নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

ছবি (বই মেলা ২০১৪)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬



অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ শুরু হয়েছে। আজকে অল্প সময়ের জন্য আমার যাবার সুযোগ হয়েছিল। কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।







অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ এর পরিধি বাংলা একাডেমি ছাড়িয়ে সোহরাওয়ার্দি উদ্যান পর্যন্ত বর্ধিত করা হয়েছে।





বাচ্চাদের জন্য...





বাচ্চাদের জন্য...





আড্ডা জমবে এখানে..





বই..





দেখতে পারেন..





জমে উঠবে...





ফাকা..!!





এখনো কাজ শেষ হয়নি.....!!





সুন্দর সাইনবোর্ড..





অন্য প্রকাশ...





তাঁর লেখা পুরানো বইয়ের খোজে সবাই...





কাকলী-ও ফোকাস করেছে হুমায়ুন আহমেদ...





মাসুদ রানা..!!





খারাপ না...





বই কিনে কেউ দেওলিয়া হয় না....!!







ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
অন্যপ্রকাশের স্টলটা সবচে সুন্দর লাগসে।
নাইস পোস্ট সাবির ||

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

এহসান সাবির বলেছেন: আসলেই সুন্দর করেছে।

ধন্যবাদ মুন ভাই।

শুভকামনা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

বেথুন বলেছেন: বই মেলা খুব মিস করি !!!!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

এহসান সাবির বলেছেন: :( :(

শুভকামনা আপনার জন্য।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

ইখতামিন বলেছেন:
সুন্দর ছবি পোস্ট..
অন্যপ্রকাশের ছবিটা কয়েকবার দেখতে হলো... :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

এহসান সাবির বলেছেন: অন্যপ্রকাশের স্টলটা আসলেই সুন্দর করেছে।

ধন্যবাদ ভাই।

শুভকামনা।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: মনোরম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

এহসান সাবির বলেছেন: বই মেলাতে অনেক ধুলা আছে।

আসেন একদিন বই মেলাতে আড্ডা দেই..!

শভকামনা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

গৃহ বন্দিনী বলেছেন: ছবিগুলো দেখে মনে হচ্ছে এবার বই মেলা অন্যান্যবারের চেয়ে বেশি আকর্ষনীয়ভাবে সাজানো হয়েছে । অনেক বেশি জমজমাট হবে বলে আশা করি ।

সেবা প্রকাশনীর স্টলের আর উন্নতি হইল না ।এত জনপ্রিয় একটা স্টল , সারাক্ষণ মানুষের ভিড় লাগে থাকে । অথচ স্টলের সাজ সজ্জায় কোন নতুনত্ব নাই। প্রতিবারই মনে হয় একই ব্যানার দিয়ে কাজ সারে এরা ।


০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

এহসান সাবির বলেছেন: সেবা প্রকাশনীর স্টলের ব্যাপারে ১০০% সহমত। আমারও প্রিয় একটা প্রকাশনী। আমি বলেছিলাম ওদের একজন কে
'ভাই একটু সাজালে ভালো হতো না----
কি আর সাজাবো!! ভালোই তো যাচ্ছে....!!'


শুভকামনা আপনার জন্য।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগছে দেখে, যদিও দেশের বাইরে... :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে।


শুভকামনা।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
খুব ভালো লাগলো দেখে ...
আসার বড্ড ইচ্ছে রয়েছে ...

আপনাকে ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

এহসান সাবির বলেছেন: চলে আসুন। আগে থেকে জানালে থাকব হয়ত।

ধন্যবাদ।
শভকামনা।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

অরুদ্ধ সকাল বলেছেন:

দেখা হবে ২১ তারিখ
বই মেলায়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

এহসান সাবির বলেছেন: চলে আসুন।

দেখা হবে আশাকরি।

ধন্যবাদ।
ভালো থাকবেন।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

শাপলা নেফারতিথী বলেছেন: সুন্দর ..

অন্য প্রকাশের ছবিটা নিয়ে গেলাম..!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

এহসান সাবির বলেছেন: লাইভ আরো ভালো লাগবে।

সত্যি সুন্দর করেছে।

শুভকামনা।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

মামুন রশিদ বলেছেন: আপনার কল্যানে প্রথমদিনই মেলার ছবি পেলাম । মাসের মাঝামাঝি আসার ইচ্ছে আছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

এহসান সাবির বলেছেন: আসলে জানাবেন। দেখা হবে আশাকরি।

শুভকামনা মামুন ভাই।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো দেখে, অতি শীঘ্রই যাবো আয়োজনে মেতে উঠেই!
ছবিগুলো চমৎকার হয়েছে সাবির ভাই!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

এহসান সাবির বলেছেন: হয়ে যাক তবে আড্ডা বই-মেলাতে........!!


শুভকামনা অভি ভাই।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

সুমন কর বলেছেন: আপনার পোস্ট দিয়ে মেলা ঘুরে আসলাম। গুড পোস্ট।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

শুভকামনা।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলো তো সুন্দর বটেই, ক্যাপশনগুলোও লাগসই হয়েছে। খুব উপভোগ করলাম।

শুভেচ্ছা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে ভাই।

অনেক ধন্যবাদ।

শভকামনা।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭

রফিকুজজামান লিটন বলেছেন: প্রানের মেলা । মিসিং .

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

এহসান সাবির বলেছেন: প্রানের মেলা মিসিং.....!!

দুঃকজনক।


ভালো থাকবেন। শুভকামনা।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুরুর দিনটা দেখলাম। হোক না ছবি, তাতে কি!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

এহসান সাবির বলেছেন: ছবির মাধ্যমে দেখে নিলেন.....!! অনেক ভাল লাগছে।

জুলিয়ান দা আপনাকে ধন্যবাদ।

শুভকামনা।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: বইমেলা দেখলাম, হোক না ছবি!

ধন্যবাদ আপনাকে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

এহসান সাবির বলেছেন: হোক না সে ছবি..... দেখা তো হলো....

শুভকামনা মাসুম ভাই।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
মাঝামাঝি বা শেষের দিকে যাবো।

অনেক দিন পর কোন পোষ্ট দিলেন !


অনেক দিন কোন দেখা নেই !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

এহসান সাবির বলেছেন: আরমান ভাই.......!!!


জ্বী ভাই, অনেক দিন দেখা নাই....


কবে মেলাতে যাবেন জানাবেন আমাকে......


শুভকামনা।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

আপনার গুলো বেশ সুন্দর হয়েছে ।

আজকে দিলাম ২য় দিনের তোলা ছবি গুলো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

এহসান সাবির বলেছেন: আমি দেখেছি ২য় দিনের ছবিগুলো।
সুন্দর আপডেটের জন্য ধন্যবাদ আপু।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

একজন আরমান বলেছেন:
আসা করছি মাঝের দিকে কিংবা শেষের দিকে যাবো। জমে উঠতে আরও সময় লাগবে। যাবার আগে আপনাকে অবশ্যই জানিয়ে যাবো। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: দেখা হবে আশা করি।

শুভকামনা।

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: এহসান সাবির আপনি গত বছরের ২৯শে জুন জানতে চেয়েছিলেন সেফ হয়েছি কি না । আপনার সেই সহানুভূতিটুকু মনে করেই আপনার ব্লগবাড়িতে এলাম। (বোধহয় অনেকদিন আগেই,লগইন করতে না পেরে আশা ছেড়েই দিয়েছিলাম।) গতকাল হঠাৎ করেই লগইন করতে পেরে নিজেকে জেনারেল পোষ্টে দেখেই আপনার কথা মনে পড়লো,তাই.....।
প্রবাসে আছি বলে অনেক কিছু থেকেই বঞ্চিত। ভরসা ব্লগের বিভিন্ন লেখা এবং দেশের আনন্দের ছবি,যা কিছুটা হলেও এই যান্ত্রিক জীবনকে নিস্কৃতি দেয়। ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।

আপনার জন্য শুভকামনা।

ফাগুনের শুভেচ্ছা রইল।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

আরজু পনি বলেছেন:
ব্লগারদের বইয়ের পোস্টে লিংকটা এ্যাড করে দিলাম ।
শুভেচ্ছা রইল, সাবির ।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

ফাগুনের শুভেচ্ছা।

ভালো থাকুন।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


X( X(( ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

এহসান সাবির বলেছেন: বইমেলাতে যাবেন কবে???

ফাগুনের শুভেচ্ছা রইল।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

ধলা বিলাই বলেছেন: নতুন বইয়ের খবর কোথায় পাব ? :((

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: আরজুপনি আপুর পোস্টে ব্লগাদের বইয়ের আপডেট আছে... তাছা্ড়া তেমন কোন লিংক আমার জানা নাই।

আপনার জন্য শুভকামনা।

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

কবীর হুমায়ূন বলেছেন: ১ তারিখ ও ৭ তারিখ গেলাম।

কী এক আকর্ষণ প্রাণের মেলা- বই মেলা
ঘোর পাওয়া বালকের মতো ঘুরে বেড়াই
সারা বেলা।
এখানে ওখানে গন্ধ শুঁকি নূতন বইয়ের
যেন প্রিয়ার চুলের বিমোহিত সোঁদা ঘ্রাণ;
জেবখানি উল্টিয়ে দেখি-
হায়! বই কেনার নেইকো উপাদান।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ......

আমারও একই অবস্থা...
বই কেনার নেইকো উপাদান......

শুভকামনা।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

এম মশিউর বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।

শুক্রবার বইমেলায় গিয়েছিলাম। সাহিত্য আড্ডাও ছিল। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৪

এহসান সাবির বলেছেন: দেখা হবে বই মেলাতে।

শুভকামনা মশিউর।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

অদৃশ্য বলেছেন:





খুব ভালো লেগেছে আমার...


শুভকামনা...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২০

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।


ভালো থাকবেন।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

গোর্কি বলেছেন:
ভার্চুয়ালি মেলা ঘুরতে পেরে আনন্দিত বোধ করছি। সুন্দর ছবি পোস্টের জন্য ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২২

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।

ফাগুনের শুভেচ্ছা রইলো।

ভালো থাকুন।

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৬

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো কবি।

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

রাসেলহাসান বলেছেন: মেলা থেকে ঘোরা হয়ে গেলো!! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো।

ভালো থাকুন।

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১

এম এ কাশেম বলেছেন: বই কিনে কেউ দেওলিয়া হয় না....!

তবু তো বাঙালী বই কিনে না কেন বুঝি না।

বই মেলায় গিয়ে ইচ্ছে করে অনেক বই কিনি
কিন্তু প্রবাসে থাকি বলে যাওয়া ও হয় না কেনা ও হয় না,
তবে ছবি গুলো দেখে অনেক ভাল লাগলো।

আপনাকে অনেক শুভেচ্ছা সহ ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

এহসান সাবির বলেছেন: বই কিনে কেউ দেওলিয়া হয় না....


এই তো সেদিন বই মেলাতে একটা বই কেনার পোর দেখি পকেটে ৫ টাকা আছে.... এখন কি করা... বাসায় কেমন করে ফিরব... দিলাম একে ওকে ফোন... রাত হয়ে গেছে বলে কেউ নাই.... শেষে পাওয়া গেল একজন কে.. আমি টাকা ধার চাইলাম... বল্ল ১২০ টাকা আছে... ১২০ টাকা হাতে পাওয়ার পর মনে হল আরেকটা বই কেনা যায়..... কিনলাম ১১৩ টাকা দিয়ে আন্দালিব রাশদী একটা বই...

তার পর অর্ধেক বাসে অর্ধেক পদব্রজে বাসাতে...........


আপনার জন্য শুভকামনা কবি।

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

শ।মসীর বলেছেন: নানা কাজে এখনও যেতে পারলামনা.....।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

এহসান সাবির বলেছেন: চলে আসুন একদিন।

আমি তো মাঝে মাঝে অফিস শেষ করে তারপর যাই.... একটু রাত হয় তারপরও....

ফাগুনের শুভেচ্ছা ভাই।

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

আমি ইহতিব বলেছেন: লাইভ দেখে এসেছি ৪ দিন। আরো যাওয়ার ইচ্ছা আছে। সময় করে উঠতে পারছিনা।

টোনাটুনির স্টলটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। সে স্টলের উপরের ঘরটায় উঠতে চাচ্ছিলো :)

ছবিগুলো সুন্দর হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

এহসান সাবির বলেছেন: আসলেই টোনাটুনির স্টলটা দারুন হইছে। বাচ্চাদের ভিড় লেগেই থাকে ওখানে।


বাবুকে আমার স্নেহ পৌছে দিবেন.....
আপনার জন্য ফাগুনের শুভেচ্ছা আপুনি।

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

মশিকুর বলেছেন:
চমৎকার! বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না +

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

এহসান সাবির বলেছেন: মশিকুর ভাই কেমন আছেন???

আসলেই বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না.....

আপনার জন্য অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.