![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিযে হল হাসি নেই মুখে
তবুও যেন হেসে যাচ্ছে মন
সারাক্ষণ কষ্ট নেই তার পরেও
মনে হয় সব কষ্ট ঘিরে আছে
প্রজাপ্রতির মত উড়তে চাই মন
রংধনুর সমস্ত রং যেন
সাজিয়ে দেয় তার নানা রকম রঙে
পৃথিবীর সমস্ত সুর যেন
বেজে উঠে কন্ঠে
তাকে দেখতে ইচ্ছে করে
নিস্পলক চোখে অনেক কাছ থেকে
মনের আঙ্গিনায় সপ্নগুলো হাতছানি দেয়
মধুময় করে তুলে জীবনটাকে
তাকে নিয়ে অন্তরে অনুরাগ মেতে উঠে
তার আশাটা যেন
করুণাময়ের এক অমৃত দান
জীবনের সব কিছু যেন
তাকে ছাড়া লাগে বেমানান
তার জন্য সিমাহীন সাজতে ইচ্ছা করে
তার একটু স্পর্শে মাথা থেকে
পা পর্যন্ত রক্ত খেলে যায় নিরবে
এ এক অলৌকিক শান্তি
এই সুখে বাঁচতে চায়
অন্তিম হয়ে আবার
মরতে চায়ও মন
এটাই কি প্রেমের অনুভূতি
নাকি অনুমতি প্রিয়তম ।
ভাল লাগলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে
©somewhere in net ltd.