![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে অনেক ব্যাকডেটেড লাগে,
যখন দেখি ক্লাস সিক্স-সেভেনের
কোন মেয়ে ব্রেক আপ হয়েছে বলে কাদতেছে,
নিজেকে আরও ব্যকডেটেড লাগে যখন জানতে পারি এটা তার ৩-৪ নাম্বার
ব্রেক আপ!
সেই বয়সে তো আমি সবে ছেলে মেয়ের পার্থক্য গুলো বুঝতে শিখছি! :">
নিজেকে অনেক ব্যাকডেটেড লাগে,
যখন দেখি ক্লাস ৭/৮ এর ছেলের
হাতে আই ফোন/ ট্যাব এবং তাতে হিডেন ফোল্ডারে গানের থেকে পর্ণ বেশি,
অনেকে তো আবার নিজেই সেইসব ভিডিওর হিরো থাকে,
(আশা করি বুঝতে পারছেন কি বলতে চেয়েছি, )
সেই বয়সে তো আমার কাছে মুভিতে আলিঙ্গ দৃশ্য
দেখলেও মনে হত ! "ছিঃ লজ্জা! ।"
নিজেকে অনেক ব্যাকডেটেড লাগে, যখন দেখি স্কুলের ছেলেরা অনেক সময় মেয়েরাও মদ, গাজা, ইয়াবা ইত্যাদি খেয়ে টাল
হয়ে পিক দেয়! ক্যাপশন থাকে, "
পিনিকে আছি মামা! "
সেই বয়সে তো সিগারেট ধরতেও কেমন ভয় ভয় হত!
নিজেকে অনেক ব্যাকডেটেড লাগে,
যখন দেখি বাসে স্কুল ড্রেস পরা পোলাপাইন কোন মেয়ের দিকে তাকাইয়া বলে, "
মামা ৩6 তো হইবোই! "
সে বয়সে আমি জানতাম না এই ৩6
কি! :S
নিজেকে অনেক ব্যাকডেটেড লাগে,
যখন অল্পবয়স্ক পোলাপাইনের মুখে এমন গালি শুনি বা ফেইসবুক মেরে যেতে হয়! :S
ওই বয়সে তো, কুত্তা,
শুয়ার গালি দিলেই মনে হইত আমি স্ল্যাং মাস্টার!
আসলেই অনেক ব্যাকডেটেড হয়ে গেছি! :S
তবে ব্যাকডেটেড-ই ভাল আছি ! আর এই ব্যাকডেটেড এর জন্যই মনে হয় সামুর প্রথম পেজে আমার লেখা গুলো পোষ্ট হয় না ।
©somewhere in net ltd.