![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
মে একটি দিবসের নাম
বছর ঘুরে আসে,
একটি দিনই সবাই দেখি
শ্রমিক ভালো-বাসে।
.
সভা হয় সেমিনারও হয়
দেখি কত শত ঘটক!
তবু শ্রমিকের খোঁজ নেয়-কে?
মিছেমিছি যত নাটক!
.
শ্রমিকের ঘাম শুকানোর আগে
কে দেয় শ্রমের মূল্য?
শ্রমিকের শ্রম লুটছ তবু;
তারা যে কীটের তুল্য।
.
শ্রমিকের ঘামে যাদের প্রাসাদ
তারা কি খোঁজ নেয়?
মে দিবসে বাটে প্রসাদ-
রক্তও শুষে নেয়।
.
রক্ত চোষা দালান গড়ে-
গড়ে সুখের নীড়,
শ্রমিকই শুধু বাসিন্দা হয়
নোংরা-ধরণীর।
.
কত দেখি শ্রমিক নেতা
মেকি খেলায় লড়ে!
তারাও ভাই শ্রমিক রক্তে
দালান প্রাসাদ গড়ে!
.
পৃথিবী একটি যাত্রা মঞ্চ
অভিনেতা সবে আমরা,
শ্রমিক ফুল-শ্রম মধু
যা চুষে-নাও তোমরা।
.
তবুও আজ স্বপ্ন দেখি
শোষণ মুক্ত পৃথিবীর,
যা করবে অংশ মোদের
মানবতা-ময় ধরণীর।
.
এসো ভাই সবাই মিলে
সাম্যের গান গাই,
একটি দিন নয় প্রতিটিই
শ্রম-শ্রমিকের চাই।
.
০১/০৫/২০১২
০১ লা মে, ২০১৪ সকাল ৯:০৯
হাসান বিন নজরুল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দিলাম
২| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন।
০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৩
হাসান বিন নজরুল বলেছেন: স্বাগতম আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ সকাল ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: মে দিবসের শুভেচ্ছা শুভকামনা