![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।
কৃষিদিবস উদযাপনে স্পন্সর আহ্বান
প্রতিপাদ্য বিষয়: কৃষিই শক্তি......
চতুর্থ ইবিএস কৃষিদিবস উদযাপন ২০১৮
স্থান: ঈদগাহ, খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ
তারিখ: ২২ ফেব্রুয়ারী ২০১৮ইং, বৃহস্পতিবার, ৯ ঘটিকা।
আয়োজক : ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস।
সহযোগীতায়: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল উপজেলা, ইবিএস-আইপিএম কৃষি ক্লাব।
এবারের কৃষিদিবসে দক্ষিণ ত্রিশালের ১০ নং মঠবাড়ী, ১১ নং মোক্ষপুর ও ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের প্রায় ২০০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ অতিথি হিসেবে উপস্থিত হবেন বলে আয়োজক ইবিএস কর্মকর্তাবৃন্দ আশা করছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের গুণীজন, সমাজসেবকগণ উপস্থিত থাকবেন।
ইবিএস ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারী থেকে এই দিনটি কৃষকদের উন্নয়নের জন্য উৎসর্গ করে কৃষিদিবস পালন করে আসছে।
#ইবিএস_কি?
উত্তর: ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস একটি আঞ্চলিক তথা সমাজ উন্নয়নধর্মী অলাভজনক, অরাজনৈতিক সংগঠন। ২০১৪ সালে ফেইসবুকেই প্রথম শুরু, ২৯ রমজান ২৮ জুলাই ঈদগাহ মাঠ কেন্দ্রীক বন্ধুদের নিয়ে ইফতার পার্টী আয়োজনের মাধ্যমে। ইবিএস শিক্ষাবৃত্তিও প্রদান করে থাকে। কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই ইবিএস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কৃষকদের একটি সংগঠনও গড়ে উঠেছে। বছরের বিভিন্ন সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কৃষকদের পাইয়ে দিতে সমন্বয় করে থাকে।
#স্পন্সর_আবশ্যক: ইবিএস কৃষিদিবস উদযাপনের জন্য কৃষি উন্নয়ন প্রত্যাশী ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারী বা বেসরকারী উন্নয়ন সংস্থা, কৃষিজ পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিক মিডিয়া, বিদেশী কৃষি উন্নয়ন সহায়তাকারী সংস্থা বা স্বেচ্ছাসেবক সংস্থার নিকট স্পন্সরশিপ বা সহযোগী আয়োজক আবশ্যক।
কৃষি উন্নয়নের সহযোগী হতে আগামী ৩১ জানুয়ারি ২০১৮ ইং তারিখের মধ্যে যোগাযোগ করুন।
মো: খাইরুল ইসলাম
চীফ কোঅরডিনেটর
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস
খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ
মোবাইল: ০১৯১৫৮৪৮৪৫৩
ইমেইল: [email protected]
©somewhere in net ltd.