![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।
কিছু কিছু কাটা চামচ দিয়ে অন্ন ভক্ষনকারি টপ ক্লাসের মানুষেরা মনে করেন, আমাদের মত মিডেল বা লোউ ক্লাসের মানুষেরা উনাদের ক্লাসের সাথে মিলিয়ে চলতে পারি না। আসলেই কি আমরা মিলিয়ে চলতে পারি না, নাকি তারাই আমাদের সাথে মিলিয়ে চলতে পারে না সেটা একটু ভেবে দেখেছেন কি?
তারা যখন আমাদের সামনে কাটা চামচ নিয়া খাবে আমরা কমু, ইটস স্বাভাবিক। কিন্তু আমরা যখন এদের সামনে হাত দিয়ে খাবো, এরা বলে উঠবে, হাউ আগ্লি। আসলে এরাই আমাদের সাথে মিলিয়ে চলতে পারে না, আমরা এদের সাথে ঠিকই মিলিয়ে চলতে পারি। তাই এদেরকে বড় করে ভাবার কিছুই নেই। জীবনের মহা কর্মযজ্ঞে এরা আমাদের থেকে এগিয়ে নয়, বহুদুর পিছনে পরে আছে।
©somewhere in net ltd.