![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।
আদর্শগ্রাম! কল্পনাপুর
আদর্শগ্রামের বাসিন্দা কল্লোল। কল্লোলের গ্রামের নাম কল্পনাপুর। শহর থেকে ২৫ মাইল দূরে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। নদীর নামও কল্লোল। নদীর নামেই তার দাদা আদর করে নাতীর নাম রাখেন। মা-বাবা খুব খুশী।
কল্লোলের গ্রামে অনেক মানুষ। পড়া লেখার জন্য রয়েছে প্রাইমারী স্কুল। একটি উচ্চবিদ্যালয় ও আছে। তাছাড়া একটি আলিয়া মাদ্রাসাও আছে। এই মাদ্রাসাটি অনেক পুরাতন। কল্লোলের গ্রামে নামাজ পড়ার জন্য একটি বড় জামে মসজিদ রয়েছে। আর বাজার করার জন্য একটি বড় বাজারও রয়েছে।
মোট কথা হল গ্রামটি শহর থেকে দূরে হলেও শহরের সবকিছু এখানে আছে। পড়ালেখা করার জন্য ভাল স্কুল, খেলাধুলার জন্য মাঠ, লাইব্রেরী ও আছে একটি।
গ্রামের তরুণ ছাত্ররা মিলে বেশ কিছু উদ্দ্যোগ নিয়েছে। তারা গ্রামে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও কর্মসূচী নিয়েছে। তারা চায় তাদের গ্রামটি যেন একটি আদর্শগ্রামে পরিণত হয়।
তারা অনেক কর্মসূচী হাতে নেয়। এক সময় তাদের কার্যক্রম সরকারের নযরে আসে। সরকারী কর্মকর্তারা কল্পনাপুর গ্রাম পরিদর্শনে আসেন। তারা তরুণদের কার্যক্রমে খুব খুশি হন। সরকারীভাবে কল্পনাপুর গ্রামকে ‘আদর্শগ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়। তরুণরা আরো দ্বিগুণ উদ্দীপনায় গ্রামের উন্নয়নের জন্য কাজ করে। তারা সবাই মিলে ‘কল্পনাপুর সংঘ’ গড়ে তুলে। সবাই কল্পনাপুরকে খুব ভাল বাসে। তারা গ্রাম ছেড়ে কোথাও যেতে চায়না। কল্লোল আদর্শ গ্রামের ছেলে বলে গর্বিত।
---||---
মোঃ খাইরুল ইসলাম
চীফ কোঅরডিনেটর
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
ইবিএস খাইরুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার উপর শুভ কামনা। আমি নিয়মিত হতে চাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বাগতম ব্লগে।
নব্বর্ষের শুভেচ্ছা রইল।