![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
পীরের দরগায় মানত চলে
মসজিদ থাকে খালি,
দরগাতে যায় কোর্মা পোলাও
মসজিদ গেছে ভুলি।
ইমাম সাহেব নামাজ পড়ায়
দু টাকা পায় খেতে,
দরগা খাদেম সব নিয়ে নেয়
মিছার মায়া পেতে।
পীর হয়েছে অনেক বড়
বেহেস্ত দিয়ে দেয়,
স্বামীর সোহাগ ফিরবে বলে
অর্থ লুটে নেয়।
সন্তানও দেয় সুখ কিনে দেয়
দেয় যে কত কি!
এমন ভণ্ড আমরা ও ভাই
অনেক দেখেছি।
সবই যদি পীরের কাজ
আল্লাহ করেন কি?
হাজার লক্ষ নবী রাসুল
ভেজে চলে ঘি!?
মৃত মানুষ পারে যদি
সকল কিছু দিতে,
তবে খোঁজ হাজার নবীর
কবর সাথে ভিটে।
পীরের চেয়ে অনেক মহান
তারাই ছিলেন নবী,
তাদের দোয়ায় ঘুচত আঁধার
উঠত সকল রবি।
তুমি যেমন পীরের কাছে
তোমার নাজাত চাও,
ভেবেছ কি তার কি হবে
একটু ভেবে নাও।
বেহেস্ত কি আর বাপের ধন
কেউ কি দিতে পারে?
বেহেস্ত দোজখ আল্লাহ দেবেন
সব হিসেবের পরে।
তাই তো বলি মাজার নিয়ে
আর হয়োনা অন্ধ,
নিজেই আস মিলাও তবে
তোমার জীবন ছন্দ।
শোন ও ভাই বলি শোন
কেউ দেবেনা জামিন,
খোদার কাছেই চেয়ে গেছেন
আদম থেকে আমীন।
সবাই এসো দু হাত তুলে
তারই কাছে চাই,
নিজে নিজে পুণ্য করে
নাজাত চেয়ে যাই।
তোমার হিসেব তুমি দেবে
আমার হিসাব আমি,
সকল কাজের হিসেব নেবেন
বিচার দিনের স্বামী।
এসো থাকি আমরা সবাই
শিরক থেকে মুক্ত,
অন্ধ ভুলে আর হয়োনা
ওদের দলে যুক্ত।
০৭ জুন, ২০১২
১০ ই মে, ২০১৪ সকাল ৯:১৯
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫৫
এন ইউ এমিল বলেছেন: চরম বাস্তবতা
Click This Link
এই বিষয়ে আমার এই লেখাটা পড়ে দেখবেন