| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান বিন নজরুল
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
চোখের নোনা পানি ভূমির আদ্রতা ও নুন বাড়ায়
তবেই কি ঐ জনপদ হাজার ব্যারেল অশ্রু ঝরায়!?
ব্যারেল ব্যারেল রক্ত-অশ্রু সকল মুসলিম জনপদে,
নেতা বেঘোর ঘুমায় দেখো, টাল হয়ে রয় নেশা-মদে।
মানুষ রূপী শয়তানেরা প্রলয় নাচন নাচে
আশাহীন আর দিশাহীন প্রান কি করে হায় বাঁচে।
জীবন যুদ্ধে হেরে যাওয়া হয়ে রাষ্ট্রহীন
শান্তি কিংবা স্থিতির আশা আজকে হলো ক্ষীণ।
অন্ধকারে হাতড়ে খুঁজে ছোট্ট আলোর দিয়া,
টাকার খাটে ঘুমানো ভাই করে বেড়ায় রিয়া।
রিয়ার প্রাপ্তি জাহান্নামই জানা আছে মানি
সময় থাকতে ঘুরে দাঁড়াও হলে তুমি জ্ঞানী।
ঘুরে দাঁড়ানোয় সফলতা নয়তো চরম বিফল
অন্তর্যামী সবই দেখেন করে দেবেন সাফল। *(Shuffle)
২২/০২/২০১৬
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ দাদা।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
উল্টা দূরবীন বলেছেন: মানুষ রূপী শয়তানেরা প্রলয় নাচন নাচে
আশাহীন আর দিশাহীন প্রান কি করে হায় বাঁচে
কথাগুলো বেশ লাগলো। কবিতায় ভালোলাগা রেখে গেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ ভাই।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
জয় মন্ডল বলেছেন: পড়ে ভাল লাগল।ভাল লিখেছেন। আরও আরও লিখুন শুভকামনা রইল।আর ভাল থাকবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ ভাই ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: ব্যতিক্রমী কবিতা।
++++