নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
আমার বাড়ীর ছাদের উপর অল্প কিছু গাছ-পালা আছে। কোনটার বয়স ২০ বছর, কোনটা অ-সময়ে ফল দেয়, কোনটা এত ছোট......!!! ছবি গুলো ভালো হয়নি বা কোনো এডিট করা হয়নি। অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম।
১। জলপাই, লিচু..........
২। টমেটু, একটা হোক দুইটা হোক সারা বছর ধরেই হয়।
৩। বেগুন!!
৪। লাল শাক, সবুজ শাক। রান্নার আগে তুলে আনা হয়, চমৎকার স্বাদ।
৫। লাউ গাছ। লাউ খুব একটা হয় না। হলেও ছোট ছোট হয়, তবে লাউ শাক খাওয়া হয়।
৬। করলা!!
৭। মরিচ। হঠাৎ হঠাৎ ভালোই সার্পোট দেয়।
৮। লেবু। খুব একটা হয় না। তারপরও......
৯। জামরুল। কোন সিজনে যে হয় বলা মুস্কিল, ফুল হলো হয়ে গেল জামরুল। ভালো স্বাদ না।
১০। সেই ২০০৮ থেকে আছে। শাপলা/ পদ্ম??
১১। ফনিমনসা। এটার বয়স ১৯ বছর!!!
১২। ঘৃতকুমারী। ২০ বছর বয়স। এটাই মা গাছ।
১৩। ২০ বছর। একটাই ছিল ২০ বছর আগে।
১৪। এটাও ২০ বছর। এটা থেকে ছোট ছোট ক্যাকটাস গুলো তুলে অন্য পাত্রে লাগানো হয়েছে।
১৫। শর্ষে ফুল। শর্ষেও হয়। গাছ গুলো ২ ইঞ্চির বেশি বড় হয় না। এত ছোট যে......
১৬। গাছ গুলো আমার মায়ের আঙুলের অর্ধেক।
বেশ কিছু ফুল গাছ আছে, পোস্ট বড় হয়ে যাচ্ছে বলে দেওয়া হল না। সুযোগ হলে অন্য পোস্টে ছবি গুলো দেব। ধন্যবাদ সবাই কে।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৯
এহসান সাবির বলেছেন: আগে এই খানে ছবি (পদ্ম ফুল) দেখে আসেন।
বাড়ীতে ছাদ'তো আছে টিন হোক আর যাই হোক। তাই আনন্দের।
২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওয়াও !!! কি সন্দর!!! আসলে আমরা জানিই না কিভাবে বাড়ির ছাদে গাছ লাগাতে হবে !! আমার বোনের বাড়ির ছাদ খালি পড়ে আছে। বলতে হবে তো--
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭
এহসান সাবির বলেছেন: বলুন। গাছ লাগান। গাছে ফুল ফল যখন আসবে তখন দেখবেন কেমন আনন্দ লাগে।গাছ সহ টব পাওয়া যায় তাই দিয়ে শুরু করুন।
শুভ কামনা।
৩| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫
এন ইউ এমিল বলেছেন: ভাই প্লিজ শাপলার রেসিপিটা নামানে শাপলা লাগানো বা পরিচর্যার পদ্ধতিটা বলবেন আমি ট্রই করবো
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪
এহসান সাবির বলেছেন:
এটাই রেসিপি। কোন ব্যাপার না।
শুভ কামনা ভাই।
৪| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৬
মামুন রশিদ বলেছেন: হায় হায়! ছাদে এত কিছু!
হিংসা! হিংসা!!
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫০
এহসান সাবির বলেছেন:
আমার বাড়ীতে আসবেন। কিছু না পারি গাছের কাচা মরিচ দিয়ে ডিম ভেজে ভাত খেতে দেব।
আসবেন কিন্তু।
শুভ কামনা মামুন ভাই।
৫| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৮
নাসরীন রহমান বলেছেন: WONDERFUL!
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০০
এহসান সাবির বলেছেন: ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।
শুভ কামনা রইলো।
৬| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০
মামুন রশিদ বলেছেন: আমাদের বারোয়ারি ছাদ, কিছুই করার নেই । বারান্দায় বড় টবে লম্বা ঘাসের ঝাড় ছিল, লাক্কাতুরা চা-বাগানের শয়তান বান্দরের দলের পছন্দ হয় নাই । টব ভাইঙা গুড়া গুড়া কইরা দিছে
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯
এহসান সাবির বলেছেন: মন চায় বান্দর গুলোরে........!!!!
আমি কিছু সিমেন্টের টব আর কিছু লোহার ব্যারেল কেটে বানানো টব কিনেছি। অনেক মজবুত জিনিস।
৭| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১
বটবৃক্ষ~ বলেছেন:
ওয়াওও!! শাপলা!!!
হিংসা হচ্ছে!!!
আমাদের ছাদেও আম্মু কিছু করেছে বাট, এতো বেশি না!!
ক্যাকটাস আর এলোভেরা গুলো সুন্দর! সব ছবি লোড হচ্ছেনা! সামুর মাথায় বাড়ি লাগান তো!!
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৯
এহসান সাবির বলেছেন:
আমাদের অনে---নে---ক এলোভেরা গাছ আছে। চাইলে আমি দিতে পারি।
আর সামু.... কি যে হয় মাঝে মাঝে... মনে হয়
৮| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ওয়াও ভেরী নাইস!!!
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
কেমন আছেন?
শুভ কামনা রইলো।
৯| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪
ইমিনা বলেছেন: এহসান ভাই, আপনার বাড়ীর ঠিকানাটা দেন। আপনার বাড়ীর ছাদের সবগুলান গাছ দেখে এই চর্ম চক্ষু সার্থক করিব । ঠিকানা জলদি ...
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৫
এহসান সাবির বলেছেন: যশোরে....... বাস স্ট্যান্ডে থেকে রিক্সা নিলে ৫ মিনিট হেটে গেলে ৮ মিনিট......!
চলে আসুন।
আসছেন তো??
ই-মেল
[email protected]
১০| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ বাহ সুন্দর । আমার ও কিছু ফুল অ অন্যান্য গাছ আছে কিন্তু সামুতে ছবি লো ড নেইনা ।
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
এহসান সাবির বলেছেন: আর বইলেন না..!! কাল রাত থেকে ট্রাই করছিলাম ছবি আপলোড করবার জন্য। দু'জন ব্লগার কে ফোন দিয়েছিলাম।
পোস্ট দিয়েন একটা।
শুভ কামনা রইলো।
১১| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
সুফিয়া বলেছেন: সত্যি সুন্দর। কি যে ভালো লাগল দেখে বলে বুঝাতে পারব না। আমারও খুব ইচ্ছে হয় গাছ লাগাতে। কিন্তু এরকম নিজেদের একক বাড়ি তো নেই যে ছাদে আপনার মতো করব । তাই ফ্ল্যাটের বারান্দার ছোট্ট পরিসরে বেশ কয়েকজাতের ক্যাকটাসসহ অন্যান্য কিছু হাছ লাগিয়েছি। কিন্তু আপনার প্রচ্ষ্টো তো একেবারে অতুলনীয়।
++++++++++
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৬
এহসান সাবির বলেছেন: আমার মনে হয় সবাই কে গাছের প্রতি একটু যত্নবান হওয়া দরকার। জেনে ভালো লাগছে ছোট্ট পরিসরেও আপনি গাছ লাগিয়েছেন।
মন্তব্যে ভালোলাগা।
শুভ কামনা রইলো।
১২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬
ঢাকাবাসী বলেছেন: সত্যিই সুন্দর!
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কিছু গাছ নিয়ে একটা পোস্ট দেন না।
শুভ কামনা রইলো আপনার জন্য।
১৩| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
সাহাদাত উদরাজী বলেছেন: দারুন!
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: সাহাদাত ভাই আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্য শুভ কামনা।
১৪| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬
এহসান সাবির বলেছেন: ভাই কেমন আছেন? প্রবাস জীবনের কিছু কথা লিখুন না।
মন্তব্যে ভালোলাগা।
শুভ কামনা রইলো।
১৫| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮
শায়লা িসিদ্দক বলেছেন: বেশি জোস শাপলা পেলেন কোথায়? এটা কি বারান্দায় হয়? যত্ন কিভাবে করব?
auntyর জন্য শুভকামনা
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩১
এহসান সাবির বলেছেন: এটা কোন যত্ন লাগে না। বড় একটা পাত্রে সিমেন্টের টব অথবা মাটির নান্দা (বড় মাটির মালশা মতন দেখতে) তার ভেতরে মাটি দিতে হবে, তারপর পানি, মাটির উপর ৬ ইঞ্চি পানি থাকবে। গাছের মুল দিতে হবে। ব্যাস হয়ে গেল। পানি শুকিয়ে না গেলেই হল।
আসলে এটা ঠিক শাপলার জাত না। পাতা গুলো পদ্মের মতো। ফুল গুলো শাপলার মতন।
খুব সুন্দর ফুল। সারা বছর থাকবে।
এখানে ছবি (পদ্ম ফুল) দেখুন
আপনার জন্য শুভ কামনা।
অনেক ধন্যবাদ মা'কে শুভ কামনার জন্য।
১৬| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫
ইছামতির তী্রে বলেছেন: একই জায়গায় ক্যাকটাস, শাপলা, মরিচ, লেবু----আপনি ত ভাই গিনেজ বুকে নাম লেখানোর কোশেশ করছেন।
খুব ভাল লাগলো। আর ইচ্ছে করছে আজই 'ছাঁদ বাগান' করি। কিন্তু ভাড়া বাড়ি।
তবে দেশের বাড়িতে করার ইচ্ছে পোষণ করলাম।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন:
দেশের বাড়ীতে অবশ্যই করবেন। আপনার ইচ্ছা পুরন হোক।
শুভ কামনা ভাই।
১৭| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০২
বৃশ্চিক রাজ বলেছেন: ছাঁদের দেয়াল দেখে মনে হচ্ছে কোন রাজবাড়ি। আর বাগান দেখে বুকের ভেতরটাতে হুহু করে উঠল। পোস্টে কিছু একটা আছে যা হৃদয়কে নাড়িয়ে দিল। সময় সুযোগ পেলে আমাকে কি নিয়ে যাবেন আপনার বাগানে ? এমন বাগানে একরাত কাটানোর খুব সাধ জাগল। সেই সৌভাগ্য কি আমার হবে ?
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
এহসান সাবির বলেছেন: অবশ্যই নিয়ে যাবো। সেই সৌভাগ্য হবে ইনশাল্লাহ্।
আপনি কেমন আছেন? অনেক দিন পর দেখলাম। সব ঠিক আছে তো?
শুভ কামনা।
১৮| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪
ইমিনা বলেছেন: নাহ্, রাজশাহী হলে এখনই দৌড় দিতাম ।
কিন্তু হলো না
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
এহসান সাবির বলেছেন:
আমাদের এদিকে আসলে অবশ্যই বেড়িয়ে যাবেন।
শুভ কামনা রইলো।
১৯| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৩
চিরতার রস বলেছেন: আপ্নেতো দারুন শৈখিন মানুষ সাবির ভাই ভাবীরে টাইম দেন ক্যামনে ?
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১
এহসান সাবির বলেছেন: ভাবী!!!!!!!!!!!!!??????????
ইয়ে মানে ভাই
এখনো ভাবী নাই......!!
মন্তব্যে ভালোলাগা প্রিয় চিরতার রস।
শুভ কামনা।
২০| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা...!
ভালোবাসা...!
অনেক ভালো থাকুন ।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা।
শুভ কামনা।
আপনিও ভালো থাকুন।
২১| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
আমি ইহতিব বলেছেন: কি সৌভাগ্যবান আপনি!!! প্রতিদিন এতো এতো সবুজ দেখতে পাচ্ছেন।
আমারও অবশ্য এখন এই সৌভাগ্য হচ্ছে, ক্যাম্পাসে অনেক অনেক সবুজ দেখি আর এর সাথে যোগ হয়েছে নানা রং এর ফুল যা দেখে মন ভালো হয়ে যায়।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৮
এহসান সাবির বলেছেন: আপু কেমন আছেন? বাবু কেমন আছে?
আসলেই সৌভাগ্যবান। আশা করি সবুজ গাছ রাঙা ফুল'দের সাথে মিশে থাকুন। মন কে সতেজ রাখুন।
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
২২| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৭
আমিনুর রহমান বলেছেন:
আপনে মিয়া একটা লোকই ... এইবার আপনার বাড়ি কনফার্ম যামু ...
যশোহরে আর কিছু দেখার থাকুক না থাকুক আমাদের প্রিয় দুই ব্লগারের বাড়ীএ ছাদ আছে
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৫
এহসান সাবির বলেছেন: এখনো বিয়ে করিনি, লোক হলাম কেমনে?? ছেলে মানুষ
যেতে হবে কিন্তু ভাই।
ইফতি ভাইয়ের ছাদেও অনেক গাছ পালা আছে।
ধন্যবাদ ভাই।
২৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৬
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার শখ, চমৎকার অভ্যেস। এবং অতি-অবশ্যই চমৎকার সব ছবি।
ভালোলাগা রইলো। গাছগুলো বেঁচে থাকুক মমতায়।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৯
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা।
গাছ গুলোর প্রতি অনেক মায়া জন্মে গেছে।
গাছগুলো বেঁচে থাকুক মমতায়।
আপনিও ভালো থাকুন সব সময়।
শুভ কামনা থাকল।
২৪| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: মি লাইক ডিম ভাজা উইথ কাচামরিচ । এই দাওয়াত মিস করা যাবেনা, প্রথম সুযোগেই চলে আসব ।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৫
এহসান সাবির বলেছেন: চলে আসব বলেই কিন্তু কথা শেষ নয়, এসে প্রমান করতে হবে।
অপেক্ষায় থাকলাম।
২৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার তো মনে হয় বাজার করা লাগেনা ?
তাই না সাবির ভাই ?
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ
বাজার না করা লাগলে তো বেচেই যেতাম।
আমার বাড়ীতে আসবেন কবে?
২৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫
জেরিফ বলেছেন: ভাই জামরুল আমার ফেভারিট
আন্টি কে কি বলা উচিত মাথায় আসতেছেনা
সত্যি অসাধারন !!
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: আমাদের ঐ জামরুলের টেস্ট টা ভালো না। ভাবছি অন্য একটা লাগাবো।
বাসায় আসো তারপর যা বলার বলবা।
শুভ কামনা।
২৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২১
তৌফিক মাসুদ বলেছেন: আপনার রুচির প্রশংসা করতেই হল।
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:২৯
এহসান সাবির বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
২৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: ছাদে শাপলা ফুল , অবিশ্বাস্য !! আগে কখনো দেখিনি ।
খুবই সুন্দর ।
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৪
এহসান সাবির বলেছেন:
অনেক দিন ধরেই শাপলা গাছ আছে। গাছ গুলো যেন ভালো থাকে সেই দোয়া করবেন।
ভালো থাকুন।
২৯| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭
মামুন রশিদ বলেছেন: যশোরে অবশ্যই যাব, দুই ছাদপ্রেমী (বাগানপ্রেমী!) প্রিয় ব্লগারকে এক সাথে পাওয়া অবশ্যই আনন্দের ব্যাপার । তার আগে ইফতি কে নিয়ে সিলেট চলে আসেন । জুন মাসে ভরা বর্ষায় সিলেট বেড়ানোর একটা প্ল্যান করে ফেলেন ।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: সিলেটে আসবো। অনেক জন মিলেই আসবো।
আপনার জন্য অনেক শুভেচ্ছা মামুন ভাই।
৩০| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: গাছের প্রতি আমি সব সময় দূর্বল! দারুণ দারুণ গাছ দেখে বেশ লাগল। যদিও কিছুটা হিংসে হচ্ছে।
হটাৎ = হঠাৎ
সুজোগ = সুযোগ
হবে, ঠিক করে দিয়েন।
ভালো থাকবেন।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৮
এহসান সাবির বলেছেন: সুমন'দা কেমন আছেন?? অনেক দিন পর পেলাম আপনাকে।
আপনার একটা পোস্ট দেখেই তো আমার এই পোস্ট।
ভালো থাকুন দাদা।
টাইপো ঠিক করে দিয়েছি।
ধন্যবাদ দাদা।
৩১| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ !!
খুবি চমৎকার সাবির ||
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৫
এহসান সাবির বলেছেন: মুন ভাই...........!!!
আমার বাড়ীতে আসবেন। ব্যাস।
শুভেচ্ছা।
৩২| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭
সোহানী বলেছেন: হিংসায় জ্বলে যাচ্ছি... এতো সুন্দর গাছ শুধুই আপনার আছে..... দাড়াঁন দেখাচ্ছি আমারটাও....
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩২
এহসান সাবির বলেছেন: ওয়াও.......!!!
ফুল আর বাচ্চা, দুইটাই অদ্ভুত!!!
স্নেহ রইলো বাবুটির জন্য।
আর আপনার জন্য??
আপনার জন্য শুভ কামনা।
৩৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি দেখাইলেন মিয়া ভাই? পুরাই মাথা নষ্টরে ম্যান!
পোস্টে +++
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৯
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি লাগছে।
আপনার জমিদার বাড়ীর পোস্টগুলো অনেক পছন্দ করি।
ভালো থাকুন। শুভ কামনা।
৩৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০০
রাইসুল নয়ন বলেছেন:
শাপলার প্রেমে পড়ে গেলাম ।।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
এহসান সাবির বলেছেন: কবিরা প্রেমে পড়তেই পারে। শুধু শাপলা কেন যা খুশি তার প্রেমে পড়তে পারে, সে রাইট তাদের আছে।
শুভ কামনা কবি।
৩৫| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬
অদৃশ্য বলেছেন:
ওরেব্বাস... ছাদেতো দেখি এন্টিক বৃক্ষ সাজিয়ে রেখেছেন... অন্যগুলোও খুব সুন্দর... বাগান করাতে আমারো খুব নেশা...
শুভকামনা...
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১
এহসান সাবির বলেছেন: আরো কিছু গাছ আছে। আম, পিয়ারা গাছ আছে......
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভ কামনা।
৩৬| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০০
নীল ভোমরা বলেছেন: বাহ্! অনেক গাছ লাগিয়েছেন-তো!...শর্ষে পর্যন্ত! সুন্দর পোস্ট! অনেক-কে উৎসাহিত করবে নিঃসন্দেহে!
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৭
এহসান সাবির বলেছেন: নীল ভোমরা যে!! কতদিন পর পেলাম।
শর্ষে ছিটিয়ে দেই হয়ে যায়। ধনে গাছও হয়।
শুভ কামনা আপনার জন্য।
৩৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দাওয়াত দেন
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
এহসান সাবির বলেছেন: আমার বিয়ে নাকি যে দাওয়াত দেব???
আমার বাড়ীতে যাবেন, আমার আম্মা কে বলবেন 'চলে আসলাম' ব্যাস কাহীনি শেষ।
৩৮| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাথায় আকাশ না জঙ্গল? অবাক হলাম.. আমাদের বাড়ীর ছাদেও কিছু ফুল গাছ আছে কিছু ফল গাছও.. আবার যদি কোনদিন ফিরে যাই বানাবো হয়তো এই রকমই.......অনেক ধন্যবাদ..
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৭
এহসান সাবির বলেছেন: 'আবার যদি কোনদিন ফিরে যাই' মানে কি?
ফিরে আসুন
আমি ফিরে এসেছি ৭ বছর পরে।
তবে আসার আগে ভেবে আসুন, নিজেকে গুছিয়ে আসুন। আমার প্রায় সব বন্ধুরা ফিরে এসেছে তবে তারা লাল পাসর্পোট হাতে নিয়ে, আর আমি দেখলাম তারা আমার থেকে এখন বেটার পজিশনে আছে।
ফিরে এসে তারা পুকুর কেটে মাছ চাষ করতেছে, লিচু, আম বাগান, কেউ আবার বাংলাদেশের সামার পছন্দ করে না সো শুধু শীতকালে দেশে থাকে.......
যাই হোক
শুভ কামনা আপনার জন্য।
৩৯| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
একদিন আপনাদের বাড়িতে বেড়াতে যেতে হবে ভাবছি।
ভাল থাকবেন সাবির ভাই সবসময়। আল্লাহফেয !!!
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯
এহসান সাবির বলেছেন: বেড়াতে যাবার দরকার নাই। এমনিই যান। নিজের বাড়ীর মতো মনে করে...
ভালো থাকুন।
শুভ কামনা।
৪০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
গোর্কি বলেছেন:
ভদ্রপ্রথার একটি অবশ্যকর্তব্য অঙ্গের উজ্জ্বল দৃষ্টান্ত। ছবিগুলো দেখে মন পবিত্রতায় ভরে গেছে। ছেলেবেলা কেটেছে যশোহরে। তাই ঐ এলাকার প্রতি সবসময়ই একটা সফট কর্ণার আছে। দুর্দান্ত পোস্টে অগণিত তারা। শুভকামনা রইল।
অফ টপিক: ইদানীং পোস্ট লিখতে কেমন যেন জড়তা কাজ করছে। মন বিক্ষিপ্ত। আছি আপনাদের সাথে। অনেক ধন্যবাদ জানবেন।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
সময় পেলে আমার বাসায় আসবেন।
বিক্ষিপ্ত মন ভালো যাক।
শুভ কামনা।
৪১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
আরজু পনি বলেছেন:
আপনাদের ছাদে আসব ঘৃতকুমারীর শরবত খেতে, কবে আসব বলেন ?
পুরাই হিংসিত, দুইশত গাছ লাগেয়েছিলাম, জামাই বলেছিল ৫০% বেঁচে থাকলেও বর্ষপূর্তিতে প্রতিবেশীদের দাওয়াত করে খাওয়াবে
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: কবে আসছেন আপুনি???
যে কোন দিন আসেন
দেখি আপনি কবে আসেন.....!!!
শুভ কামনা।
৪২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আসছি........
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: এসে বলুন এসে গেছি....
শুভ কামনা।
৪৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
সায়েদা সোহেলী বলেছেন: ++++++++++++++
শাপলার আইডিয়া টা অনেক পছন্দ হয়েছে , কিন্তু আমার বসার ছাদে কোন ট্যানেন্ত এলাউ না থাকি হাইটেক মুরগির খাচায় ।
আমাদের বাসার এলোভেরার বয়স ও ২০/২২ বছরের মত হবে , আম্মুর ছাদে পুই শাক , ডাঁটা শাক , পেয়ারা , কয়েক রক্মের মরিচ , ক্যাকটাস , নাইট কুইন ( বয়স ১৬/১৭ বছরের বেসি যতদুর মনে পরে ) কুমড়া ,বেগুন, কচু ,আর কি কি যেন ফুল গাছ আছে বাংলাদেশ গেলে ছবি তুলে আমিও পোস্ট দেবো
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
এহসান সাবির বলেছেন: পোস্ট কবে পাবো????
অপেক্ষায়......
শুভ কামনা।
৪৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০
একজন আরমান বলেছেন:
মাথা নষ্ট করে দিলেন ভাই। বাড়ির ছাদে এতো কিছু !!!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
এহসান সাবির বলেছেন: টোনাটুনির সংসার কেমন যাচ্ছে??
শুভ কামনা।
৪৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
এহসান সাবির বলেছেন: সময় পেলে চলে আসুন আমার বাড়ীতে।
শুভ কামনা।
৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
হেডস্যার বলেছেন:
সালাম। ভালো আছেন?
ছাদে তো দেখি বিশাল বাগান...চমতকার কাজ করছেন....
আমার পোষ্টে আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
এহসান সাবির বলেছেন: ভালো আছি স্যার।
সময় পেলে চলে আসুন আমার বাড়ীতে।
শুভ কামনা।
৪৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮
একজন আরমান বলেছেন:
আলহামদুলিল্লাহ্। ভালোই।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঈর্ষা এবং মুগ্ধতার মিশেল নিয়ে আপনার বাগানের ছবিগুলো দেখলাম। খুব খুব ভাল লাগল।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩
এহসান সাবির বলেছেন: আমার বাড়ীতে চলে আসুন একদিন।
শুভকামনা।
৪৯| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:৫৬
ছবিঘর বলেছেন: আপনার বাড়ীতে আমার দাওয়াত
০১ লা মে, ২০১৪ রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: কবে আসছেন?
কি কি খাবেন?
৫০| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: সত্যি চমৎকার ,মন ভাল ভাল হয়ে যাওয়ার মত ।পোস্টে + + + ।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এহসান সাবির বলেছেন: আমার বাড়ীতে চলে আসুন একদিন।
শুভকামনা।
৫১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৫
দৃষ্টিসীমানা বলেছেন: হু হয়ত বা একদিন দেখবেন হাজির হয়ে গেছি । যশোর আমার চেনা জায়গা ।বাবার সরকারি চাকুরির বদওলতে ছোট বেলায় অনেক বছর ঘোপে ছিলাম ।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪০
এহসান সাবির বলেছেন: আরে ঘোপ!!
আমার হাই স্কুল ঘোপে ছিল। এখন আড্ডাও দেই ঘোপে।
৫২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: নিমন্ত্রণের জন্য অ নে ক ধন্যবাদ ।শুভ কামনা রইল ।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫২
এহসান সাবির বলেছেন: সত্যিই চলে আসুন।
৫৩| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন তো ! অনেক সুন্দর +++ যশোরে নাকি ভ্রাতা ? যশোর কোথায় ? অনেকদিন ছিলাম ওদিকে
আমার ছাদেও কিছু গাছ আছে , ওগুলোর সাথে সময় কাটাতে ভালই লাগে
ভালো থাকবেন সবসময় ।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৩
এহসান সাবির বলেছেন: হ্যা ভাই যশোর।
নতুন উপশহর।
চলে আসুন একদিন।
সত্যিই চলে আসুন।
৫৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: যশোরে ছিলাম সতের বছর আসার ইচ্ছা আছে , আসলে দেখা হবে আশাকরি
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৮
এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল।
৫৫| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬
রাজিব বলেছেন: আপনার ছাদে বাগানের ছবি দেখে খুবই ভাল লাগলো। আমি কিছুটা ঘর কুনো ধাচের লোক। একবার বাগেরহাট যাবার পথে যশোর বিমান বন্দর নেমে তারপর শহর কিছুটা দেখেছিলাম। খুবই সুন্দর শহর।
কখনো নিজের বাড়ি হলে আপনার মত ছাদে বাগান করার চেষ্টা করবো। মন খুব ভাল হয়ে উঠলো ছবিগুলো দেখে। শাপলা ছাদে হতে পারি কখনো ভাবিনি। কাঁচা মরিচ গুলো খুব সতেজ ও সবুজ।
কবি সাহিত্যিকরা এজন্যই এত প্রকৃতির পাগল। এত সুন্দর প্রকৃতি গাছপালা।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৩
এহসান সাবির বলেছেন: চলে আসুন একদিন।
সত্যিই চলে আসুন।
খুব খুশি হব।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩
এন ইউ এমিল বলেছেন: শাপলা বাড়ির ছাদে? কেমনে কি?
জাষ্ট অসাম
দুখ্যের বিষয় আমার বাড়ির ছাদ নাই, টিনের চাল