নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
কিছু কৃষ্ণচূড়ার ছবি, আমার ভাংগা চোরা ক্যামেরায় তোলা।
১।
.............................
২।
.............................
৩।
...........................
৪।
...........................
৫।
.............................
৬।
................................
৭।
................................
৮।
.......................................
৯।
ধন্যবাদ কান্ডারী অথর্ব প্রিয়তমেষূ ছবিগুলো দেবার জন্য সবসময় আমাকে উৎসাহ প্রদান করেছেন।
১৬ ই মে, ২০১৩ সকাল ১১:১৮
এহসান সাবির বলেছেন: আমিও মাইনাস দিলাম, সুতরাং মাইনাসে মাইনাসে +
২| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:১৩
লাবনী আক্তার বলেছেন: উফ! দারুণ ছবি। আমার খুব খুব প্রিয় ফুল কৃষ্ণচূড়া। অনেক ধন্যবাদ। প্রিয়েতে নিলাম।
১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২১
এহসান সাবির বলেছেন: কৃষ্ণচূড়া সত্যিই খুব সুন্দর ফুল। শুভকামনা আপনার জন্য।
৩| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৪
এসএমফারুক৮৮ বলেছেন: আমার একটা কৃষ্ণচূড়া গাছ লাগানোর ইচ্ছে আছে ।
১৬ ই মে, ২০১৩ সকাল ১১:৩৫
এহসান সাবির বলেছেন: ফারুক ভাই অবশ্যই লাগাবেন। আমারও একই ইচ্ছা আছে।
৪| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৪০
ভিটামিন সি বলেছেন: থানা শহর থেকে আমার বাড়ি যেতে হাইওয়ে থেকে লোকাল রাস্তায় নামলেই অনেকগুলি কৃষ্ঞচুড়া / রাধাচুড়া / লালচুড়া গাছ আছে। বসন্ত এবং গ্রীষ্মে এই গাছের নিচ দিয়ে গেলে মনের ভেতর কেমন যেন একটা আবহ তৈরী হয়। উপরদিকে তাকালে দেখা যায় লাল-সবুজে মাখা-মাখি। নিচে আমি দাড়িয়ে। অল দ্যা বেষ্ট কৃষ্ঞচুড়া, আই লাইক ইট ভেরি মাচ।
১৬ ই মে, ২০১৩ দুপুর ২:০৪
এহসান সাবির বলেছেন: যাবো একদিন আপনাদের ওখানে কৃষ্ঞচুড়া / রাধাচুড়া / লালচুড়া দেখতে..। শুভকামনা।
৫| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৪৬
আমি ইহতিব বলেছেন: কৃষ্ণচূড়া খুব ভালো লাগে, ঢাকা ইউনিভারসিটির কৃষ্ণচূড়া গাছগুলো এজন্য খুব প্রিয় আমার। ছবিগুলো ভালো হয়েছে।
১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮
এহসান সাবির বলেছেন: আপনার জন্য শুভকামনা।
৬| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
প্রিয়তমেষূ বলেছেন: অপেক্ষা করতে করতে তো...হাল ছেড়ে দিচ্ছিলাম প্রায়।
অনেক সুন্দর ছবি গুলো, মনে হচ্ছে ২ টো ক্যামেরা ইউজ করেছেন। আমি মনে করি ছবি তুলবার জন্য সবচেয়ে জরুরী সৌন্দর্য্য বোধ, খুব সুন্দর হয়েছে, ফুলের ছবি দিয়েছেন এবার তো ফুল পেতে ইচ্ছে হচ্ছে,
ছোটবেলায় কৃষ্ণচূড়ার কেশর দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতাম। একটা অদ্ভুত জিনিষ লক্ষ করলাম কৃষ্ণচূড়ার রং জ্বলে যায় সূর্যের আলোতে...লাল ফুল আস্তে আস্তে কমলা হয়.....
প্রিয়তে নিলাম ...
আপনি কেমন আছেন?
১৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৪
এহসান সাবির বলেছেন: নারে ভাই ক্যামেরা একটাই.. পাতি ক্যামেরা, কখন কিযে ছবি আসে (তবুও অনেক ভালোবাসি)।
হা হা হা.. আপনি ছোটবেলাতে খেলতেন আর আমি কিছুদিন আগেও একজনের সংগে কেশর দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতাম।
এই তো আছি।
৭| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:০৩
এম এম কামাল ৭৭ বলেছেন: ছবি গুলো ভাল লাগল। ★
১৭ ই মে, ২০১৩ রাত ১:০৪
এহসান সাবির বলেছেন: কামাল ভাই ধন্যবাদ।
৮| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন...... সত্যি দারুণ সব ছবি। আমার খুব খুব প্রিয় ফুল এই কৃষ্ণচূড়া।
অনেক ভাল লাগলো।
৯| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:১৩
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১০| ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪১
রাইসুল নয়ন বলেছেন: কৃষ্ণচূড়া গুলা শত শতাব্দী ধরে রং বদলায়নি, কিন্তু তুমি কেমন বদলে গেলে !!
বলেছিলে কৃষ্ণচূড়া ভালোবাসো তবে কেন গোলাপ ফুলের পূজা নিলে ?
অসাধারণ পোস্ট !!
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:১৬
এহসান সাবির বলেছেন: রাইসুল নয়ন বলেছেন:
কৃষ্ণচূড়া গুলা শত শতাব্দী ধরে রং বদলায়নি, কিন্তু তুমি কেমন বদলে গেলে !!
বলেছিলে কৃষ্ণচূড়া ভালোবাসো তবে কেন গোলাপ ফুলের পূজা নিলে ?
অদ্ভুত সুন্দর....!
১১| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৮
সাকিব-আল-নাহিয়ান বলেছেন: আমার স্কুলের কথা মনে পরে গেল...
২৯ শে মে, ২০১৩ রাত ১১:০৫
এহসান সাবির বলেছেন: আহ্ !! ছোটবেলার সেই দিনগুলি....!
১২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯
নির্ণায়ক বলেছেন: কয়েকটা ছবি বেশি ভাল লাগল...
১২ ই জুন, ২০১৩ রাত ১২:২২
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
খেয়া ঘাট বলেছেন: কতদিন কৃষ্নচূড়া দেখিনি ।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
এহসান সাবির বলেছেন: ছবি গুলো দেখে অল্প হলেও সান্তনা নিন।
১৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৯
শ্রাবণ জল বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
প্রত্যাবর্তন@ বলেছেন: ফাটাফাটি
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার পোষ্ট ভ্রাতা। +++++++
কৃষ্ণচূড়া লাল হয়ে গেলাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
এহসান সাবির বলেছেন: শোভন ভাই আপনি কিন্তু চমৎকার ছবি তুলতে পারেন।
প্রান ঢালা শুভেচ্ছা আপনার জন্য।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
২০,০০০ তম মন্তব্যটা ইচ্ছে ছিল আপনার ব্লগে করে যাওয়ার। করে গেলাম।
আজ সন্ধ্যাটা কোন কৃষ্ণচূড়া গাছের ছায়ায় কাটিয়ে দেয়ার খুব ইচ্ছে আছে।
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও ?
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন---
চক্রে পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন ।
ওগো বন্ধু,
সেই ধাবমান কাল
জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল---
তুলে নিল দ্রুত রথে
দুঃসাহসী ভ্রমণের পথে
তোমা হতে বহু দূরে ।
মনে হয় অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম
আজি নবপ্রভাতের শিখরচূড়ায় ;
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
আমার পুরানো নাম ।
ফিরিবার পথ নাহি ;
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায় ।
হে বন্ধু, বিদায় ।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে
বসন্তবাতাসে
অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস,
ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ,
সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে
তোমার প্রাণের প্রান্তে ; বিস্মৃতিপ্রদোষে
হয়্তো দিবে সে জ্যোতি,
হয়্তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মুরতি ।
তবু সে তো স্বপ্ন নয়,
সব চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়---
সে আমার প্রেম ।
তারে আমি রাখিয়া এলেম
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে ।
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
কালের যাত্রায় ।
হে বন্ধু, বিদায় ।
তোমার হয় নি কোন ক্ষতি ।
মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃতমুরতি
যদি সৃষ্টি করে থাক, তাহারি আরতি
হোক তব সন্ধ্যাবেলা---
পূজার সে খেলা
ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লানস্পর্শ লেগে ;
তৃষার্ত আবেগবেগে
ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে ।
তোমার মানস ভোজে সযত্নে সাজালে
যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়
তার সাথে দিব না মিশায়ে
যা মোর ধূলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে ।
আজও তুমি নিজে
হয়তো-বা করিবে রচন
মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ।
ভার তার না রহিবে, না রহিবে দায় ।
হে বন্ধু, বিদায় ।
মোর লাগি করিয়ো না শোক---
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক ।
মোর পাত্র রিক্ত হয় নাই,
শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই ।
উত্কণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সেই ধন্য করিবে আমাকে ।
শুক্লপক্ষ হতে আনি
রজনীগন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে
অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে,
যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালোমন্দ মিলায়ে সকলি,
এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি ।
তোমারে যা দিয়েছিনু তার
পেয়েছ নিঃশেষ অধিকার ।
হেথা মোর তিলে তিলে দান,
করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হতে মম ।
ওগো তুমি নিরুপম,
হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান ;
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় ।
হে বন্ধু, বিদায় ।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮
এহসান সাবির বলেছেন: হায় ঈশ্বর!!
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
এত দিন পরে তাহলে এই সেই ছবি ব্লগ দিলেন। আপনাকে মাইনাস এতদিন অপেক্ষা করে রাখানোর জন্য।