![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
আমি যদি গুম হয়ে যাই-
তবে আমায় ভাসাইওনা শীতলক্ষ্যায়;
তোমরা আমাকে ভাসিয়ে দিয়ো
কর্ণফুলীর উত্তাল স্রোতটায়।
.
তখন আমি জোয়ার ভাটায় ভেসে ভেসে-
উঠব আমার প্রিয় গ্রামের খালে,
অথবা সমুদ্রের পানির সাথে বাষ্প হবো-
আর বৃষ্টি হয়ে ঝড়ব গাঁয়ের চালে।
.
কিংবা আমায় মেরে ভাসিয়ে দিয়ো
আমার প্রিয় ডোমখালির ঐ খালে;
যেন আমি জড়াতে পারি-
আমার গ্রামের মাঝির শিকারি জালে।
.
তবে তারা আমায় কবর দেবে
আমার দাদার ভুমির নরম মাটিতে;
সেখানে আমায় শুইয়ে দেবে
প্রিয় শীতল পাটিতে।
.
চারিদিকে আজ গুমের উৎসব চলে-
এতে আমিও নই নিরাপদ;
আমিও যদি গুম হয়ে যাই!
কিংবা আসে জীবন বিনাশী বিপদ।
.
তাই করে যাই অসিয়ত-
কারন আমি ভয় পাইনা মরনে
কিংবা পাষাণে হাতে বজ্র আঘাতে-
অসীম রক্ত ক্ষরণে।
.
১২/০৫/১৪
©somewhere in net ltd.