![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।
ওগো সুন্দর তুমি, অন্তর তুমি
গাহি তোমারি গান
তুমি জড়ালে পরাণ।। ঐ
সতত সদা স্মৃতিতে গাঁথা
খেয়ালি বিভুর মাল্য গাঁথা।
তুমি স্মরণে স্মরণে, জীবনে মরণে
গাঁথিয়া রাখিলে আমার পরাণ।।ঐ
হাতেতে জড়ানো রেশমি চুড়ি
গায়েতে তোমার নীলাভ শাড়ি।
আমি চাহিয়া চাহিয়া হই গো ব্যকুল
দেখিয়া তোমার নয়ন ও বান।।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
ইবিএস খাইরুল বলেছেন: স্বাগতম আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।