![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।
যদি পড়াশুনা নিষিদ্ধ হত এবং মোবাইল টিপাটিপি পড়াশুনার জায়গায় হতঃ হঠাত্ করে মা ঘরে ঢুকে যখন দেখত পড়াশুনা করতাছি, তখন চিল্লাইয়া উঠতঃ সারাদিন খালি বই নিয়া নাড়াচাড়া করছ, মোবাইল টিপাটিপির খবরই নাই। আজ আসুক তোর বাপ। এখনই মোবাইল নিয়া বস। মোবাইল টিপাটিপি না করলে পরীক্ষায় ফেল করবি তো।
যদি স্কুলে যাওয়া নিষিদ্ধ হত এবং খেলাধুলা করা স্কুলে যাওয়ার মত হতঃ তবে স্কুল থেকে ঘরে ঢুকলেই মা চিল্লাইয়া উঠতঃ সারাদিন খালি স্কুল আর পড়াশুনা, খেলাঘুলা করতে যাওয়ার কোন খবরই নাই। কোচেরা আইসা খালি বিচার দিয়া যায়। তুই নাকি খেলাধুলা করতে যাস না গেলেও হাফ টাইমের পর পালায়া যাস! তোরে তো গার্মেন্টসে লাগায়া দিতে হইব।
©somewhere in net ltd.