নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আর বাস্তবতা যার মেলেনা সেই মানুষটিই আমি

হাসান বিন নজরুল

আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।

হাসান বিন নজরুল › বিস্তারিত পোস্টঃ

***মা***

১১ ই মে, ২০১৪ সকাল ৯:২৮



কেউ ডাকে আম্মু তোমায়

কেউবা ডাকে মম,

যেমন নামেই ডাকুক তোমায়

সেটাই অনেক দাম।

.

আম্মু তোমার ভালোবাসার

হয়না কোন তুলনা,

তোমার চেয়ে বড় আশার

পাইনা আমি ঠিকানা।

.

মাগো তুমি এমন কেন?

আমায় আগলে রাখ,

অনেক দোষী আমার যেন

সকল দোষী ঢাক।

.

তোমায় কত কষ্ট দিলাম

জন্ম থেকে শুরু,

তবু তোমায় পেলাম যেন-

ভালোবাসার গুরু।

.

এত্ত ভালবাসা তুমি

কোথায় রাখ মা?

অনেক দোষের পরও শুনি

খোকা ফিরে চা।

.

তোমার খোকা করবে যখন

বিয়ে ওরে মা,

তোমার ফেলে যখন তখন

বউকে খুজবে না।

.

মাগো তোমার জন্য আজও

কিছুই করি নাই,

তবুও তুমি খুঁজে ফেরো

তোমার খোকা হায়।

.

যখন আমার কচি মুখ;

ছিলোনা কোন বুলি,

তখন তোমার ভাষার সুখ

হৃদয়ে দিলে ঢালি।

.

যখন আমার আধো বোল

ছিল আধো কথা,

তখন তোমার চোখে জল

খোকা বলছে কথা।

.

মাগো তুমি এমন কেন?

কত্ত ভালোবাস!

তোমার ভালবাসার মান

রাখব এবার হাঁসো।

.

মারে তোমার জন্য লিখা

আমার ছোট্ট কবিতা,

জীবন দিলেও শোধ হবেনা

আমার ঋণের বোঝাটা।

.

প্রতিদিনই হরেক রকম

শব্দ বলি ভাই,

আম্মু ডেকে শব্দটিতে-

ভিন্ন মজা পাই।

.

তোমার খোকা পন করেছি

তোমায় রাখব খুশি,

মাগো তোমায় ভালোবাসি

অনেক বেশী বেশী।

.

০২ এপ্রিল ২০১২

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮

আজীব ০০৭ বলেছেন: পৃথিবীর সব মা কে গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই।

১১ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩

হাসান বিন নজরুল বলেছেন: আমার ব্লগে স্বাগতম ধন্যবাদ B-)

২| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৪৫

লিরিকস বলেছেন: পৃথিবীর সব মা কে গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই।

১৩ ই মে, ২০১৪ সকাল ৮:৫৯

হাসান বিন নজরুল বলেছেন: আমার পক্ষ থেকেও তাই চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.