| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন আগে ইন্টারনেটে একটা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলটার বিষয় ছিল বাসা থেকে কিভাবে কোন টাকা খরচ না করে অনলাইনের মাধ্যমে আয় করা যায়। অনলাইনে আয় করার যে এত পদ্ধতি আছে তা ঐ আর্টিকেল পড়ার আগে জানতাম না।
বিভিন্ন ধরণের পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি পরে মনে হল এই পদ্ধতিটা আমার জন্য সবচেয়ে ভাল কারণ এই পদ্ধতিতে বাস্তবিক অর্থে আমাকে কোন কাজ করতে হবেনা।
ভাবছেন আমি হয়তোবা খুব অলস তাই এই ধরণের পদ্ধতি পছন্দ করেছি
আসলে কিন্তু ব্যাপারটা উল্টো। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও একটি প্রকল্পের কাজে আসলে আমি কয়েক মাস ধরে এত ব্যস্ত থাকি যে নতুন করে কোন কিছু শিখে বা করে আয় করার চিন্তা আপাতত মাথায় আনা সম্ভব না।
যাহোক, আর্টিকেলটা পড়ে ওয়েবসাইটটা ভিজিট করলাম আর জানতে পারলাম আয় করার অদ্ভুত কিন্তু মজার এক পদ্ধতি! পুরো পদ্ধতিটি এরকমঃ
কোম্পানীটি একটি সফটওয়ার তৈরী করেছে। এই সফটওয়ারের মাধ্যমে কোম্পানিটি আপনার কম্পিউটার এর অলস সময়গুলো আপনার কাছ থেকে ভাড়া নিবে। এর বিনিময়ে আপনার কম্পিউটারের ক্ষমতা অনুযায়ী আপনি আয় করবেন। ব্যপারটি এরকম যে, কোম্পানিটি ইন্টারনেটের মাধ্যমে তাদের সফটওয়ার দিয়ে আপনার কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা কাজে লাগাবে এবং এই ক্ষমতা তাদের কাছ থেকে তাদের ক্লায়েন্ট কিনে নিবে।
একটা উদাহরণ দেই। মনে করুন আপনি বিজ্ঞানের জটিল একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। আপনার কোন একটা পরীক্ষা নিরীক্ষার ফল বিশ্লেষণ করার জন্য হাই পারফর্মেন্সের কম্পিউটার দরকার। কিন্তু আপনার ল্যাবে এই ধরণের কম্পিউটার নাই এবং এই গবেষণার জন্য এই ধরণের কম্পিউটার কেনা ও মেইন্টেনেন্স করা আপনার জন্য ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয়। এক্ষেত্রে আপনি অনেক কম খরচে এই কোম্পানিটিকে আপনার ফলাফল বিশ্লেষণ এর দায়িত্ব দিলেন। কোম্পানিটি আপনার পুরো কাজটিকে অনেক ছোট ছোট অংশে ভাগ করল যেন সাধারণ মানের কোন কম্পিউটারে এগুলো নিয়ে কাজ করা যায়। এরপর তারা যাদের থেকে প্রসেসিং পাওয়ার ভাড়া নিল মানে আমাদের মত সেই সব সাধারণ কম্পিউটার ব্যবহারকারীর কম্পিউটারের মাধ্যমে সেই ছোট কাজগুলো করিয়ে নিয়ে পুরো কাজের ফলাফল আপনাকে দিয়ে দিল।
আপনি এই কোম্পানীর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ডাউনলোড করার পর আপনার কাজ হবে অনলাইনে থাকা অবস্থায় সফটওয়ারটি চালু রাখা। সফটওয়ারটি আপনার কম্পিউটারের ক্ষমতার উপর নির্ভর করে আপনার আয়ের ক্যালকুলেশন করবে এবং আপনার একাউন্টে টাকা জমা হবে।
কোম্পানিটির পলিসি অনুযায়ী আপনি আপনার একাধিক কম্পিউটার থাকলে প্রতিটিতেই এই সফটওয়ারটি ইন্সটল করতে পারবেন তবে একটি কম্পিউটারে শুধু একবার এই সফটওয়ার ইন্সটল করা যাবে।
একটা বিষয় জানিয়ে রাখি। আসলে আমাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার ঠিক কি কাজে লাগবে তা কিন্তু আপনি বা আমি জানতে পারবনা। এই ব্যপারটির উদ্দেশ্য খুব ভাল হতে পারে আবার খারাপও হতে পারে। তবে খারাপ উদ্দেশ্যের ব্যপারে যেহেতু কোন প্রমাণ নেই তাই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তো আর এটা বলা যাবে না যে এই কোম্পানী আমাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার খারাপ কোন কাজে দিবে।
আমি কয়েকদিন আগে এই সাইটে রেজিস্ট্রেশন করেছি। এখন সফটওয়ারটির বিটা ভার্সন চলছে। কোম্পানীর তথ্য অনুযায়ী আগামী ১০ নভেম্বর এটির ফাইনাল ভার্সন ডাউনলোড করা যাবে যেটির মাধ্যমে আশা করছি খুব সামান্য হলেও একটা ইনকাম হবে।
এই ইনকামে আপনি বড়লোক হবেন না। তবে যেহেতু আমরা সবাই প্রায় প্রতিদিনই কোন না কোন কাজে কম্পিউটার অন করে রাখি তাই আমাদের কাজের ফাঁকে যতটুকু ইনকাম হবে তার পুরোটাই তো আমাদের লাভ। আর সফটওয়ারটি যেহেতু ব্যাকগ্রাউন্ডে রান করবে তাই আপনার মুল কাজে কোন বাধাও হবেনা।
তাই আপনি যদি আগ্রহী হন তাহলে নিচের লিংকটি ক্লিক করে রেজিস্ট্রেশন পেজটি ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় ফ্রি রেজিস্ট্রেশন করবেন। পেইড মেম্বার হতে গেলে রেজিস্ট্রেশন এর সময় ১৫০ ডলার লাগবে!
Register at Idle Processor Utilization Services
এই সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে আমি যতটুকু বুঝেছি তা হল, আপনাকে কারও না কারও রেফারেন্সে রেজিস্ট্রেশন করতে হবে। উপরের লিংকটি দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি আমার রেফারেন্সে রেজিস্ট্রেশন করবেন। আবার আপনার রেফারেন্সে আপনার পরিচিতরা এবং বন্ধু-বান্ধবরাও রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই অদ্ভুত উপায়ে আয়ের পথটি খুঁজে পাবে।
যা হোক আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি।
~এহসান
বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখাটির সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
এহসান সুজন বলেছেন: ভাই আপনার কথা পুরোপুরি যুক্তিযুক্ত তবে বিনয়ের সাথে বলছি এ ব্যপারে কিন্তু কোন শক্ত প্রমাণ এখনো কেউ দিতে পারেনি যে এই সাইটের সফটওয়ারের মাধ্যমে মেম্বারদের কম্পিউটার হ্যাক করা হচ্ছে। তাছাড়া যদি কারও এমন কোন কম্পিউটার থাকে যেটিতে গোপনীয় কিছু নেই বা হ্যাকিং হলে বিপদ হতে পারে এমন গুরুত্বপূর্ণ কিছু নেই তাহলে তিনি তো এটি ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি যদি ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে দেখবেন যে সেখানে Forum নামের একটা অংশ আছে যেটিতে রেজিস্টার্ড ইউজাররা এই সার্ভিসটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ইনকাম অপরচুনিটির সাইটে ফোরাম থাকাটা একটা ভাল লক্ষণ কারণ এতে সাইটটিতে মেম্বারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি যোগাযোগ করা যায়।
২|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭
মাজহারুল হুসাইন বলেছেন: নেট স্পিড তো যাবে । আবার কিউবি ডাটা ইউজেস লিমিট আছে । দেখা যাবে তাও নষ্ট হচ্ছে ।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
এহসান সুজন বলেছেন: আসলে আপনি সাধারণত যতক্ষণ কম্পিউটারে কাজ করেন এবং ইন্টারনেটে থাকেন ততক্ষণ এটি ব্যবহার করাই ভাল। এতে আপনার এক্সট্রা কোন কিছু খরচ হবেনা।
৩|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
সানফ্লাওয়ার বলেছেন: হুম , বুঝলাম। আর একটু ভাবতে হবে বিষয়টা নিয়ে।
৪|
২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৫
সৌমিক জামান বলেছেন: ভাই, টাকা টা তোলার মাধ্যম কি?PayPal? নাকি Payaza,MoneyBookers,Skrill or অন্য কিছু? PayPal হলে অনেক ঝামেলা হবে টাকা তুলতে। কারন, বাংলাদেশে PayPal নাই।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
এহসান সুজন বলেছেন: সৌমিক ভাই, টাকা তোলার মাধ্যম হচ্ছেঃ
Payza, SolidTrustPay, EgoPay, GreenDot MoneyPak, Western Union, Check or Money Order, or Bitcoin.
আমার জানা মতে Payza, EgoPay এবং Western Union এর মাধ্যমে বাংলাদেশীরা সহজেই টাকা তুলতে পারবে।
৫|
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২১
মোঃ আব্দুস সালাম বলেছেন: সবই ঠিক আছে কিন্তু মাঝখানে এম এল এম আইসাইতো কাম সাইরা দিল।আবার কোন ফন্দি কে জানে?
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
এহসান সুজন বলেছেন: সালাম ভাই, একটু রিস্ক হয়তোবা আছে। তবে যেহেতু আপনি ফ্রি একাউন্ট করছেন তাই টাকার দিক দিয়ে আপনার কোন লস হবেনা বরঞ্চ লাভ হতে পারে।
৬|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: আপনি কিছু আয় করার পর আর একটা আপডেট পোস্ট দিবেন ।
৭|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: না ভাই এটা অবশ্যই অসম্ভব। একটু মাথা খাটিয়ে চিন্তা করে দেখুন। হাতে সময় নেই বলে বিস্তারিত ব্যাখ্যাটা দিতে পারলামনা।রিমোট সিপিউ, প্রসেসিং, রেজাল্ট, ইনপুট, আউটপুট, ব্যান্ডোয়াইডথ এ বিষয়গুলো নিয়ে ভাবুন। উত্তর পেয়ে যাবেন। হ্যা টাক পে করবে সেটা হয়তো সত্য তবে আপনার ব্যক্তিগত তথ্যগুলো হাতিয়ে নিয়ে তারপর।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪
বিশ্বাস করি 1971-এ বলেছেন: পিসি হ্যাক হওয়ানোর বুদ্ধি