| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান বিন নজরুল
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
অনেক চেনা মুখটি আমার
হয় কিভাবে পর?
আজ প্রণয়ে কাছে ডাকে
কালকে বলে সর!
এই হৃদয়ের সব গলিতে
ছাপ যে আছে তার,
জানি সে খুব খেলতে পারে
যেনো পাষাণ জার।
আজ পাষাণীর ধার ধারিনা
আমিও নই কম,
শপথ নিলাম আর হবেনা
কোনই পন্ড শ্রম।
ভুলতে চাইলে ভোলা যায় কি?
তবু চলে চেষ্টা,
বিস্বাদ জীবন খোঁজে নহর
মেটাতে প্রেম তেষ্টা।
১৩/০৫/১৫
©somewhere in net ltd.