| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান বিন নজরুল
আসুন সুন্দরের বীজ বুনি আর আগাছা গুলোকে উপড়ে ফেলি- সুন্দরের চাষ করতে হয় আর আগাছা এমনি জন্মায়।
কেউ বদলে যায় না, বদলে যায় পারিপার্শ্বিক পরিস্থিতি,
বদলায় স্থান, কাল; জীবনে আসে সংকোচন কিংবা স্ফীতি।
এ জীবন যুদ্ধে কেউবা জয়ী, কেউবা আবার হেরে যায়;
তাই, বিজয়ী আর হারা ব্যক্তির মেজাজ যে এক পাওয়া দায়।
এই দায়ের ঘানি টেনে টেনে সিংহভাগই কষ্ট পায়,
আর তোমরা বলো অমুক তমুক কেমন করে বদলে যায়!?
এ জীবন হলো শুরু থেকেই স্তরে স্তরে সাজানো,
তাই প্রতি স্তরেই শিক্ষা অনেক, অস্রু ফোঁটায় ভেজানো।
অস্রু গুলো মুছে কেউবা উচ্চ সিঁড়ি মাড়িয়ে যায়,
কেউ বা আবার তীব্র স্রোতে কালের গর্ভে হারিয়ে যায়।
একেই বলে পরিবর্তন, হয়ত এটাই বদলে যাওয়া,
এটাই যদি অপরাধ হয়, ভুল বোঝাটাই শেষের পাওয়া।
৩১/১০/২০১৬
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন:
বদলায় সবই। মানুষ, পরিস্থিতি উভয়ই। পরিস্থিতি আগে বদলায়, সেটার সাথে সাথে মানুষও।
পরিবর্তন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি।
ভাল লাগলো কবিতা। +