| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান বিন নজরুল
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
পৃথিবীতে অনেক সম্পর্কই তো
এক তরফা হয়ে থাকে,
তেমনি আমার প্রেমও ছিল একতরফা;
এ জীবনের সব বাঁকে।
তাই, সময়-অসময়ে অনেক
ভালোবাসার প্রদান হতো;
কিন্তু এই মানবের
সরল ও বোকা মন কি কিছু পেতো?
যদিও এ ব্যাপারে বেশী কিছু ভাবিনি
আবেগের বসে;
কিন্তু আজকে এমনই ভাবনা জেঁকে বসলো
তাকে চেনার শেষে।
আগেও বলেছি চাণক্য প্রেমের কথা;
আবার বলছি এই প্রেম ভালো নয়,
যেখানে থাকে শুধুই দিয়ে যাওয়া-
আর থাকে ধোঁকায় সৃষ্ট অজানা ভয়।
আমার প্রেমে শুধুই ছিল ব্যাথা-শংকা ও ভীতি,
তবু, এ প্রেম মানেনি কোন রীতি কিংবা নীতি।
এই নীতিহীন প্রেম করেছে আমায় আত্মগ্রাসী,
তাইতো সরল প্রেমে আমার নীতি আত্মনাশী।
তাই ভালোবাসার সীমান্তে দাঁড়িয়ে কত চেয়েছি প্রেম!
হায় মন কাঁদে;
তবু সে প্রেম সীমান্তে নিয়ত আঘাত করে
মন চুরির অপবাদে।
আজ বুঝেছি গরু চুরি ও মন চুরি
দুটোই ক্রসফায়ারের বাহানা
তাই আমি আজও কথিত প্রেম সীমান্তে
তারই ঘৃণার নিখুঁত নিশানা।
তবু ভুলতে চাইলেই কি ভোলা যায়?
সে যে আমার বুকে বাঁধা অনেক ঋণে!
যদিও এমন এক তরফা প্রদানের প্রাপ্তি জানে-
কল্প লোকের ভূত-জ্বীনে।
জানি, আমি জানিনা আমি তারে
প্রেম দিয়েছি কয় হাজার ট্রলার?
শুধু জানি আমার পাওনা অনেক বেশী-
বহু ট্রিলিয়ন হার্ট ডলার।
ভাবছো কি ভাই? আমি হয়ে গেছি-
ম্যাচিউর বা সচেতন? ধুর বোকা!
আমি তো আজও শুধুই দিয়ে যাই;
স্বার্থের ধরায় রয়ে গেছি খোকা।
২৯ ডিসেম্বর ২০১৫
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১
হাসান বিন নজরুল বলেছেন: এই আমরাই (আমি আপনি) কালে কালে শোষিত হই আর বেয়াড়া হিসাবকে মেলাতে চেষ্টা করি, কিন্তু সে মেলে না।
২|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
নুরএমডিচৌধূরী বলেছেন: আমার একটি কবিতার চার লাইন
অবুঝ পুরুষ
নারীর কি চেন মন
সময়ের কাঁটা হয়ত ঘোরে নিয়মে
নারীর মনের কাঁটা ঘুরে যখন তখন।
কবিতায় ভাললাগা জানবেন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
অবচেতনমন বলেছেন: কিন্তু আজকে এমনই ভাবনা জেঁকে বসলো
তাকে চেনার শেষে
অসাধারন, বেশ লাগলো মনে হচ্ছে আমার নিজস্ব কিছু ভাব প্রকাশ পেল আপনার লেখনির মাধ্যমে।