নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ekhtiak Ebna Ahsan Efat

ভালো মন ছাড়া মানুষ আর স্বাদহীন ইলিশ মাছ একই কথা

ইখতিয়াক ইবনে আহসান ইফাত

আমি আমার সম্পর্কে তেমন কিছু জানি না। আমার পরিচিতরা জানতে পারে।

ইখতিয়াক ইবনে আহসান ইফাত › বিস্তারিত পোস্টঃ

মুরগী

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

রফিক স্যার আমাদের ইংরেজী শিক্ষক ছিলেন। উনাকে আমরা মুরগী স্যার বলেও ডাকতাম। এর পিছনের ঘটনা হলো, তিনি ছাত্রদের মুরগী বানাতেন আর বলতেন, ডিম পার ডিম পার। সে থেকেই তার নাম মুরগী স্যার। তো একবার আমরা ভাবলাম কিছু মজা করা যাক। যেই ভাবনা সেই কাজ। আমরা যথারীতি পরিকল্পনা করতে থাকলাম কি করা যায়। পরিকল্পনাও সেট হয়ে গেল। পরেরদিন আমরা পরিকল্পনা অনুসারে স্কুলে গেলাম। তো স্যারের ক্লাস স্টার্ট হতেই আমরা কথা বলা শুরু করলাম। অম্নি স্যার আমাদের ধরলেন, যথারীতি মুরগি ও বানালেন। আর বলতে থাকলেন, ডিম পার ডিম পার। আমরাও পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করলাম। আমরা সবাই কক কক করতে লাগলাম। স্যার থতমত খেয়ে গেলেন। আমাদের জিজ্ঞেস করলেন, কিরে কক কক করছিস কেন তোরা? আমরা বললাম, স্যার মুরগী ডিম পারলে কক কক করে, আমরাও ডিম পারছি তাই কক কক করতাছি। বলেই পকেটে করে নিয়ে আসা ডিম বের করে স্যার কে দেখিয়ে বললাম, স্যার এই যে ডিম পারছি। স্যার তো পুরাই অবাক। কতক্ষন কথাই বলতে পারলেন না। এরপর যা ঘঠছে তা আর বলা যাবে না। ওই টুকু না জানাই ভালো। শুধু জাইনা রাইখেন দুই বেলা করে প্যারাসিটামল খাইছি এক সপ্তাহ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.