![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজের জুনিয়র এক ছোট বোনের
পীড়াপীড়িতে ওরে একটা ফেবু
আইডি খুলে দিলুম ।।
ফেবুর কিছুর নিয়ম কানুন
শিখিয়ে দিয়েই আমি উধাও।
দুই মাস পর ওর
সাথে পার্কে দেখা ।
ফেবু প্রসঙ্গ আসতেই ওর
মুখে রহস্যময়ী হাসি ।
বুঝতে পারলাম ফেবু নিয়ে খুব
মজাতেই আছে ।
আমরা কিছুটা এগিয়ে গিয়ে সামনের
একটা ফাঁকা বেঞ্চিতে বসলুম ।
ও ফেবুতে লগ ইন
করে মোবাইলটা আমার
হাতে দিয়ে ওর আইডির
অবস্হা দেখতে বললো।
দেখে তো আমি পুরা টাস্কি ত,দুই
মাসের মাঝেই প্রায় ২০০
ফ্রেন্ড রিকু ঝুলে আছে ।যা আমার
মতো ছেলের ছয় মাসের
খোড়াকি ।
ওকে বললুম,
-একসেপ্ট
না করে রিকো ঝুলিয়ে রাখছিস
কেন?
-ভাব নিচ্ছি । জীবনের সব
ক্ষেত্রেই
ছেলেদের এভাবেই
ঝুলিয়ে রাখতে হয় ।
তারপর ঘেচাং ।
আমি মনে মনে বলি,
দুই মাস ফেবু ইউজ করেই মেয়ের
এতো ভাব ।
আফসুস!!
কেন যে মেয়ে হয়ে জন্মালাম
না ।
মাইরালা আম্বে মাইরালা ।
এবার আমি ওর মেসেজে ঢুকলাম ।
এখানে তো আরো এলাহি কারবার
।
একেবারে সাকা চোধুরি হওয়া অবস্হা ।
ছেলেদের তেল
মারা কতো রকমের ম্যাসেজ ।
ফ্রেন্ড রিকু একসেপ্ট করার
ম্যাসেজ গুলো খুব
হাস্যকর আর মজাদার ।
এক ছেলে কবিতার মতো ছন্দ
আকারে লিখছে,
"কেনো ঝুলিয়ে রেখেছো ললনা,
এক বাত বলি
দু বাত বলি
রিকুটা একসেপ্ট করো না"
হঠাত্ চোখ পড়ে
"Army jobbar mia" এর
মেসেজে । উনার রিকু
হয়তো সম্প্রতি একসেপ্ট
করা হয়েছে ।
উনি লিখছেন,
Thnks 4 accapt mi.
jibone ato anando amry te
chakry fabar kobor
suneo hoi nai,
আহা!
ঔ ছাগলের মেসেজ পড়েই
চোখে পানি এসে গেল।
দেশে কাঠাল পাতার বোধ হয়
বড়ো অভাব ।
আরেকজন তো আরো এক ধাপ
এগিয়ে,
উনি তার প্রথম মেসেজেই
লিখে ফেলছে,
-আমি Dirrect কথার মানুষ,
সুন্দরী,
I lv u...
pls call me
016 * * * * * *.
019 * * * * * *
ব্রা ব্রা ব্রা ।
আরেক টা মেসেজ
দেখে আমি পুরা বেকুব
বনে গেলাম ।
ছোট বোনেরই রিপ্লে,
"ai 2 janটুস bose achi"
আগ্রহ নিয়ে উপরের
দিকে গেলাম ।
সেখানে লিখা,
Ki koro jano?
মেসেজ গুলো ওর
দিকে এগিয়ে দিয়ে কৌতুহলী দৃষ্টি নিয়েজিজ্ঞ
করলুম,
- কি ব্যাপার ফেৰুতে রিলেসন
চলছে নাকি??
ও
আমারে আবারো সাকা চোধুরী মানিয়ে বললো,
-আরে না । ঔ ছেলে খুব
ডিস্টার্ব করে । তয় আমিও
সেয়ানা ম্যাইয়া । ঔ
গাধারে নাম্বার দিলাম । ফোন
দিলে বাসার কাজের
ম্যাইয়ারে দিয়া ধরাই ।সেও
আবেগে কাতু কুতু হয়ে ঔছেলের
সাথে কথা চালিয়ে যায় । আর
বেকুবে বিশ্ব প্রেমিকের ভাব
নিয়া নেট খরচের জন্য আমার
নাম্বারে প্রতিদিন ত্রিশ
টাকা করে ফ্লেক্সি করে ।
আর তা দিয়া আমি আমার রিয়েল
Bf এর সাথে কথা বলি ।।।"
ওর কথা শুনে খুব বিনু
দিতো হইলুম।
মনে মনে ভাবলাম
ব্যবসা খারাপ না।
নেট খরচ চালানো জন্য
একটা ফেইক
আইডি খুলেই ফেলুম ।।
আর যে বেকুব গুলা মেয়েদের
আইডি তে খালি ল্যাদাইতে আসে
তাদেরও একটা শায়েস্তা হবে।
তয় সমস্যা একটাই আমাদের
বাসায়
কোনো কাজের ম্যাইয়ানাই ।
তাই ভাইয়েরা খৈয়াল কইরা,
আবেগে গদগদ না হয়ে ফেইক
আইডি কিংবা এমন ম্যাইয়ার
পাল্লায় না পড়ায় ভালো ।
একেবারে সাকা হয়ে যাবেন ।।।
©somewhere in net ltd.