![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দীর্ঘ ৪ বছর হল প্রবাসে আছি।১৩/১৪ সালের প্রবাস জীবনে বাংলা খবর দেখার পরে বাসে আগুন আর হরতাল/অবরোধের ঘটনায় খুব মন খারাপ হত। ইদানিং ফেইসবুকে আর বিভিন্ন সংবাদ মিডিয়ায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তনুকে হত্যার ঘটনায় আর এতে বিভিন্ন কোমলমতি শিশু যাতে প্লেকার্ড দিয়া অহেতুক ইস্যু বানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে গনজাগরন মঞ্চের কথিত হিরো বেশী ইমরান এইচ সরকার আর বামপন্থী ছাত্রধারী কিছু হঠকারীদের অহেতুক বাড়াবাড়ির খবরে মনটা খারাপ হয়ে গেল।আমি,ওরা আর বাংলাদেশ সেনাবাহিনী কি এদেশের সন্তান নই।কোন মৃত্যু কাম্য নয়। কোন হত্যা প্রত্যাশিত নয়। প্রতিদিনইতো পত্রিকায় সংবাদে ২/৫ টি ধর্ষণের সংবাদ থাকে। এদের নিয়েতো কোনদিন কার মাথা ব্যাথা হৈচৈ দেখলাম না। সুরতহাল আর ময়না তদন্তে ধর্ষণের কোন আলামত না থাকলেও শুধু সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার জন্য কেন এ অহেতুক ইস্যু।জানি না এদের বোধদয় কবে হবে?
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭
আসল পাগল বলেছেন: ভাই আপনি কি নিশ্চিত যে ধর্ষনের আলামত পাওয়া যায়নি??