নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

কেন এমনে ডাকো...

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

কেন এমনে ডাকো
বারে বারে
এই আমারে;

নিজেকে আড়াল করি
কাছে থেকেও, দূরে সরি
চলে যেতে চাই বাধঁন ছিড়ে
কেন যে ডাকো আমারে
ফিরে ফিরে~

ফিকে হয়ে আসা জল রঙের ছবি
কালি কলমের আচঁড়ে
কবিতার কবি
ছিড়ে যাওয়া কবিতার খাতা
ময়লা হয়ে যাওয়া পাঞ্জাবীর হাতা
নেই যে মলাট
হয়নি ধোয়া
নেই স্পর্শ, নেই যে
ছোঁয়া~
তবু কেমনে নতুন কবিতা
নতুন ছবি আঁকো
কেন যে আমারে তুমি
ফিরে ফিরে ডাকো।

জীবনের এই গোলক ধাঁধা
কেন যে এক সুতায় বাঁধা
ভালোবাসার সংসারে
কেন যে ডাকো আবার
এই আমারে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

কালোপরী বলেছেন: আমি তোমায় ডাকি
পথ চেয়ে থাকি
তুমি আসবে বলে


আড়াল বানানটা ঠিক করে নিবেন :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: ঠিক করেছি, ধন্যবাদ পরী।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ফালতু বালক বলেছেন: ++++++ খুব ভালো।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

নীলফরিং বলেছেন:


নিজেকে আড়াল করি
কাছে থেকেও, দূরে সরি
চলে যেতে চাই বাধঁণ ছিড়ে


প্রকাশে প্রগলভতা আছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনি ভাল কবিতা লিখেন। বাজারে বই আছে কি ভাই?

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: কি যে বলেন ভাই, হাঃ হাঃ হাঃ।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

প্রিয়তমেষূ বলেছেন: কেন যে আমারে তুমি
ফিরে ফিরে ডাকো।


ভালো লাগলো।

এত্ত সুন্দর প্রোফাইল পিকচারটা বদলে ফেল্লেন। আপনার প্রোফাইল পিকচার টা দেখবার জন্য আপনার ব্লগে আসতাম। :P :P

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

এহসান সাবির বলেছেন: ওহ্!! সত্যি!? এখন কি আর ব্লগে আসবেন না?

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

প্রিয়তমেষূ বলেছেন: সুন্দর প্রোফাইল পিকচারটা আবার দিয়েছেন কিনা দেখবার জন্য মাঝে মাঝে আপনার ব্লগে ঢুঁ দিব। :P

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

এহসান সাবির বলেছেন: হা হা হা, (আপনার প্রো পিকটাও চমৎকার) ধন্যবাদ। ভালো থাকুন সব সময় এই প্রার্থনা রইলো।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর লিখেছেন।
ভালো লাগলো।
শুভেচ্ছা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লেখাগুলো আমার খুব ভালো লাগে। শুভেচ্ছা রইলো।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: +++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভালো অইসে রে...........

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

এহসান সাবির বলেছেন: ''এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা: দা স্টোরি অফ এ ভয়াবহ ব্লগীয়.......''
শুভেচ্ছা রইলো।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

বহুরুপি জীবন বলেছেন: নতুন লেখা? লেখার ডেট কই? ভাল হয়েছে, অনেক ভাল হয়েছে।

কবি অনেক অনেক লিখুক সেই আশায়।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

এহসান সাবির বলেছেন: না ভাই, নতুন না। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

অঞ্জলি বলেছেন: অনেক ভালো হয়ছে...।কবিতায় ৭৮+৯ টা প্লাস দিলুম। সেই সাথে শুভ কামনা...জানালুম..। !:#P !:#P !:#P !:#P !:#P

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ অঞ্জলি

১৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

হাবিব কবি বলেছেন: কবিতায় (কবি, কবিতা) শব্দগুলো প্রয়োগ না করলে ভাল হয়।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

শ্রাবণ জল বলেছেন: কেন এমনে ডাকো...

এমনে শব্দটা ব্যাবহারের কারণে অনেক ভাল লাগছে শিরোনামটা পড়তে। একটা আকুতি আছে কথাটায়। "এভাবে" লিখলে এই আকুতিটা পাওয়া যেত না।

কবিতায় ভাল লাগা জানবেন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইলো।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা। ভ্রাতা আপনার কবিতা লেখার হাত সত্যিই ভাল।
আশাকরি কবিতা লিখার প্রতি আগ্রহ বাড়াবেন। কবিতা পোষ্টের অপেক্ষাই রইলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: আপনার চাপাচাপিতে আমার লেখার আগ্রহ বেড়েছে.... সত্যিই আমি অনেক খুশি ভাই.. ধন্যবাদ শুভেচ্ছা.....!!
সব সময় পাশে আশা করছি।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সবসময় পাশেই পাবেন। :)

চালিয়ে জান আপনার কলম।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ। :)

২১| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

খায়রুল আহসান বলেছেন: কেন যে আমারে তুমি
ফিরে ফিরে ডাকো

কবিতার মায়াময়তা হৃদয়স্পর্শী হয়েছে।
কয়েকটি ভুল বানান সম্পাদনা করে নিলে ভালো হয়ঃ
বাধঁণ<বাঁধন
গোলক ধাধা<গোলক ধাঁধা
সুতায় বাধা<সুতায় বাঁধা

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

এহসান সাবির বলেছেন: সব ঠিক করে দিয়েছি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.