নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ পোস্ট ড্রাফট

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৭





পোস্ট ড্রাফট নিয়ে কখনই কিছু লেখার ইচ্ছা ছিল না, কিন্তু দিনে দিনে পোস্ট ড্রাফটের মাত্রা বেড়ে যাচ্ছে, অনেক সময় অনেক অপ্রত্যাশিত সমস্যার সামনে পড়েছি আমি, তাই এই লেখা।



ঘটনা-১

কিছুদিন আগে কয়েকজন বিলেত ফেরত বন্ধুদের সাথে তর্কে মেতে উঠেছিলাম শাহবাগ প্রসঙ্গ নিয়ে। রেফারেন্স হিসাবে এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা সেই এপিক পোস্ট দেখাতে গিয়ে দেখি পোস্ট নাই। সত্যিই মনটা খারাপ হয়েছিল ঐদিন।



ঘটনা-২

কয়েকদিন আগে সবচেয়ে কম বয়সি গেরিলা মুক্তিযোদ্ধাদের একজন মাসুদুর রহমান সহ আরো কয়েকজনের সাথে মুক্তিযুদ্ধের সিনেমা দেখা ও আলোচনায় বসেছিলাম। তখন মুক্তির গান ছবিটা শেষ করে তারেক মাসুদ প্রসঙ্গে কিছু বলতে যেয়ে রেফারেন্স টেনেছিলাম আমিনুর রহমান এর লেখা তারেক মাসুদকে নিয়ে একটি ফিচার..... যথারীতি পোস্ট নাই...

কিছু বলার ছিলনা তখন।



ঘটনা-৩

টিপ নিয়ে বিতর্ক আছে তারপরও মেয়েদের কপালে ছোট একটি টিপ আমার বেশ পছন্দ। এই নিয়ে ছোট বোন কে কিছু তথ্য দেবার জন্য ঢুকেছিলাম গতকাল রাতে কান্ডারি অথর্ব এর ব্লগে। পোস্ট নাই।

ছোট বোন বলে কোথাথেকে যে তুমি কি সব পাও...!! কিছুই দেখাত পারলে না.....



এইরকম আরো ঘটনা আমি বলতে পারি।

আমার কথা হলো একটা তথ্য যুক্ত সুন্দর পোস্ট যখন পোস্ট করা তা সবাইকে পড়বার জন্যই দেয়া হয়। সেই পোস্টগুলো অনেকে প্রিয়তে নেয়, কেন নেয়? ভালোলাগা, কখনো রেফারেন্স হিসাবে কাজ করে... আরো হয়তো অনেক কিছু......!! আমার প্রশ্ন যদি আপনারা সুন্দর পোস্টগুলো ড্রাফটই করবেন তাহলে পোস্ট গুলো দিয়েছিলেন কেন? বিতর্ক থাকতেই পারে... তাই বলে মুছে দিতে পারন না...... এটা তো ভার্চুয়াল, কাগজে ছাপা হলে কি আপনার মুছে ফেলতে পারতেন??





যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। আমি লিখেছি আমার নিজেস্ব মতামত।



ধন্যবাদ।



ছবি- গুগল







মন্তব্য ৮২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬

দালাল০০৭০০৭ বলেছেন: আমি সাবির ভাইয়ার সাথে একমত।

আমি যখন বেস্ট অফ সামু কালেকশন করতে চাইলাম দেখলাম অনেক ভাইয়া আপু তাদের সুন্দর সুন্দর লেখাগুলো ড্রাফট করে নিয়েছেন।

আমার কথা হলো আরে বাবা ড্রাফট করবেন ত লেখলেন কেন?????????????

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: চিন্তা করুন কাগজে ছাপা হলে উনারা কি করতেন??

বানন তো একটা বেস্ট অফ সামু কালেকশন.......

ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

২| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: প্রিয় কবি,

কবি'রাও পোস্ট ড্রাফট করে....... বোঝেন ব্যাপারটা....!!

শুভকামনা রইলো।

৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৭

তারছেড়া লিমন বলেছেন: সত্যিই পাঠকের মন লেখক বুঝে না...........

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: সত্যিই পাঠকের মন লেখক বুঝে না...........
পুরই একমত।

লেমন ভাই কেমন আছেন??

আপনার জন্য অনেক শুভকামনা।

৪| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০

পরিবেশ বন্ধু বলেছেন: কেন তবে এমন হয়

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: আমি জানি না কেন তবে এমন হয়.......!! তারাই ভালো জানে.....!!

সালাম বন্ধু।

৫| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩১

মামুন রশিদ বলেছেন: স্বর্ণা কে আগেও অনুরোধ করেছি, এখনো করছি । সাথে কান্ডারি অথর্ব কেও অনুরোধ করছি । প্লিজ আপনারা পোস্ট ফিরিয়ে আনুন ।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৭

এহসান সাবির বলেছেন: ওনারা বাদেও অনেকে আছেন..... যাদের অনেক লেখাই সুন্দর ( আমার কাছে সুন্দর মনে হয়েছে)...... আপনিও জানেন। একটা সুন্দর পোস্ট সামুর সম্পদ, তার সম্পদ।

প্লিজ আপনারা পোস্ট ফিরিয়ে আনুন ।

অনেক ধন্যবাদ মামুন ভাই।

শুভেচ্ছা।

৬| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

জেরিফ বলেছেন: আমার ধারণা লেখক তার ব্যক্তিগত কারনেই লেখা ড্রাফট করেন ।

যদিও লেখকের উচিত পাঠকের দিক টা মাথায় রাখা ।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

এহসান সাবির বলেছেন: যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। আমি লিখেছি আমার নিজেস্ব মতামত।

যদিও লেখকের উচিত পাঠকের দিক টা মাথায় রাখা । সহমত।

ধন্যবাদ জেরিফ......

কজের কথা মনে আছে তো???

৭| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: জানি, সৃজনশীল মানুষদের মন স্পর্শকাতর হয় । কয়েকদিন আগে 'শুঁটকিমাছ' তার সব পোস্ট ড্রাফট করেছে, আমি তাকে পোস্ট ফিরিয়ে আনার অনুরোধ করেছি ।

একই সাথে প্রিয় ব্লগারদের অনুরোধ করি, দয়া করে আপনারা শুধু নিজেদের খারাপ লাগাটা বুঝবেন না । আপনাদের লেখায় শত শত ব্লগারের আবেগ অনুভুতি আর ভালোলাগা ভালোবাসা মিশে আছে ।

তাই সবাইকে পোস্ট আনড্রাফট করতে আবারও অনুরোধ জানাই ।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১:১৪

এহসান সাবির বলেছেন: মামুন রশিদ বলেছেন: প্রিয় ব্লগারদের অনুরোধ করি, দয়া করে আপনারা শুধু নিজেদের খারাপ লাগাটা বুঝবেন না । আপনাদের লেখায় শত শত ব্লগারের আবেগ অনুভুতি আর ভালোলাগা ভালোবাসা মিশে আছে ।
তাই সবাইকে পোস্ট আনড্রাফট করতে আবারও অনুরোধ জানাই ।

মন্তব্যে অনেক ভালোলাগা মামুন ভাই।

শুভকামনা ভাই আপনার জন্য।

৮| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪০

আমিনুর রহমান বলেছেন:




পোষ্ট ড্রাফট করা একদম ঠিক না ;) ;) ;)
বিশেষ করে কান্ডারী'র কিছু পোষ্ট আছে যা রাতে না পড়লে আমার ঘুমই আছে না তয় কমু না কোন পোষ্টগুলান :P :P :P

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: ভাই কন না কোন পোস্টগুলো....... সত্যি বলছি কাউকে বলবনা.....;) ;) ;)
১০+৮= ? + নাকি :P :P :P


আপনি ভাই পোস্ট ড্রাফট করে একদিন আমাকে খুব লজ্বায় ফেলে দিয়েছিলেন।


শুভকামনা।

৯| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: আমি সাবির ভাইয়ার সাথে একমত।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

কেমন কাটছে আপনার দিন??

শুভকামনা আপনার জন্য।

১০| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: যারা পোষ্ট ড্রাফট করেন ওনারা পচা, এত্তগুলা পচা!
ড্রাফট করার আগেই ভেবে নিন প্রকাশ করবেন কিনা? পাঠকের সাথে তামাশা করা ঠিক না!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: যারা পোষ্ট ড্রাফট করেন ওনারা পচা, এত্তগুলা পচা!
ড্রাফট করার আগেই ভেবে নিন প্রকাশ করবেন কিনা? পাঠকের সাথে তামাশা করা ঠিক না!

১০০% সহমত।

শুভকামনা।

১১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

দালাল০০৭০০৭ বলেছেন: @ এহসান সাবির বেস্ট অফ সামু কালেকশনঃ আছে দেখুন।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: ওটা তো আছে আমি জানি....!! আমারও একটা পোস্ট আছে......!!

আসলে আমি বোঝাতে চেয়েছি সামুর ইতিহাসে সেরা ১০/২০ পোস্ট..... এই রকম কিছু...... যদিও অনেক বিতর্ক আসতে পারে।

১২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্ট সরিয়ে নেয়ার অপশনটা যখন রয়েছে তখন নিশ্চই পোষ্ট সরিয়ে নেয়ার পক্ষে শক্ত যুক্তি রয়েছে। গণ জাগরণ নিয়ে স্বর্ণার স্টিকি পোষ্টটি আমার বর্ষ পরিক্রমায় রেখেছিলাম। আমার পোষ্টটি স্টিকি থাকা পর্যন্ত যাতে ঐ পোষ্টটি পোষ্টদাতা উন্মুক্ত রাখেন তার জন্য ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছিলাম। কিন্তু উনি উনার পোষ্টটি আনড্রাফটও করেননি আবার আমার মেইলের রিপ্লাইও দেননি। যদিও পোষ্ট ড্রাফট আনড্রাফট সম্পুর্ণ ব্যক্তিগত ব্যাপার তবুও একজন সহব্লগারের দাবীতে হলেও ব্যাপারটি আমাকে দুঃখিত করেছে।

ভালো ভালো লেখা ড্রাফটে চলে না যাক সেটাই কাম্য।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: যদিও পোষ্ট ড্রাফট আনড্রাফট সম্পুর্ণ ব্যক্তিগত ব্যাপার তবুও একজন সহব্লগারের দাবীতে হলেও ব্যাপারটি আমাকে দুঃখিত করেছে। :( :(

ভালো ভালো লেখা ড্রাফটে চলে না যাক সেটাই কাম্য।

১০০% সহমত।

শুভকামনা কুনো.......!!

১৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৪

মোমেরমানুষ৭১ বলেছেন: এখানে একটা ব্যাপার কাজ করতে পারে, অনেক সময় পোস্ট দেওয়ার পর মনে হয় পোস্টটি নিয়ে বিতর্ক হচ্ছে বা হবে তখন পোস্টটি ড্রাফটে নেওয়া হয়। তবে পোস্টটি ড্রাফটে নেওয়ার আগে অবশ্যই ভেবে দেখতে হবে পোস্টটি সবসময়ের প্রয়োজনীয় কিনা বা অনেকে প্রিয়তে নিছেন তাদের ব্যাপারটাও দেখতে....।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্য।

যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। আমি লিখেছি আমার নিজেস্ব মতামত।

অনেকদিন দেখা নাই.......

শুভকামনা ভাই।

১৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত! এই ব্যাপারটি আসলেই দুঃখজনক।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ কাভা ভাই। আশাকরি আপনি কখনো এই রকম কিছু করবেন না।

শুভকামনা রইলো।

১৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমার নিজেরও পোষ্ট ড্রাফ্‌ট করার বদভ্যাস আছে। আজকেও পোষ্ট ড্রাফ্‌ট করার জন্য লগইন করেছিলাম। কিন্তু আপনার পোষ্ট দেখে ড্রাফ্‌ট করা থেকে বিরত থাকলাম।কারণ কিছু পোষ্টদাতার পোষ্ট ড্রাফটের কারণে আপনার বিড়ম্বনায় পড়ার ব্যাপারটি খুবি দুঃখজনক।


পোষ্টদাতাদের পাঠকদের প্রতি আর দায়িত্বশীল হওয়া উচিত। :)

আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবির ভাই নোংরা একটা ব্যাপার ধরিয়ে দেয়ার জন্য।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: আমার পোষ্ট দেখে ড্রাফ্‌ট করা থেকে বিরত থাকায় খুব ভালো লাগছে ভাই।

পোষ্টদাতাদের পাঠকদের প্রতি আর দায়িত্বশীল হওয়া উচিত। সহমত।

অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দর কমেন্টের জন্য।

১৬| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩০

রাসেলহাসান বলেছেন: লাস্টের পোষ্ট টা আমিও প্রিয়তে নিয়েছিলাম! "কাণ্ডারি" ভাই করলো কি?? :-/ :-/

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: কি করলো বলেন..... ঠিক না...!!

যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি।

ভালো থাকবেন ভাই।

১৭| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: নতুন হিসাবে এব্যাপারে আমার কোন ধারনা নেই। তাই মন্তব্য করা থেকে বিরত। দয়া করে সময় পেলে একটু বুঝিয়ে বলবেন।মনে রাখবেন কিন্তু।।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন: ঠিক আছে ভাই।

আর কোন বিষয়ে মন খারাপ করবেন না।

শুভকামনা ভাই।

১৮| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: পোস্ট ড্রাফটে নেয়া একজন পোস্টদাতার একান্ত নিজস্ব একটি ব্যাপার। এর স্বপক্ষে অবশ্যই পোস্টদাতার আবেগ এবং অনেক যুক্তি রয়েছে। কিন্তু তাদের আবেগ এবং যুক্তির প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি এভাবে যদি ভাল ভাল লেখা ব্লগ থেকে হারিয়ে যায় তাহলে ব্লগের আর্কাইভ মেধাশুন্য হয়ে পরবে।

তাই সকল ব্লগারদের কাছে অনুরোধ যারা পোস্ট ড্রাফট করে রেখেছেন, দয়াকরে আনড্রাফট করার বিষয়টি আর একটিবার ভেবে দেখুন।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: চমৎকার বলেছেন।

সকল ব্লগারদের কাছে অনুরোধ যারা পোস্ট ড্রাফট করে রেখেছেন, দয়াকরে আনড্রাফট করার বিষয়টি আর একটিবার ভেবে দেখুন।

সহমত।

শুভকামনা।

১৯| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৮

মোঃ ইসহাক খান বলেছেন: পড়লাম। ভাবনার অবকাশ আছে!

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: জ্বী ভাই, ভাবনার অবকাশ আছে!

আপনার একটা সুন্দর গল্প আমি অন্য একজনকে দেখাতে যেয়ে দেখলাম গল্পটা নাই....। কেমন হবে বিষয় টা??
বইয়ে প্রকাশ করলে তো আর লেখা গুলো মুছে ফেলতে পারত না......

শুভকামনা ভাই।

২০| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: একমতের জন্য অনেক ধন্যবাদ। আশাকরি আপনিও এমন কিছু করবেন না।

শুভকামনা।

২১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৬

IN THE NAME OF INNOCENCE বলেছেন:





আজীব আমার পোস্টগুলা ড্রাফট করল কে ? :-& :-& :-&

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

এহসান সাবির বলেছেন: আপনার পোস্ট ড্রাফট করছে মনে হয় সামুর সার্ভার!!!! ;) ;) ;)

কিন্তু কান্ডারি অথর্ব এর পোস্ট ড্রাফট করল কে ? ;)

ধন্যবাদ।

২২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: কি সাবির ভাই পোষ্টের কমেন্টের রিপ্লাই না দিয়ে দেখি মাল্টি নিয়ে দিব্বি ঘুরাঘুরি করছেন ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: ঐ...... অস্তাগফিরুল্লাহ্‌......!! কি বলেন এই সব??? B:-) B:-)

ব্যাক্তি আক্রমন কয় নাকি এইটাকে?? ;) ;)

২৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

তারছেড়া লিমন বলেছেন: বেঁচে আছি ভাই বহাল তবিয়তে............ আপনে কেমন আছেন?

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: আছি ভালো ভাই......

তবে খেলায় হেরে এখন মন মেজাজ বড়ই খারাপ আছে......

শুভকামনা।

২৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধুর মিয়া সত্যি কথা বললে কি ব্যাক্তি আক্রমণ হয় নাকি? :)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪

এহসান সাবির বলেছেন: নাউজুবিল্লাহ্‌!!! চাপাবাজি করেবেন না......!! চাপাবাজিও ব্যাক্তি আক্রমণ...... মনে রাখবেন......

২৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রমাণ দিয়া শরম দিয়া গেলাম না ;)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৫

এহসান সাবির বলেছেন: দিন প্রমাণ...... হুদায় প্যারা দিচ্ছেন.......

দিন প্রমাণ......... X( X(

২৬| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: দিলেইতো শেষ! ;)
এখনকার মত দিলাম না সময় হলে দিয়ে যাবো :P

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ................!! থাকলে দিয়েন ত......

পাসকোড সহ দিবেন !! ;) :P

খেলায় হেরে মেজাজটা কিন্তু একটু চড়া আছে.......


২৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন:




এখানে হচ্ছে কি !
এইটা কি আড্ডা পোষ্ট নাকি ;) :P

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৭

এহসান সাবির বলেছেন: আর ভাই কয়েন না.....!! শোভন গার্ল ফ্রেন্ডের কাছে প্যারা খেয়ে আমার নামে ময়লা কথা বলছে.......!!

কন তো মেজাজ খরাপ হয় না....!!

২৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: আর বলবেন না। হংকং এর ব্যাটিং দেখে প্রথমে ভাবলাম এই বুঝি বাংলাদেশ ১৩ ওভার এক বলের আগেই হেরে বসবে। কিন্তু পরে আসা জাগিয়েও আর জিততে পারেনি।

বাংলাদেশ টিমের প্লেয়ার সিলেকশন খুব খারাপ। বোর্ডে রাজনীতি চললে খেলোয়াড়দের কিইবা করার থাকে। ফরহাদ রেজা জাতীয় দলে খেলার মত কোন প্লেয়ার হল। তামিম আর রাজ্জাকের কথা কি বলবো বউ পেয়ে একজনের জীবনে ১০০ শতক অর্জন আর আরেকজনের ৫০০ উইকেট অর্জন হয়ে গেছে। আর খেলায় মনোযোগ দেয়ার দরকার নেই। ;)


ভাগ্যিস বাংলাদেশ টিটুয়েন্টির মূলপর্বে খেলতে পারবে :)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৭

এহসান সাবির বলেছেন: আমি তো বাজীতে জিতে গেছি..... :( ১০০ টাকা পাইছিলাম.... মনে মনে বলতেছিলাম হেরেই যাই আমি , জিতে যাক বাংলাদেশ..... জিতলে ১০০ টাকা ছোট ভাই কে দিতে হবে.. ১০০ টাকাই তো.... আর ছোট ভাই কে দিতে হবে....

ভাগ্যিস বাংলাদেশ টিটুয়েন্টির মূলপর্বে খেলতে পারবে :)

২৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৬

আমিনুর রহমান বলেছেন:



শোভন ঘুমাইতে যা ... তুইও কি গেলু হয়ে গেলি নাকি ;)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১০

এহসান সাবির বলেছেন: গেলুর দোস্ত গেলুরই মতন কিছুটা হতেই পারে :P ;)

৩০| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো বলেছেন ভাইয়া ।যদিও এটা ব্লগারের ব্যাক্তিগত ব্যাপার । আমিও কোন পোস্ট দরকারি ভেবে পরে যেয়ে দেখেছি ড্রাফ্‌ট । তাই এখন থেকে কোন পোস্ট কাজে লাগবে মনে হলে সেইভ করে রাখি ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৪

এহসান সাবির বলেছেন: যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি।

আপনি দেখুন আমার ব্যাপারটা....

ছোটবোন বলে -নিজের মত আবোল তাবোল বলো...... প্রমাণ দেখাতে পারো না..... তাড়াতাড়ি বিয়ে কর... X(


শুভকামনা রইলো আপু।

৩১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

বৃষ্টিধারা বলেছেন: আমি ও অনেক পোষ্ট ড্রাফ্ট করেছিলাম, কেন করেছি,জানি না । এমনি ই মনে হলো, ভালো হয় নি লিখা তাই ড্রাফ্ট । অন্য রা কেন করে,জানি না ।

২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: অন্য রা কেন করে,আমিও জানি না......

যারা পোস্ট ড্রাফট করেছেন তাদের ব্যাক্তিগত মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি।

শুভকামনা আপনার জন্য।

৩২| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:




ভাই আপনাদের সন্মান রাখার জন্য পোস্ট সব ফিরিয়ে এনেছি কিন্তু সমস্যা হল আমার অনেক পোস্ট দেখি গায়েব হয়ে গেছে। জানিনা আর পোস্ট গুলো ফিরে পাব কিনা। যাই হোক না পেলেও আফসোস নেই। কিছুটা হয়ত খারাপ লাগবে তারপর একদিন সব ভুলে যাব।

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আশাকরি পোস্ট গুলো ফিরে পাবেন....

শুভকামনা......

৩৩| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: দরকারী পোস্টগুলো ড্রাফট করা ঠিক না। কারণ সেটা অনেকের পরে লাগতে পারে। তাছাড়া একটা লেখা পোস্ট করার সেই পোস্টে শুধু পোস্টদাতার একলা দাবী থাকেনা, সেই পোস্টে উপরে পাঠকেরও একটা দাবি সৃষ্টি হয়ে যায়!

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: একটা লেখা পোস্ট করার সেই পোস্টে শুধু পোস্টদাতার একলা দাবী থাকেনা, সেই পোস্টে উপরে পাঠকেরও একটা দাবি সৃষ্টি হয়ে যায়!

দারুন লিখেছেন মামুন ভাই।

শুভেচ্ছা।

৩৪| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১

অদৃশ্য বলেছেন:





দারুন বিষয় নিয়েই লিখেছেন... এই সমস্যাটা অনেক আগে থেকেই দেখে আসছি... অনেকে প্রয়োজনে করেন আর অনেকে আছেন এমনি এমনি করেন... আবার অনেকে... ...

একটি ভালো পোষ্ট ব্লগার বা লেখক তার ব্লগ থেকে সরিয়ে ফেলতে পারেন না অহেতুক... যখন সেটা পাঠক পড়ে ফেলেন, প্রিয়তে নেন, মন্তব্য করেন... সমস্যা ভিন্ন বিষয়, তবে এমনি এমনি কখনোই ঠিক নয়...

এহসান ভাইয়ের জন্য
শুভকামনা...

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

এহসান সাবির বলেছেন: একটি ভালো পোষ্ট ব্লগার বা লেখক তার ব্লগ থেকে সরিয়ে ফেলতে পারেন না অহেতুক... যখন সেটা পাঠক পড়ে ফেলেন, প্রিয়তে নেন, মন্তব্য করেন... সমস্যা ভিন্ন বিষয়, তবে এমনি এমনি কখনোই ঠিক নয়...

দারুন লিখেছেন। মন্তব্যে ভালো লাগা।

আপনার কবিতা পড়েছি অফলাইনে। মন্তব্য দিতে আসতেছি........

শুভকামনা।

৩৫| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: পোষ্টের সাথে সহমত। একটা লেখা পোস্ট করার পর তাতে পাঠকেরও কিছুটা অধিকার জন্মে বৈকি!

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

এহসান সাবির বলেছেন: অবশ্যই জন্মে।
কাগজে ছাপা হলে কি তারা মুছে ফেলতে পারতেন??

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

শুভকামনা।

৩৬| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৭:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এভাবে পোস্ট ড্রাফট করে ফেলা/ হয়ে যাবার কথা এই প্রথম জানলাম। ড্রাফট না করে অন্য কোন বিকল্প পদ্ধতি নেওয়া যায় না?

ধন্যবাদ এহসান সাবির :)

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে মাঈনউদ্দিন ভাই।

বিকল্প পদ্ধতি একটা বের করতে হবে।

ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য।

৩৭| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাব আরকি, হুদাই ভাব ! |-)

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: ঠিক কইছেন ভাই। ;)

৩৮| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: অযৌক্তিক কারণে পোস্ট ড্রাফট করা আসলেই দূঃখজনক।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

এহসান সাবির বলেছেন: ভাইজান আপনি কেমন আছেন???

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাদের শুভ কামনায় অনেক অনেক ভালো আছি ভাই। আশা করি আপনিও আছেন :)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: আমি ভালো আছি ভাই।

আপনার জন্য শুভকামনা।

৪০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

বাকপ্রবাস বলেছেন: আপনার এই পোষ্টটাও কবে নাই হয়ে যায় সেটা ভাবছি

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ।

বেস্ট কমেন্ট।

শুভকামনা।

৪১| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৩

খাটাস বলেছেন: সাবির ভাই পুরান পোস্ট টা হঠাৎ পেয়ে গেলাম। অনেকের সাথেই সহমত। পোস্ট ড্রাফ্‌ট করা ব্যক্তিগত ব্যাপার।
অনেকের সাথেই দ্বিমত, সুযোগ আছে বলে তর্ক এড়াতে পোস্ট ড্রাফটে নেয়া টা কেমন যেন দেখায়।
ভাল পোস্ট ছিল সাবির ভাই। শুভ কামনা

৩০ শে জুন, ২০১৪ রাত ১:১১

এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্য ভাই।


শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.