নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোচ্চার

আসুন সবাই যার যার নিজের অবস্থানে থেকে দেশের জন্য কিছু করি

সোচ্চার

সোচ্চার › বিস্তারিত পোস্টঃ

খাঁচায় কবুতর পালন সম্পর্কে জানতে চাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

আমি খাঁচায় কবুতর পালন করতে চাই। বাজারে বিভিন্ন আকারের খাঁচা পাওয়া যায়। তাই কোন আকারের খাঁচা দিয়ে শুরু করব সিদ্ধান্ত নিতে পারছি না। আমি জানতে চাই কোন আকারের খাঁচা কবুতরের জন্য উত্তম? খাঁচায় প্রতি ঘরে একসাথে এক জোড়া রাখা ভাল না এক ঘরে একটি করে রাখতে হবে?



উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর কারও জানা থাকলে দয়া করে জানাবেন। ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মোমেরমানুষ৭১ বলেছেন: আমার একটা লোহার খাচা আছে, দেড় ফিট* দেড় ফিট করে ৩ফিট। ১৬ জোড়া কবুতর রাখা যায়। বিক্রির অপেক্ষায় আছি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

সোচ্চার বলেছেন: আপনি কোন জেলায় বাস করেন? সিলেটের হলে আওয়াজ দিয়েন। ধন্যবাদ

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১

তারিন রহমান বলেছেন: http://www.krishiblog.com/


এই ব্লগে এ সম্পর্কিত সব আলোচনা পাবেন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

এম. সৌরভ বলেছেন: বিপদে পইরা পোষ্ট করেন । না? !:#P :P
বাকী সময়ে কিছু পোষ্ট করলে কি অয় !!! :)

কবুতরতো আজকাল শখই না বরং পেশাও।
আপনার উদ্দেশ্য বলেন নাই।
সুস্থ-সবল কবুতর এক খোপেই রাখতে হয়। এখন জাত ও বয়স বেধে খাচা আপনাকে চুজ করতে হবে।

হ্যাপি কবুতরিং.... :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সোচ্চার বলেছেন: সময় সুযোগ হলে অবশ্যই পোস্ট দিব। কিন্তু আদর্শ খাঁচার আকারটা জানা খুবই জরুরী।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

নাসরীন খান বলেছেন: আপনি কবুতর পালনের সম্পূর্ণ প্রনালিটি গোগল ছার্স করে জেনে নিন অথবা ক্লাশ ছিক্স এর কৃষি শিক্ষা বইতে দেখুন।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

কে আমি! বলেছেন: ভাই কবুতরের সাইজ এর উপর খাচার সাইজ নির্বর করে। যদি সাভাবিক সাইজের কবুতর হয় তবে দেড় ফিট x দেড় ফিট x দেড় ফিট খাচা হলে ই হবে। আপনাকে একটা নম্বার দিচ্ছ। উনি খাচা বানায় এবং উনার কবুতরের খামার ও আছে। নাম হাসান ভাই- ০১৭১৩৫০৭৭৬৯। যদি জানতে চায় নম্বার কোথায় পাইছেন তবে বলবেন সবুজ ভাই দিয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

সোচ্চার বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.