![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষন্ন শহর গলে উঁকি দেয় নিয়ন আলো
বিবর্ন অথচ নির্ভরতা নিয়ে
ঘন্টা চুক্তিতে যারা স্বপ্ন বিলানোর অপেক্ষায়
কিছু টাকার অঙ্কে ওরাও হিসেবী সুখ কিনে
সামাজিক নগ্নতার মোড়কে, বেঁচে থাকার দুর্বোধ্য প্রশ্রয়ে
হা জীবন;
কত বিচিত্রভাবেই না সাজিয়েছো তোমায়!
ব্যস্ততার পসরা সাজিয়ে রাজপথ দাপিয়েছে যে যুবক
সেও নিজেকে সমর্পিত করেছে ক্লান্তির কাছে
তপ্ত রোদেও যে মাতাল বেঘোরে ঘুমায়
রজনীর যৌবনকালে সেই রাজপথের অধিপতি
এপাশে জানালার গ্রিলে জড়ায় না পাওয়ার গল্প
নিকোটিনের ধোয়ায় উড়ে কিছু বিলাসী দুঃখ, পরিণতির অপেক্ষায়!
রোজ রাতে রাস্তায় অপেক্ষারত হন্তদন্ত প্রেমিক
ও আজও বিশ্বাস করে না, প্রেয়সী ফিরবে না আর!
অর্থহীন অপেক্ষায় লিখে যাচ্ছে একাকীত্বের সংজ্ঞা।
রাতের নিস্তব্ধতা চিরে দেয় যে খেয়ালি প্যাচা
তারও কি ছিল দুঃখবোধ, খানিক শুন্যতা?
ভেসে যাওয়া লিলুয়া বাতাস; ভীষন একা ল্যামপোষ্ট,
ওরাও বলে যাচ্ছে জীবনের চিরায়ত গল্পটাই
দিনশেষে আমরা একা, খুব একা।
১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩
মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর
১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩
মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সালাম জানবেন
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অফলাইনে পড়েছিলাম ! এখন এলাম ভালোলাগা জানিয়ে যেতে !
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫১
মেহেদী আনডিফাইন্ড বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১০
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগলো +++