নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এহসান সুজন

আমি এহসান। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এ বিএসসি ডিগ্রী নিয়েছি বুয়েট থেকে। আপাতত একটি প্রতিষ্ঠানে চাকরী করছি। চাকরীর পাশাপাশি আমাদের ব্রেইন ও মনের কার্যক্রম সরাসরি শব্দের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে এরকম একটি প্রযুক্তি বাংলাদেশে সহজলভ্য করার একটি 'ব্যক্তিগত প্রকল্প' নিয়ে কাজ করছি।

এহসান সুজন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশীদের জন্য চালু হল BrainwaveOptimizer.com

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

ব্রেইনওয়েভ এনট্রেইনমেন্ট হল এমন এক বিস্ময়কর প্রযুক্তি যার মাধ্যমে আমাদের ব্রেইন ও মনের অনেক ধরণের কাজ শুধুমাত্র বিশেষ ধরণের আলো এবং শব্দের মাধ্যমে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ করা যায়।



এই কারণে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি বিভিন্ন ধরণের কাজে অনেক বছর আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এই প্রযুক্তির বিভিন্ন ধরণের ব্যবহারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যবহার হলঃ



• ধ্যান চর্চা

• মানসিক চাপ নিয়ন্ত্রণ ও কমানো

• মানসিক ক্লান্তি ও অবসাদ দূর করা

• অল্প সময়ে ব্রেইনকে তুলনামূলক ভাবে বেশী বিশ্রাম দেয়া

• সৃজনশীলতা বৃদ্ধি করা

• মনোযোগ বৃদ্ধি করা

• ঘুমাতে সাহায্য করা

• বিষন্নতা দূর করা

• বদ-অভ্যাস দূর করা

• আত্মবিশ্বাস বাড়ানো ইত্যাদি।



এক কথায় আমাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে খুব সহজেই এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।



কিন্তু নানাবিধ কারণে বাংলাদেশের মানুষ এই প্রযুক্তির ব্যবহার ও উপকারিতা সম্বন্ধে জানেনা। আর জানলেও অনলাইনে এই প্রযুক্তির মাধ্যমে তৈরী করা প্রডাক্টগুলোর দাম ৮০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে এত টাকা খরচ করে এই প্রডাক্ট কেনার আগ্রহ কারও থাকে না।



তবে সুখবর হল গত সপ্তাহে বাংলাদেশে একটি ওয়েবসাইট চালু হয়েছে যার এড্রেস হলোঃ

http://www.brainwaveoptimizer.com



এই ওয়েবসাইটে বর্তমানে ব্রেইনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা মোট ১২ টি অডিও প্রডাক্টস (mp3 format-এর music file) আছে যেগুলো অনলাইনে অর্ডার দিয়ে কেনা যাবে।



প্রতিটি প্রডাক্টের মূল্য বাংলাদেশীদের নাগালের মধ্যেই আছে। আপনি আপনার পছন্দমত প্রডাক্ট পছন্দ করে ঘরে বসে যে কোন সময় যেখান থেকে ইচ্ছা অর্ডার দিতে পারবেন। অর্ডার দেয়ার পর নির্ধারিত পদ্ধতিতে আপনি মূল্য পরিশোধ করবেন এবং বিক্রেতাকে আপনি মূল্য পরিশোধ করা সম্পর্কিত তথ্যাদি দিয়ে একটি ই-মেইল করবেন।



এরপর বিক্রেতা আপনার মূল্য পরিশোধ সম্পর্কিত তথ্যাদি পেয়ে অনলাইনে ডাউনলোড করার জন্য ডাউনলোড লিংক আপনার ই-মেইলে পাঠিয়ে দিবে। এক্ষেত্রে আপনি অর্ডার দেয়ার সময় যে ই-মেইল এড্রেস দিবেন আপনার ডাউনলোড লিংকগূলো সেই ই-মেইল এড্রেসেই পাঠানো হবে। কিভাবে আপনি অর্ডার দিবেন এ সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটেই দেযা আছে।



ব্রেইনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তিটি কিভাবে কাজ করে এবং এই ওয়েবসাইটের প্রডাক্টগূলো কিভাবে কাজ করে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্যও ওয়েবসাইটটিতে দেয়া আছে।



তাহলে সময করে ভিজিট করুন BrainwaveOptimizer.com এবং দেখুন আপনার জীবণের কোন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ওয়েবসাইটটিতে আপনার জন্য কোন কিছু আছে কিনা :)



আপডেটঃ



গত সপ্তাহে এই ওয়েবসাইটে আগের ১২ টির সাথে আরও দুইটি প্রডাক্ট যুক্ত হয়েছে। একটি হল মোটিভেশন (মানসিক অনুপ্রেরণা) বৃদ্ধির জন্য এবং আরেকটি হল ঘুমের সমস্যা দূর করার জন্য। মোটিভেশন বাড়ানোর জন্য যে প্রডাক্টটা যোগ করা হয়েছে সেটিতে কথাগুলো দেয়া হয়েছে সব ইংরেজীতে। তবে ইংরেজীতে হলেও সমস্যা নেই কারণ আমার কাছে মনে হয় যে সাধারণ ইংরেজী জানা যে কেউ কথাগুলোর অর্থ বুঝতে পারবে। আর অন্য প্রডাক্টটি যাদের ঘুম আসতে সমস্যা হয় তাদের জন্য।



আশা করি প্রডাক্টগুলো অনেক বাংলাদেশীর উপকারে আসবে।



আরেকটি আপডেট দেই। সেটি হল, এই ওয়েবসাইটের জন্য Facebook -এ একটা পেজ খোলা হয়েছে। পেজটি ভিজিট করতে পারবেন নিচের ঠিকানায়ঃ



http://www.facebook.com/Brainwaveoptimizer

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

লেখাজোকা শামীম বলেছেন: ভালো তো। দাম তো খুব বেশি না। তবে আরো কম হলে খারাপ হতো না।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

লেখাজোকা শামীম বলেছেন: অনলাইন পেমেন্ট সিস্টেম আর কবে আসবে বাংলাদেশে ? ডিজিটাল বাংলাদেশ বইলা চিল্লাইলেই দেশ ডিজিটাল হয় না। এখন্ও পেপাল চালুই হল না। খালি বড় বড় লেকচার ।

ওই পেজের এই লেখাটা দেখে লজ্জা লাগল।

Please note that, since online payment is still not widely accepted & trusted method of payment in Bangladesh so the ordering and delivery system is not made fully automated using online payment & delivery processes.

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

মৈত্রী বলেছেন:
আপনার ফেসবুক এ্যাড্রেস দেন.....

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আশফাক সুমন বলেছেন:
বিদে(শ থাকতে কিছু কিছু শুনেছিলাম এই প্রযুক্তির কথা । কিন্তু দাম অনেক বেশি । পাউন্ড খরচ করে কেনার সাহস পাইনি।


আপনি কি এই প্রযুক্তি নিয়ে আর একটু বিস্তারিত লিখবেন বাংলায়?

ধন্যবাদ । আপনার সাফল্য কামনা করছি ।




৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

এহসান সুজন বলেছেন: @ আশফাক সুমন;

ধন্যবাদ আপনাকে। এই প্রযুক্তি নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা আমার আছে। আশা করি শীঘ্রই এই প্রযুক্তি নিয়ে বিস্তারিত কিছু লেখা আপনাদের জন্য দিতে পারব।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আশফাক সুমন বলেছেন: @ লেখাজোকা শামীম

ভাই, আপ্ নার সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.