![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের ক্লাস ফাইভ এইটের বৃত্তির কথা খুব মনে পড়ছে !
আমাদের ছিল টেলেন্টপুল বৃত্তি না বোর্ড প্লেস করা !
আমি ফাইভে ২য় আর এইটে ৩য় হয়েছিলাম ।
রেজাল্টের দিন মা অনেক রাগ করেছিল ।
দুই বারেই কষ্টময় গেসে আমার ! :'( !
মিষ্টি পাই নাই খাই ও নাই ।।।
আর আজ আমার ছোট বোনের পি.এস .সি পরীক্ষার রেজাল্ট দিয়েছে ও গোল্ডেন এ+ পেয়েছে ।
ওর জন্য সবাই দোয়া করবেন ।
ফাইভের বৃত্তি পরীক্ষার হলের কিছু ঘটনার চরনাংশ প্রকাশ করছি, আমার পাঁশে বসেছিল একটা মেয়ে গার্লস স্কুলের ফ্যাস্ট গার্ল , পরীক্ষার দিন যথারীতি ওর অভিভাবকরা আমাকে কমপ্রমাইছ করে লিখতে বলল আর বলল ও অঙ্ক একটু কম পারে ওকে শুধু অঙ্কে একটু বেশি হেপ্ল করতে (আমি মনে মনে শপথ করলাম কিচ্ছুই তো বলব না, আর যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলি কখন সত্য বলিব না) ,
যাক পরীক্ষা শুরু হয়ে গেল , কারো দিকে কোন তাঁকা তাঁকি নেই আমি এক মনে এক ধ্যানে লিখেই যাচ্ছি হঠাত্ পাঁশে ফিরে দেখলাম মেয়াটা আমার দিকে তাকাচ্ছে, তার চোখের ভাষা বুঝতে পারলাম সে আমার কাছে কিছু একটা শুনতে চাইবে তাই মুখ ফিরিয়ে নিয়ে লেখা আবার শুরু করলাম ।
তারপর পরীক্ষা শেষ হবার ২০ পূর্বে আমি সবকিছু রিভিশন দিচ্ছি হঠাত্ ও আমাকে বলল ওর একটা অংক মিলছে না আমি আমার শপথ ভুলে ওকে সব বলে দিলাম
তারপর আমার জানা ৩টা শর্ট প্রশ্ন ওর কাছে শুনলাম ও ৩টা ই ভুল বলল
.
বুঝলাম মেয়েটা সুবিধার না, ওর কাছে কোন কিছু শুনে লেখা আর চোখ বন্ধ করে কিছু লেখা সমান কথা ।
পরীক্ষা শেষ এবার রেজাল্টের পালা রেজাল্ট দেখে আমিতো পুরা স্পিকার হয়ে গেলাম , মেয়েটা সেন্টার ফ্যাস্ট হয়েছে আর আমি ২য় ।
যাক রেজাল্টের দিন বাসার সবার অনেক বেশি কথা হজম করলাম ।
তারপর পরীক্ষায় ও আমার পাঁশে বাসার জন্য আমার সকল বন্ধুরা ওকে আর আমাকে নিয়ে ঠাট্টা আর মজা করত ।
এরপর এইটে ও সেন্টার ফ্যাস্ট হল ।
তারপর বন্ধুরা সবসময় ওকে আর আমাকে নিয়ে ঠাট্টা করত ।
ওদের কথা আর সহ্য করতে না পেরে ভাবলাম মেয়েটার এবার প্রেম করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমার প্রেম করার বয়স হয় নি পরে বড় হয়ে করব ।
কিন্তু সেইটা আর সম্ভব হয়ে উঠল না কারন মেয়েটা আমার মামি
[বিঃদ্রঃ মামা বাইরে থাকত ওকে বিয়ে করে বাইরে নিয়ে গেছে]
তখন কার দিন গুলোর কথা এখন খুব মনে পড়ে,
দিন গুলোকে খুব বেশি মিস করি,
তখনকার আমি আর আজ আমি ভাবতেও খুব বেশি অবাক লাগে ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইটে বৃত্তি পাইছিলাম , ফাইভে পাই নাই । আমাদের সময় আরো অনেক ব্যাপার স্যাপার এর সাথে জড়িত ছিলো ।
কোঁটার একটা ব্যাপার ছিলো । ফোর থেকে ফাইভে উঠার সময় স্কুল চেঞ্জ করে জেলার সেরা স্কুলে এসেছিলাম । সেরা স্কুল থেকে আমি ক্লাস ফাইভে বৃত্তি পাই নি , কিন্তু আমার আগের স্কুল থেকে আমার চেয়ে যাদের রেজাল্ট খারাপ ছিলো তারা ঠিকই বৃত্তি পেয়েছিলো ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
েবনিটগ বলেছেন: +
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি হেল্প করতাম, কিন্তু কারো আমাকে হেল্প করতে হত না।
অলওয়েজ ফার্স্ট
এক এক্সামে অন্য স্কুলের প্রোক্টর। আমার হাতের লেখা দেখে বলে, এই হাতের লেখা! কো্নো ভাল স্কুলে যেতে পারবে না। পরের বছর আমি বাংলাদেশের এক নাম্বার স্কুলের ক্লাস রুমের সিটে বসে ভাবি, কোনো ভাল স্কুলে যেতে পারব না