নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী যেন খুঁজি। পাই না। কোথায় আছে কে জানে!

ফির না মন আপন ঘরে, খুঁজিস কোথায় জগত জুড়ে।

মঈন চৌধুরী

ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত!

মঈন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

গুগল স্ট্রিট ভিউতে ধরা পড়া ১৭টি নিষিদ্ধ কর্মকান্ড [অবশ্যই ছবি ব্লগ]

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বিশ্বের নানান প্রান্তের দৈনন্দিন জীবনের বিচিত্র সব ঘটনা গুগল স্ট্রিট ভিউতে রেকর্ড হয়ে আছে। মাদক ব্যবসা থেকে শুরু করে অশ্লীলতা, অবৈধ কাজ ইত্যাদি গুগল স্ট্রিট ভিউতে ধরা পড়েছে এভাবেই:





১. পাবলিক টয়লেট: তিন ব্যক্তিই হাইওয়েতে একযোগে সংহতি প্রকাশ করছে





২. ছিনতাই: নেদারল্যান্ডের ১৪ বছরের এই বালকটির প্রকাশ্যে দিবালোকে সাইকেল, মোবাইল এবং টাকাপয়সা ছিনতাই হয়েছিল। যথেষ্ট প্রমাণাদির অভাবে পুলিশে রিপোর্ট করেও লাভ হয় নাই। ছয় মাস পরে সে গুগল স্ট্রিট ভিউতে দুই অপরাধীসহ এই ছবিটি আবিষ্কার করে। পুলিশ পরে গুগলের সহায়তায় অপরাধী সনাক্ত করে।





৩. চুরি নাকি সাহায্য: অপর সাইকেলটির মালিক সাইকেলের বদলে হাঁটতে চাইছিল নাকি লোকটি আরেকজনের সাইকেল নিয়া পগার পার....?





৪. মাদক ব্যবসা: ব্রুকলিন ড্রাগ ডিলারদের কয়েকজন, এই মোড়েই তাদের নিয়মিত কার্যক্রম চলে।





৫. সরকারী মাল দরিয়া মে ঢাল





৬. বাঁদরামি: কোন বান্দর মাকড়সার জাল বানায়া রাখছে





৭. আবারও মাদক: এটাও হয়ত ড্রাগ ট্রাফিকিং এর দৃশ্য, অথবা লোকটি হয়ত ভালো মানুষই, কার পার্কিং-এ কাজ করে।





৮. করে কী! : এই ছবির পিছনে অনেক সম্ভাবনা থাকতে পারে। অনুপ্রবেশ? চাবি হারায়া ফেলছে?





৯. অশ্লীল অশ্লীল: যারা তাকায়া তাকায়া দেখতেছিল, গুগল তাদের চেহারা ঝাপসা করে দিলেও, ঐ লোকটির পূর্ণ চাঁদ অবিকৃতই থেকে যায়!





১০. প্রকৃতিতে প্রাকৃতিক কর্ম: আংকেল! একেবারে ন্যাচারাল।





১১. অসভ্য: এই ব্যাটা হয় নগ্ন হয়ে আছে, নাহয় শর্ট খাকি প্যান্ট পড়ে আছে।





১২. অস্ত্র: এক ছেলে আরেকটা পিচ্ছির দিকে অস্ত্র তাক করে আছে। এইটা হ্যান্ডগান, বিবি গান নাকি প্লাস্টিকের খেলনা?





১৩. প্রদর্শনী: নাকি পেশা?





১৪. শরম নাই: গুগলের ক্যামেরা পুরো সিকোয়েন্স ধরতে পারে নাই কিন্তু ড্রাইভার ব্যাটা সম্ভবত ঠিকই ক্যাপচার করতে পারছে।





১৬. মানুষ চুরি: এটা কি কোন ডেড বডি? দুই ক্রিমিনাল চুরি করে পালাচ্ছে?





১৭. ছবি বানাতে গিয়ে নিজেরাই ছবিতে...



লক্ষ্য করেছেন হয়ত। পনের নম্বর ছবিটা গায়েব। ইচ্ছে করেই দেই নাই। প্রকাশযোগ্য না। দেখতে ইচ্ছে হলে একটু খোঁজলেই পেয়ে যাবেন।



কনটেন্ট আইডিয়া এবং ছবি সৌজন্য: ম্যাশেবল, গুগল।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

বেলাল তামজীদ বলেছেন: দারুন

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

মঈন চৌধুরী বলেছেন: কয় নাম্বারটার কথা বললেন দাদা? নয় নম্বরটা না নিশ্চয়ই!

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

রোকসানা লেইস বলেছেন: চোর ধরা সহজ হলো

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

মঈন চৌধুরী বলেছেন: একটা সময় মানুষের প্রতিটা মুভমেন্ট মনিটর হবে। প্রাইভেসি হয়ত টাকার বিনিময়ে কিনতে হবে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: জটিল পোস্ট।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

মঈন চৌধুরী বলেছেন: যে ছবিটা দেই নাই, সেইটাও কিন্তু আছে। এ্যানিওয়ে, ধন্যবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

ধরো মারো কাটো বলেছেন: প্রথম প্লাস উইথ প্রিয়তে! অতি চমৎকার... :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মঈন চৌধুরী বলেছেন: আপনার নিক দেইখা ডরাইছিলাম, পরে দেখলাম.... খাওন আর খাওন। অতি ধন্যবাদ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

কালীদাস বলেছেন: ১৫ নাম্বারটা লোড হয়না কেন জানি।
বাইদ্যাওয়ে, ইন্টারেস্টিং :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

মঈন চৌধুরী বলেছেন: থ্যাংকস। লুল বলেই হয়ত লোড হয় না (কারন জানি না)।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
১৫ নাম্বারটা দেখলাম ! :#> =p~ =p~ =p~ :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মঈন চৌধুরী বলেছেন: আচ্ছা নাছোড়বান্দা তো! ১৫ নাম্বারটার দায় দায়িত্ব আমার না।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন পোস্ট!!!!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

মঈন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভ্রাতা।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

ধরো মারো কাটো বলেছেন: ধরো মারো কাটো এই কর্মগুলো করার জন্য খানা খাদ্য লাগে তাইতো খাওন আর খাওন... :P :P যাইহোক, ১৫ নাম্বার কিন্তু খুইজ্জা পাই নাই... :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

মঈন চৌধুরী বলেছেন: না পাইলেই ভালো। শুধু শুধু লুল হওয়ার দরকার নাই।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

অশ্রুহীন মন বলেছেন: দারুন পোস্ট

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

মঈন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অশ্রুহীন মন।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

খাটাস বলেছেন: ভিন্ন ধারার মজার পোস্ট। :) নতুন কিছু জানলাম, মজা ও পেলাম।
পোস্টে প্লাস।
শুভ কামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

মঈন চৌধুরী বলেছেন: আপনি মজা পেয়েছেন জেনে ভাল লাগল। আপনার নিকটাও আমার মজা লাগে।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: চমৎকার !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মঈন চৌধুরী বলেছেন: ধন্যবাদ তানভীর ভাই।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

শূন্য পথিক বলেছেন: সর্বনাশ! গুগল মামা করেছে কি!!
পোস্টে প্লাস...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

মঈন চৌধুরী বলেছেন: গুগল মামা এইজন্য অনেক ধরাও খাইছে। একবার আমেরিকার এক এলাকায় রেকর্ডকরার সময় ওয়াই-ফাই নেটওয়ার্ক এ্যাক্সেস করে পাবলিকের ই-মেইল সহ বিভিন্ন ডাটা সংগ্রহ করায় এখন প্রত্যেক ব্যক্তির জন্য ১০০ থেকে ১০,০০০ ডলার জরিমানা গুনতে হতে পারে।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল পোষ্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মঈন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাহাদাত ভাই। আচ্ছা বস, পেযাঁজ ছাড়া রান্নার কোন তরিকা আপনার জানা আছে?

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

শায়মা বলেছেন: মজার!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

মঈন চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

স্বপনচারিণী বলেছেন: চোর-ডাকাত ধরা পড়লেতো ভালই, কিন্তু ওই অসভ্যদের কী হবে? আদৌ শিক্ষা হবে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মঈন চৌধুরী বলেছেন: বেশি সভ্য হলে একটু অসভ্যতা তো করাই লাগে, মনে হয়।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস এবং মজার পোস্ট

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মঈন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ১৫ নাম্বারটা দেখাইলে প্লাস দিমু ;)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মঈন চৌধুরী বলেছেন: ১৫ নাম্বারটার লাইগা পারলে মাইনাস দেন। টানে টানে আপলোড হয়ে আছে।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

তুষার মানব বলেছেন: চরম পোস্ট

১৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:০৬

জিয়া চৌধুরী বলেছেন: ভাল লাগলো।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

রাখালছেলে বলেছেন: ৫ নাম্বার টা একটু জানাবেন । সরকারী মাল দরিয়া মে ঢাল - ব্যাপারটা ঠিক ধরতে পারলাম না । হয়ত আমিই টিউব লাইট |-)

২১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: আবার দেখে গেলাম। ১৫ নং ছবিটার লিঙ্ক দেন! হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.