নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন!যে কারনে মনে করি ভুল করছিনা...

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২


কাউকে ফাঁসাতে চাইলে আঙ্গুলের ছাপ ছাড়াও অনেক ভাবেই তাকে ফাঁসানো সম্ভব। এখন এমন হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের বিরোধীতা করে ফেসবুকে/ব্লগে একটা পোস্ট না দেয়া মানে হলো আমি একজন সচেতন নাগরিকই না। সিম রেজিস্ট্রেশনের সময় আঙ্গুলের ছাপতো আগেও দিয়েছে সবাই ফরমে, তবে সেটা কালির ছাপ, ডিজিটাল না। তখন তো কোন সমস্যা হয়নি, এখন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখন অবস্থা হয়েছে "ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়" টাইপের। ভালো কিছু দেখলেও ডরায়, খারাপ কিছু দেখলেও ডরায়। এখন জনগণ পাসপোর্টের মাধ্যমেও ছ্য় মাসের জন্য সিম রেজিস্ট্রেশন করতে পারবে। আমার ন্যাশনাল আইডি দিয়ে আমি সিম কিনলাম, দোকানদার ইচ্ছা করলে সেই আইডি কপি করে একজন সন্ত্রাসীর কাছেও সিম বিক্রী করতে পারতো। বায়োমেট্রিক পদ্ধতির ফলে এই কাজটা কিন্তু সে করতে পারবেনা। এটা আমাদের ভালোর জন্যই। তবে কেন আমরা নাগরিকের নিরাপত্তা ও Identification এ পদ্ধতিটি গ্রহন করব না।
নিচের ভিডিও লিঙ্ক থেকে জেনে নিন আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর-
সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সময় বাড়ল
https://youtu.be/g_YMgipRh0M

মন্তব্য -১ টি রেটিং +০/-০

মন্তব্য (-১) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.