![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে
মনের দেশে উঠছে হেসে ,
অনাদরে থাকা কিছু ঘাস
মাটি গুলো সব শুকিয়ে গিয়েছিল ,
একটু জল না পেয়ে কত মাস
আজ সকালে শিশিরের বিন্দু বিন্দু জলে
নতুন প্রাণ মাটি যেন পেল ফিরে
অযত্নে হৃদয় কত বছর কেটে গেছে,
কেটে গেছে ঘুমিয়ে ।
সবুজে সবুজে চারিদিক ভরে উঠেছে
শান্ত হাওয়ায় দুলিয়ে পড়ছে
একটি ঘাস আরেকটি ঘাসের গাঁয়ে
ফুটছে আজ ফুল গুলো সব
নিজের আকার ছেড়ে।
সুভাষ যত সব ছড়িয়ে দিবে
যদিও তাদের অস্তিত্ব যায় চলে,
চৈত্র যেন আজ বসন্ত হলো
তুমি আসবে বলে ।
কবিতাটি ভাল লাগলে ঘুরে আসতে পারেন আমার ব্যাক্তিগত ব্লগ থেকে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
ইয়াসমিন খান বলেছেন: এটা আমার সামুতে প্রথম প্রকাশিত কবিতা । আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০০
ইয়াসমিন খান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
আরণ্যক নীলকণ্ঠ বলেছেন: রোমান্টিক! সুন্দর কবিতা!