নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াসমিন খান

ইয়াসমিন খান › বিস্তারিত পোস্টঃ

৩৬৫ দিন

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

ভরের মেঘগুলো যেন নেমে আসে
আলত আলত হাওয়ায়,
কুয়াশা হয়ে চারিদিক ছেয়ে
ছুঁয়ে যায় প্রত্যেক মানুষের গাঁয় ।
বোবা এক মায়ার টানে
এটা তো প্রকৃতির অন্য রকম
আবির্ভাবের প্রকাশ হয় অনুভবে,
এর তো জন্ম আমাদের জন্য
তাই হারিয়ে যায়ও আমাদের ভিতরে ।

দুঃখ-সুখ, সুখ-দুঃখ একটা জীবনে
আত্মার নির্দেশে চলে,
এর হাজার হাজার
রঙ বেরঙেই জীবন জড়ানো
বাকি জড়িয়ে পরে,
জড়ানো হয় ।
প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মুহূর্ত
প্রত্যেকটা সময়, প্রত্যেকটা
দিন-রাত,সপ্তাহ,মাস,বছর
শুরু হয়;শেষ হয় ৩৬৫ দিন ।
৩৬৫ দিনে নতুন জীবন পায়
প্রত্যেকটা সৃষ্টির।

ভাল লাগলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭

জেন রসি বলেছেন: এর তো জন্ম আমাদের জন্য
তাই হারিয়ে যায়ও আমাদের ভিতরে ।

চমৎকার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.