকা পয়সা দিছে? তোমার নাম টা বেকুব দিয়েছিল কে একটু বলবা কাকা? যে নাম দিয়েছে সে তো সার্থক।