![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তপনের এই ঝলসানো তাপে
কিছুটা ক্লান্ত,
কিছুটা ক্ষান্ত,
তবু অবিশ্রান্ত
পান্থরা হাঁটিছে
ওই দূর অজানায়
তপ্ত প্রখর কন্টকে।
পথ যে অশেষ,
অকরোটিদের হাল
বিচলিত না করিতে পারে
পাছে এ যাতনায়
আঁধারে ধায় চেতনায়।
ক্ষণে ক্ষণে মরিচিকার
দেখা মেলে সে পথে
কত শত মহাণেরা
গিয়েছে যে ফিরে
আপনা নিড়ে
তার হিসেবে নির্ভুল
হওয়া দায় সম।
তবু এ পান্থ শিবিরে,
ভয়ের অবস্থান
যে বিপরীত মেরুতে।
__এস.এম.ইমন
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:৩৬
সজীব মোহন্ত বলেছেন: