নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা আমার ইচ্ছেঘুড়ি, যখন যা ইচ্ছে হয় তাই লিখে ফেলি।

আল ইমরান

আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি

আল ইমরান › বিস্তারিত পোস্টঃ

কষ্ট দেবার খেলা..

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

নিজেকে কষ্ট দেবার খেলায় মেতেছি,

ইচ্ছে করেই জমিয়ে রাখছি কষ্টগুলো,

হয়ত আজকের এই জমানো কষ্টই হবে

বাকি জীবনের পথের পাথেয়।

কারো সাথে ভাগ করে নিচ্ছিনা বা পারছি না,

এ খেলার শুরু যেদিন থেকে,

নিজেই বয়ে নিয়ে বেড়াচ্ছি কষ্টের বোঝা,

প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলছে এর ভার;

ঝেড়ে ফেলতে চেয়েও কেন জানি ঝেড়ে ফেলছি না।



কাঁক ডাকা ভোরে বিছানা ছাড়া থেকে

গভীর রাতে ঘরে ফেরা পর্যন্ত চলছে

কষ্ট সংগ্রহের এই নিবিড় অনুশীলন আমার।

নিজের সাথে নিজেই বলছি কথা

আর বাকিটা দিয়ে ভরছে কবিতার খাতা।

কলমের ডগা দিয়েও আজ কেন জানি আসছে না,

আসছেনা আমার পুঞ্জিভূত কষ্টের কথকতা।



হৃৎপিণ্ডের বিরামহীন কম্পনসম,

টিক টিক করে ছুটে চলছে সময় অবিরত

দেখতে না দেখতেই পার হয়ে এসেছি অনেকটা পথ

নিজেরই অজান্তে শুরু হয়েছিল যে পথচলা।

অনেক ভেবে, নিজেকে প্রশ্ন করে করে ক্লান্ত আমি,

উত্তরের অপেক্ষাতে এখন আর থাকি না।



প্রশ্নের পর প্রশ্ন জমিয়ে বুকে গড়েছি বিস্তীর্ণ পর্বত

সেই পর্বতের বিভিন্ন অংশে আছে সুউচ্চ পাহাড়

দু’চোখে জমিয়ে রেখেছি সাগর, আছে নোনা জল

আর এ দু’য়ের মাঝের আকাশে লুকিয়ে আছে,

লুকিয়ে আছে মেঘ হয়ে, কান্না আমার-

ঠিক কখন তা ঝরবে বৃষ্টি হয়ে, তা নিজেই জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.