![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি
আমরা সাধারনত গ্যস্ট্রিক বলতে পাকস্থলী কে বুঝি। মুখ দিয়ে খাবার গ্রহন করার পর তা ইসোফেগাস (Esophagus) বা খাদ্যনালী হয়ে Stomach এ যায়। এই Esophagus এবং Stomach এর মাঝখানে থাকে Esophageal sphincter. যাকে গেটকিপার ও বলা হয়। আমাদের পাকস্থলীতে থাকে কন্সেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড। এই গেটকিপারের কারনেই তা আমাদের খাদ্যনালীতে উঠে আসতে পারে না। এবং আমাদের পাকস্থলীর একেবারে ভেতরের লেয়ারে থাকে মিউকাস স্তর যা আমাদের পাকস্থলী কে এই এসিড থেকে রক্ষা করে।
পাকস্থলীর প্যারাইটাল সেল নামক একটি অংশ থেকেই এই এসিড তৈরি হয়। এসিডের কাজ হচ্ছে পরিপাকে সহায়তা করা এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া কে মেরে ফেলা। খাবারের গন্ধ পেলে বা খাবার সময় হলেই এই এসিড এর নিঃসরণ বেড়ে যায়, তাই সঠিক সময়ে অল্প হোক, বেশি হোক কিছু না কিছু খাওয়া প্রয়োজন, নাহলে গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে। গ্যাস্ট্রিক এর বিভিন্ন সমস্যার কারনে আমরা সাধারনত, এন্টাসিড, রেনিটিডিন, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল ইত্যাদি ঔষুধ খেয়ে থাকি। যখন পাকস্থলীতে এসিডিটি বা এসিডিক গ্যাস বেড়ে যায় বা গ্যাস ফর্ম হয়ে যায় তখন সেই এসিডিটি কমানোর জন্য এন্টাসিড বা ক্ষার দেয়া হয়। যা এসিডের সাথে বিক্রিয়া করে লবন ও পানি তৈরি করে।
আবার যদি এমন হয় যে আপনি কোন খাবার খেলে গ্যাস ফর্ম হতে পারে বলে সন্দেহ করছেন, তবে সেই খাবার খাওয়ার আগে খেয়ে নেবেন ওমিপ্রাজল, যা প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ তা এসিড নিঃসরণকে বন্ধ করে দেয়। অর্থাৎ ওমিপ্রাজল আপনাকে খেতে হবে খাওয়ার আগে। আবার মাঝে মাঝে অতিরিক্ত গ্যাস পাকস্থলীতে জমা হলে তা Esophageal sphincter কে ধাক্কা দিয়ে খুলে দেয় এবং কিছু এসিডিক কন্টেন্ট Esophagus এ প্রবেশ করে। পেটে তো মিউকাস আবরন আছে, কিন্তু Esophagus এ তো নেই। তখনই বুক জ্বালাপোড়া করে। এবং এই ঘটনা ঘটার সময় তা আমাদের হার্টেও কিছু প্রভাব ফেলে যেটাকে হার্ট বার্ন বলে। অনেকে এই হার্ট বার্ন কে মাইল্ড হার্ট এট্যাক বলে মনে করে। এই সমস্যার জন্য খাবার আগে, পরে বা খাবার খাওয়ার মাঝেও আপনি খেতে পারেন ইসোমিপ্রাজল।
কিছু ঔষুধের নামঃ
##এন্টাসিড, এভলোসিড
##ওমিপ্রাজল এর মধ্যে আছে, জেল্ড্রিন, সেকলো, পিপিআই
##ইসোমিপ্রাজল এর মধ্যে আছে, ইসোমেপ, মাক্সপ্রো, ইসনিক্স
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
আল ইমরান বলেছেন: ধন্যবাদ। আপনার প্রো পিক টা জটিল।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
চারশবিশ বলেছেন: আরও একটু বিস্তারিত দিলে ভাল হত
হঠাৎ করে শেষ হয়ে গেল
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯
আল ইমরান বলেছেন: আসলে খুব গভীরে আর যেতে চাচ্ছিলাম না। নেক্সট টাইম আরেকটু বিস্তারিত লেখার চেষ্টা থাকবে।
৩| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৯
MD NURNOBI বলেছেন: একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট লিখেছেন, যা সকলের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। লিভার ও পরিপাক তন্ত্র সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারেন।
লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিপাক তন্ত্র সম্পূর্ণ শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিপাক তন্ত্র এবং লিভার রোগ সম্পর্কে বিস্তারিত জানা উচিত এবং উচিত চিকিৎসা পেতে আপনাকে ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টারে যেতে হতে পারে।
আমরা সকলের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবো এবং লিভার ও পরিপাক তন্ত্রের যত্ন নেওয়া উচিত।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩০
~মাইনাচ~ বলেছেন: জরুরী পোস্ট