নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আর বাস্তবতা যার মেলেনা সেই মানুষটিই আমি

হাসান বিন নজরুল

আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।

হাসান বিন নজরুল › বিস্তারিত পোস্টঃ

বরাবরে, ডিয়ার তনু- স্বর্গলোক

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮


বরাবরে,
ডিয়ার তনু,
স্বর্গলোক।
চলে গেছিস ছেড়ে পাপের মর্তলোক।
তোরই মত চলে গেছে হাজারো বোন,
বাংলাতে আজ পুরুষ নেইতো; ঠান্ডা এ খুন।
নয়তো কেন অনাচারে নিরব এ সাজ,
কেমনে ভাঙ্গে নিরাপত্তা ধর্ষকের কাজ!
বাংলার একটি ইঞ্চিও কি নিরাপদ নেই?
কার কারণে? বলতে পারো? কোনজনা সেই!?
আজ, ভাসুরের নাম আনতে মুখে খুব যে, মানা;
আমরাও তা খুবই মানি; যদিও জানা।
যদি, অত্যাচারের মূলেই তোমরা ঔষধ না দাও,
তবে, উপসর্গে দাওয়াই দিয়ে ফল কেন চাও?

শোনরে আপু, হাজার তনু- তাই বলি শোন;
আজকে বাংলা শক্তিমানে মাখায় লোশন।
যেদিন, সব ভাইয়েরা সাহসী হয়ে দলবে শোষণ,
জানি, সেদিন তোরা বিচার পাবি; নয়রে ভাষণ।

ইতি,
তোদের কোটি ভাইয়ের চাপা ক্রন্দিত মন;
চাওয়া, ন্যায়ের বিচার পাবে সকল ব্যথিত জন।

২৪শে মার্চ ২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.