নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছাবাণী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

৪র্থ ইবিএস কৃষি দিবস উদযাপন ২০১৮
"বাণী"

=============================
সুধী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে ৪র্থ ইবিএস কৃষি দিবস উদযাপন ২০১৮ এর আয়োজন করতে পেয়ে। যা আজ ২২ ফেব্রুয়ারী ২০১৮খ্রি., বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হচ্ছে। ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস একটি অলাভজনক ও অরাজনৈতিক সমাজ উন্নয়নকামী সংগঠন হিসেবে কৃষকদের উন্নয়নে যে দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে কাজ করে যাচ্ছে তার আর একধাপ অগ্রযাত্রা এবারের উদযাপন। এবার আমরা প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছি "কৃষিই শক্তি..."।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও মাঠ স্কুলের মাধ্যমে আমরা প্রায় ২৫০ জন কৃষককে প্রশিক্ষণ লাভ করতে সহায়তা করেছি। ভবিষ্যতের অনুরূপ কার্যক্রম ইবিএস অব্যাহত রাখবে। অভিনন্দন জানাচ্ছি কেআইবি পদক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষিবিদ ড. হুমায়ুন কবির, রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত), জাককানইবি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত মো: আজিম উদ্দীন, স্বত্বাধিকারী, আদর্শ মৎস হ্যাচারী, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ উভয়কে যাদেরকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।
যে সব প্রতিষ্ঠান(বিজিএস লিমিটেড ও সালামত হজ্জ ট্রাভেলস & ট্যুরস) ও প্রিন্ট(দৈনিক উত্তর দক্ষিণ) ও সোশ্যাল মিডিয়া(এভারগ্রীণ বাংলাদেশ) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল উপজেলা, উক্ত কৃষি দিবস উদযাপনে সহযোগীতা করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরো বেশী বেশী স্পন্সর আমরা আশাকরি।
সর্বোপরি অনুষ্ঠান আয়োজনে তালিকাভুক্ত সম্ভাব্য প্রায় ২০০ জন অংশগ্রহণকারী কৃষাণ-কৃষাণীগণকে ধন্যবাদ জানাচ্ছি, যারা স্বতঃস্ফুর্তভাবে কৃষি দিবস উদযাপনে সাড়া দিয়েছেন। বিশেষ করে ইবিএস-আইপিএম কৃষি ক্লাবের সদস্য ও ইবিএস কর্মীদের কঠোর শ্রমে কৃষকদের উন্নয়ন ত্বড়ান্বিত হচ্ছে তাদের সকলের সফলতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
মোঃ খাইরুল ইসলাম
চীফ কো-অর্ডিনেটর,
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস
ঈদগাহ, খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.