| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''গরিবদের পাড়ায় আল্লাহ আসেন না, তিনি থাকেন অভিজাত পাড়ায় । ''আমার কথা নয়, কোন এক লেখকের একটি শ্লোকের সারমর্ম এটি ।
কথাটি আর না বলে পারলামনা, আমাদের দেশের একজন আইডল, কারো কারো কাছে সুদখোরদের বিশ্বচেম্পিয়ন ইউনুস সাহেবকে এত মাতামাতি হচ্ছে যে কিছু না বললে অতৃপ্তি রয়ে যাবে ।
দুদিন আগেও যে মানুষটি আমাদের অধিকাংশের কাছে শ্রদ্ধার পাত্র মনে হত তাকে আজ হঠাৎ করে মাটিতে ফেলে দলিত মথিত করেও যেন আমাদের তৃপ্তি মিটতে চাইছে না । কেনরে ভাই ? বিদেশি সংস্হার ৭০০ কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে বলে এত হই চই করছেন । অথচ এই ব্যক্তিটিই দীর্ঘ দুই যুগ ধরে এই দেশের লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা শোষন করে এনে সুতি কাপড় পড়ে যখন আপনাদের সামনে এসে দারিদ্র মুক্তির গল্প শুনাত তখন আমরাই শ্রদ্ধায় গদ গদ ।
তিনি শুধু সুদ খাননি বরং সুদকে এইদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন । তার আদর্শে এখন বাংলাদেশে সুদখোরের অভাব নাই । আর এইসকল বিশ্ব বাটপার সুদখোরদের লোভনিয় অফারে আমাদের দরিদ্র এবং অশিক্ষিত জনগোষ্ঠী ফাঁদে পা ফেলে সারা জীবনের জন্য সুদের জালে আটকে যাচ্ছে । হয় জীবনভর সুদ দাও নাহয় ভিটে মাটি ছেড়ে ভিক্ষার ঝুলি হাতে নাও ।
বলতে পাড়বেন কত পরিবার সুদের ঘানি টানতে না পেরে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে । কোন জরিপ কি হয়েছে কখনো ? অথচ এই সুদখোরটি যখন নোবেল পেলেন তখন তাকে বাহবা দেওয়া নিয়ে প্রতিযোগিতা কেনা দেখেছে । বলেন গরিবের কে আছে?
কদিন আগেও আমাদের সরকার ক্ষদ্র ঋনের সুদের হার ৩০% নির্ধারণ করেছেন তখন কি কেউ এর প্রতাবাদ করেছেন ? কেন করবেন এই সুদতো দিতে হয় গরিবদের, আপনার আমার কি ! অথচ পৃথিবীর কোন সভ্য এবং অসভ্য দেশে সুদের হার এত বেশি আছে কিনা আমার জানা নাই ।
সর্বশেষ বলব যে যা বলেন, যত মামলা বাজিই করেন, মিছিল মিটিং করেন ইউনুসের কোন ক্ষতি করতে পারবেন না, সুদের হারও কমাতে পারবেন না । সুতরাং গরিবের কিছুই হবেনা । তো বলেন গরিবের কেউ আছে ??????????????????
২|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪
সুখী মানুষ বলেছেন: ভাই ভিতরে কি লেখছেন জানি না, প্লিজ ক্যাপশন টা চেঞ্জ করেন। গা শিউরে ওঠছে আমার। প্লিজ...
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:০২
মাহমুদ ইমতিআজ বলেছেন: সুখি মানুষতো, গরিবের কি বুঝবেন? হাঃ হাঃ.. আপনার সাথে একটু ফান করলাম । আসলে ক্যাপসনটি প্রতিকী ।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:০১
নিষ্কর্মা বলেছেন:
ঈশ্বর থাকেন অভিজাত পাড়ায় -- মানিক বন্দোপাধ্যায়, পদ্মানদীর মাঝি
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৬
মাহমুদ ইমতিআজ বলেছেন: ভাই একটা কথা বলবেন ?
আপনাকে নিষ্কর্মা বলেছে কোন নিষ্কর্মায় ?
হাঃ হাঃ.......
মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০
মোঃ সফিকুল ইসলাম বলেছেন: ভাই, আপনার পোষ্টটা আমার এত ভালো লেগেছে যে, ভাষায় প্রকাশ করতে পারবনা।
আপনাকে +++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
মাহমুদ ইমতিআজ বলেছেন: ধন্যবাদ
৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৭
শব্দ-সওয়ারী বলেছেন: অপেক্ষা ১২ই ডিসেম্বরের, দেখা যাক ইউনুস সাহেব কি বলেন, এর আগে মন্তব্য করা বোধহয় সমীচীন হবেনা।
আর তাঁর ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে বিতর্ক অনেক হয়েছে, এখন আর ভাল্লাগেনা; কারণ, কিছুই তো বদলাবেনা!
৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৮
শামীম শরীফ সুষম বলেছেন: +++++++
৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২
জীবন মায়া বলেছেন: সেজন্যই কবি বলেছেন,
আল্যা,
সারাজীবন গরীবের মুটকি-টাই পারলা (বুজেছেন তো?)
৮|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ২:১১
বনলতাসেন বলেছেন: কদিন আগেও আমাদের সরকার ক্ষদ্র ঋনের সুদের হার ৩০% নির্ধারণ করেছেন তখন কি কেউ এর প্রতাবাদ করেছেন ? কেন করবেন এই সুদতো দিতে হয় গরিবদের, আপনার আমার কি ! অথচ পৃথিবীর কোন সভ্য এবং অসভ্য দেশে সুদের হার এত বেশি আছে কিনা আমার জানা নাই ।
সর্বশেষ বলব যে যা বলেন, যত মামলা বাজিই করেন, মিছিল মিটিং করেন ইউনুসের কোন ক্ষতি করতে পারবেন না, সুদের হারও কমাতে পারবেন না । সুতরাং গরিবের কিছুই হবেনা । তো বলেন গরিবের কেউ আছে ??????????????????
৯|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৪
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: আমরা যারা গরীব ও অসহায়, তারা দিন দিন শোষিত হচ্ছি। বলার কিছু নাই । বললে, তার কোন প্রতিকার নেই ও শোনার কেউ নাই।
নজরুল লিখেছেন:
বন্ধুগো আর বলিতে পারিনা বড়ো বিষজ্বালা এই বুকে
দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি , তাই যাহা আসে কই মুখে।
...........................................................................
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪
নষ্ট কবি বলেছেন: আসলেই গরীবের কেউ নাই