নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

.............! .................!...............? ................................

এবার বলো কোন শাড়ীটা পরব? এইটা না এইটা?

তোমার যেটা পছন্দ সেটা পরবা.... আমি কিছু বলব না.. এ্যাজ ইউ উইশ...

আমার উইশ???? না হবে না.. আমি মানব না... বলতেই হবেই... তোমার পছন্দ মানে আমার পছন্দ.. বলো বলো প্লিজ বলোওওওও... ওহ প্লিজ এমন কর না... আমার চোখের দিকে তাকায়ে দেখ... প্লিজ..



আচ্ছা হলুদ'টা পরো.. হলুদ পরী হলুদ শাড়ী...



হি হি হি আমি জান্তাম তুমি হলুদটা বলবা.....!!!



১লা ফাগুন........ বসন্ত.... বই মেলা.. বটবৃক্ষ... আমরা...



আচ্ছা তুমি তো কবি.. এখন কি কবিতা মনে পড়তেছে? বল না...



নিঝুম অন্ধকারে তোমাকে চাই

রাতভোর হলে আমি তোমাকে চাই

সকালের কৈশোরে তোমাকে চাই

সন্ধের অবকাশে তোমাকে চাই



বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই

আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই

শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই

অকালবোধনে আমি তোমাকে চাই



চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে

শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে

স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে

অচেনা ড্রয়িংরুমে চেনা অন্দরে

বালিশ তোশক কাঁথা পুরোনো চাদরে

ঠান্ডা শীতের রাতে লেপের আদরে

কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোশে

হাসি রাগ অভিমানে ঝগড়া আপোসে

তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই........



এবার তুমি কিছু বল.....



ওকেএ..

আমার শাড়ীর আঁচল ধরো... ''''তুমি তো আর কারো নও শুধু আমার.. শুধুই আমার.....''''





~~সেদিন প্রিয় কবি শায়রিয়ার নাছির হঠাৎ ফোনে জানতে চাইলেন ফাগুন নিয়ে আমার কোন স্মৃতি খুব নাড়া দেয়........ আমি এই একই গল্প বল্লাম..... আবারও......

বল্লেন অনেক দিনই তো হয়ে গেল.... তবুই স্মৃতিটা কি উজ্বল, নতুন পয়সার মতো চকচক করছে...

জানতে চাইলাম ''ওখানে কি বসন্ত আসে?? কাচের চুড়ি পাওয়া যায়??''

উনি হাসলেন... ফাগুনের শুভেচ্ছা দিয়ে পাঠালেন এই দুইটা লাইন.......



''হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...''





সবাই কে ফাগুনের শুভেচ্ছা......!! ~~













[ধন্যবাদ সুমন, তাহসান]



মন্তব্য ৬৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১

সুমন কর বলেছেন: ফাগুনের শুভেচ্ছা......!! !!!
কোন সুমন =p~ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

এহসান সাবির বলেছেন: উনার নাম যে কি এখন ;) কবির সুমন নাকি সুমন চট্টোপাধ্যায় কে জানে.... কয়েকদিন আগে ইন্ডিয়ার এক চ্যানেলে বল্ল সুমন চট্টোপাধ্যায়.... আমাদের দেশে লেখে কবির সুমন.... আমি শুধু সুমন লাগিয়ে দিয়েছি :P


ও হ্যা..... সুমন কর'কে অনেক ধন্যবাদ.......!!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

মামুন রশিদ বলেছেন: মরেছেন ভাই, মরেছেন!

''হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...''

ছুঁয়ে গেলো লেখাটা । ফাগুনের শুভেচ্ছা সাবির ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: আমি নিজেও মরছি রে ভাই..............!!!

বই মেলায় কবে আসবেন?? নাকি আসছিলেন??


আপনার জন্য অনেক শুভকামনা ভাই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

মামুন রশিদ বলেছেন: সারা জীবন পুড়তে হবে, অমোঘ নিয়তি..


বইমেলায় গিয়েছিলাম পহেলা ফাল্গুনে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

এহসান সাবির বলেছেন: কি আর করা.............!!

ভালো থাকবেন মামুন ভাই।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফাগুন নিয়ে আপনার স্মৃতি পড়ে ভালা লাগছে।

আপনাকেও ফাগুনের শুভেচ্ছা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই সব সময় পাশে থাকবার জন্য।

আপনার জন্য শুভ হোক বসন্তের দিনগুলি।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: " এক কাপ চায়ে ,আমি তোমাকে চাই " -------এই লাইন টা কি ভুলে গেছেন না ইচ্ছে করেই বাদ দিয়েছেন? ?


১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

এহসান সাবির বলেছেন: না আপু ভুলি নাই.... বাদ দিয়েছিলাম....

যেমন বাদ দিয়েছিলাম এই লাইন গুলি...

বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এ জীবন ভালোবেসে তোমাকে চাই
অথবা
অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবীদাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জাদ্বিধায় আমি তোমাকে চাই.....

ফাগুনের শুভেচ্ছা আপু।


[আসলে বাদ দেয়নি.... অন্য কোন সময় বলতাম.... কিংবা এখন বলি..!! ]




৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

নিশাত তাসনিম বলেছেন: ''হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে.. ফাগুনের শুভেচ্ছা......!! ~~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা আপনাকেও....

সুন্দর কাটুক বসন্তের দিনগুলি......

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
!~ ডিং ~ !
:|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

এহসান সাবির বলেছেন: :( :( :(



ফাগুনের শুভেচ্ছা মুন ভাই।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

গোর্কি বলেছেন:
বাহ্যসৌন্দর্য্যবিশিষ্ট বসন্তকাল আমাদের সবাইকে সুখ প্রদান করুক - এই প্রত্যাশায় ফাল্গুনের আন্তরিক শুভেচ্ছা। ভাল থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

এহসান সাবির বলেছেন:
বাহ্যসৌন্দর্য্যবিশিষ্ট বসন্তকাল আমাদের সবাইকে সুখ প্রদান করুক - এই প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য।

বাংলা ও বাঙালির বিবর্তনের পথ পরিক্রমা সিরিজের পরের পর্বের অপেক্ষায় আছি।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর পোষ্ট সাবির ভাই !
ফাল্গুন দীর্ঘায়ীত হোক !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: অভি ভাই অনেক ধন্যবাদ।

বেশ অনেক দিন চা টা খাওয়া হয় না...!!


সুন্দর কাটুক বসন্তের দিনগুলি।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

জেরিফ বলেছেন: হুম :(( :(( :(( :((

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: :( :( :( :(

শুভকামনা।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এ জীবন ভালোবেসে তোমাকে চাই
---- পড়তে পড়তে মনের ভেতরটা কেমন করে ওঠে।

তাহসানের গানটা শুনেছি কিনা মনে পড়ে না। ইউ-টিউবে খুঁজে পেলাম না :(

লেখা মন ছুঁয়ে গেলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: তাহসানের গান আমি আসলে শুনিনা... আমি বলতে পারছি না ইউটিউবে আছে কিনা....!! তবে গান টা নাম মনে হয় আলো আলো এইরকম কিছু...!!


এ জীবন ভালোবেসে তোমাকে চাই----- মনের ভেতরটা কেমন করে আসলেই কেমন করে ওঠে....!!!


অনেক শুভকামনা ভাই।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: ফাগুনের শুভেচ্ছা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: আপনাকেও ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা হামা ভাই।

অনেক শুভকামনা ভাই।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:
নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই


ভালো লাগা রেখে গেলাম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

এহসান সাবির বলেছেন: ভালোলাগা পেয়ে খুশি হলাম।

ফাগুনের শুভেচ্ছা।

শুভকামনা আপনার জন্য।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৬

বেলা শেষে বলেছেন:
এহসান সাবির:
হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: আপনার জন্য অনেক শুভকামনা।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

রাইসুল নয়ন বলেছেন:

আমার শাড়ীর আঁচল ধরো... ''''তুমি তো আর কারো নও শুধু আমার.. শুধুই আমার.....''''


ভালোলাগলো লাইনটা ।।

অনেকদিন পরে এলেও মনে ছিল যে আপনি পোস্ট দিছেন, কিন্তু সময়ের অভাবে পড়তে পারিনি, এজন্য লজ্জিত।।

সচরাচর পোস্ট দেন না তো তাই আগ্রহ বেশী ।।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: প্রিয় কবি,

অনেক দিন কোন খবর নাই। আসুন না একদিন...
বসি কিছুক্ষন.....


ফাগুনের শুভেচ্ছা কবি।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

মশিকুর বলেছেন:
ভালো কাটুক সামনের দিনগুলো..

০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৩৪

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ মুশিকুর ভাই।

ফাগুন আপনার জন্য শুভ হোক।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১

রাসেলহাসান বলেছেন: নতুন লেখা কোই? :)

০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৫০

এহসান সাবির বলেছেন: ব্লগে বসার সময় পাই না তেমন। নতুন পোস্টও লেখা হয় না।


শুভাকামনা আপনার জন্য।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফাগুন পোস্ট ছিল নাকি?

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

এহসান সাবির বলেছেন: ঐ রকমই কবি......

পুরানো ফাগুনের স্মৃতি....


অনেক শুভকামনা কবি।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দিন চলে যায়
রাত চলে যায়
বসন্ত এলেও
মন থেকে কি
শীত কেটে যায় ?

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: না যায় না.........!!!

কখনোই হয়তো যাবে না........!!


ফাগুনের শুভেচ্ছা ভাই।

শুভকামনা।

২০| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৮

তাসজিদ বলেছেন: কার জন্য ফাল্গুনে এ আগুন পোস্ট?

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: 'ও' র জন্য....!!

ঐ যে...!!
ওখানে কি বসন্ত আসে??
কাচের চুড়ি পাওয়া যায়?



অনেক শুভকামনা তাসজিদ ভাই।

২১| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

একলা ফড়িং বলেছেন: ওখানে কি বসন্ত আসে??
কাচের চুড়ি পাওয়া যায়?
ওখানে কি হলদে পরীর আঁচলে সন্ধ্যা নামে?
কৃষ্ণচূড়া ফোটে গাছে?

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: ওখানে জোৎস্না ঝরে???
ওখানে কি শ্রাবন আসে??
শিউলি ফুলের ঘ্রান,
শিশির কণা জমে থাকে ঘাষে??


ফাগুনের শুভেচ্ছা রইল।

২২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর অনুভূতিময় লেখা।

শুভেচ্ছা রেখে গেলাম।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য সব সময় আমার অনুপ্রেরণা।

শুভকামনা আপনার জন্য।

২৩| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

অনাহূত বলেছেন: বাহ্ চমৎকার! ফাগুনের শুভেচ্ছা এহসান ভাই।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৩

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে একটা কবিতা লিখুন না.....


ফাগুনের শুভেচ্ছা রইলো।

২৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে....

ফাগুনের আমেজ আর সুমন , সব মিলিয়ে চমৎকার লেখা।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: সত্যিই সত্যিই মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে....

ফাগুনের আমেজ আর সুমন , সব মিলিয়ে চমৎকার---------- ছিল...!!


মন্তব্যে ভালোলাগা আপু।

ভালো থাকুন।

২৫| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৪

সায়েম মুন বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।

ফাগুন শুভ হোক।

২৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

ইখতামিন বলেছেন: আপনাকেও ফাগুনের শুভেচ্ছা

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০১

এহসান সাবির বলেছেন: ভাই আপনার প্রো পিকের লোকটা কে????


ফাগুন ভালো কাটুক।

অনেক শুভকামনা ভাই।

২৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন:






আহ্‌... স্মৃতিগুলো নতুন পয়সার মতো থেকে যাক... জীবনের জন্য স্মৃতি খুবই প্রয়োজনীয়... চমৎকার লিখা


শুভকামনা...

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালো লাগা।

নতুন কবিতা চাই কবি।

শুভকামনা সবসময়।

২৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

এম এ কাশেম বলেছেন: ফাগুনে আগুনে পাখ পাখালী বনে
বেদনা সব উড়ে যাক নীল গগণে,

শুভেচ্ছা এহসান ভাই।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

এহসান সাবির বলেছেন: ফাগুনে আগুনে পাখ পাখালী বনে
বেদনা সব উড়ে যাক নীল গগণে.........

তাই যেন হয়।

শুভকামনা কবি।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

গোর্কি বলেছেন:
আপনার ব্লগ বাড়িতে নিয়মিত ঘুরে যাই নতুন পোস্টের প্রত্যাশায়। খুব ভাল থাকবেন। আন্তরিক শুভেচ্ছা রইল।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১০

এহসান সাবির বলেছেন: প্রিয় গোর্কি আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগছে। আসলে আমি অ-নিয়মিত ব্লগার.... তবে সময় পেলে বসে যাই আপনাদের সুন্দর সুন্দর লেখা পড়বার জন্য। পড়তে ভালো লাগে লেখার থেকেও...

আপনার জন্য অনেক শুভকামনা।

৩০| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৪

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার ব্লগে পড়ার জন্যে কবিতা খুঁজতে খুঁজতে চোখ আটকালো এক মাস আগের এই পোস্টে।
শেষ যে প্রশ্নটা করেছেন , আপনার ক্ষেত্রে তার উত্তর কি, তা ধরতে পারিনি। কিন্তু আমার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর ইতিবাচক।

অনেক শুভকামনা রইল আপনার কবিতার প্রতি।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫০

এহসান সাবির বলেছেন: আবির ভাই একজন মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেলে প্রাথর্না ছাড়া আর কিছুই করার থাকে না...
তখন তার স্মৃতি গুলো নিয়ে শুরু হয় নতুন করে ভালোবাসার জাল বুননি..........

শুভকামনা আপনার জন্য।

৩১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৮:০৭

আফ্রি আয়েশা বলেছেন:
আমার শাড়ীর আঁচল ধরো... ''''তুমি তো আর কারো নও শুধু আমার.. শুধুই আমার.....'''' রোম্যান্টিক লাইন :)

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

এহসান সাবির বলেছেন: এখন শুধু লাইন গুলোই আছে.....

না ভুল বল্লাম...... সবই আছে......

শুভকামনা আপনার জন্য।

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

এহসান সাবির বলেছেন:

আপনার জন্য অনেক শুভকামনা।

৩৩| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

নীলপরি বলেছেন: ''হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...''

কি অপূর্ব লাইনটা । লেখাটাও দারুন লাগলো । তবে এখন তো বসন্তকাল নয় । আর বর্ষারানীও আসবেন কি আসবেন না ঠিক করতে পারছেন না । তবু বর্ষারই শুভেচ্ছা রইল ।

সুমনের এই গানটা আমার ভালো লাগে । কিন্তু ঠিক প্রিয় নয় । সরি ।

আপনার লেখাটা পড়ে আমার প্রিয় একটা বর্ষার গানের কথা মনে পরে গেলো -

চন্দা কো তাকু রাতো মে
হ্যায় জিন্দেগী তেরে হাতো মে
পলকো পে ঝিলমিল তারে হে
আনা ভারি বরসাতো মে

স্বপনো কা জাহাঁ
হোগা খিলা খিলা
বরসেগা সাওন ঝুম ঝুম কে
দো দিল অ্যায়সে মিলেঙ্গে


আওগে জব তুম ও সাজনা
অঙগনা ফুল খিলেঙ্গে ।


শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.