নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তির পথে - হলুদ কৃষ্ণচূড়া !!

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৭



কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিখ রেজিয়া (Delonix regia)। এই গাছ চমৎকার পত্র-পল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। এটি ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত।



কৃষ্ণচূড়া গাছের লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে। কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পত্রঝরা বৃক্ষের জঙ্গলে পাওয়া যায়। যদিও জঙ্গলে এটি বিলুপ্ত প্রায়, বিভিন্ন বিশ্বের অঞ্চলে এটি জন্মানো সম্ভব হয়েছে। সৌন্দর্য বর্ধক গুণ ছাড়াও, এই গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত। কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় কম (সর্বোচ্চ ১২ মিটার) হলেও শাকা-পল্লবে এটি বেশি অঞ্চল ব্যাপি ছড়ায়। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।



আপনারা লাল কৃষ্ণচূড়া দেখে থাকলেও হলুদ কৃষ্ণচূড়া কয়জন দেখেছেন? কৃষ্ণচূড়া ফুলের প্রতি বাড়তি ভালোবাসা থাকার কারনে হলুদ কৃষ্ণচূড়া গাছও দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার মত হয়ত অনেকেই দেখে থাকবেন। তবে আমার দেখা মতে মাত্র দুইটা গাছ আছে।



গাছ দুইটি আছে ঢাকায় বৃটিশ কাউন্সিলের ভিতরে। একটা আছে ১ম গেটের পাশে, আরেকটি আছে তাদের ভিতরের কম্পাউন্ডে। যে গাছটি বাইরে থেকে দেখা যায় না।



৪/৫ বছর আগে দেখে থাকলেও এবারই ১ম গাছ বিষয়ে আমি বৃটিশ কাউন্সিল কতৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি। তাদের কে বোঝানোর চেষ্টা করি এই হলুদ কৃষ্ণচূড়া বিলুপ্তির পথে। সুতারাং আপনাদের সহযোগিতা পেলে আমি/ আমরা এই গাছের বিলুপ্তি রোধে কাজ করতে পারি। কিন্তু বৃটিশ কাউন্সিল কতৃপক্ষ আমাকে কোন প্রকার সহযোগিতা না করে বরং আমি যাতে কোন ভাবে এই ফুলের ছবি না তুলতে পারি সেই ব্যাবস্থা করে। এমন কি আমি যেন দূর থেকেও কোন ছবি না তুলতে পারি তার জন্য তারা ৬/৭ গার্ডকে আমার দিকে নজর দিতে বলে। আমি তাদের উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে ফোনে কথা বলে বোঝনোর চেষ্টা করি এবং ব্যার্থ হয়ে ফিরে আসি।



আমি একজন সাধারন মানুষ, আমার ক্ষমতাও খুব সিমিত। গত কয়েক দিনের এই সব ঘটনায় মনে হয়েছে গাছগুলি বিলুপ্ত রোধ আমার পক্ষে হয়ত সম্ভব হবে না। তবে আমি বিশ্বাষ করি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে এই সুন্দর হলুদ কৃষ্ণচূড়া বিলুপ্তি রোধ করতে পারি।



ধন্যবাদ।





নোটঃ
ছবি- বিভিন্ন সময়ে দূর থেকে তোলা।
পোস্টের ১ম দুই প্যারা কান্ডারি অথর্বের কৃষ্ণচূড়া - অপরাজিতা - জবা পোস্ট থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ১২৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলেই তো, হলুদ কৃষ্ণচূড়া জীবনে এই প্রথমই দেখলাম, আপনার ব্লগে ;)

আপনার বিড়ম্বনার কথা পড়ে তো খুব খারাপ লাগছে। ওরা কি এতোই মাথামোটা? ;)

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৯ ই মে, ২০১৪ রাত ১২:৩৯

এহসান সাবির বলেছেন: আর বলবেন না ভাই, জানতে চায় আমি মিডিয়ার লোক কিনা........

ধন্যবাদ ভাই।

২| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: হলুদ কৃষ্ণচূড়া আগে কখনও দেখেছি বলে মনে হয় না।

মাথামোটা কর্তৃপক্ষের সুমতি হোক। বিলুপ্ত প্রায় হলুদ কৃষ্ণচূড়া গাছ বিলুপ্তির হাত থেকে বেঁচে যাক।

হলুদ কৃষ্ণচূড়া গাছের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ সাবির ভাই ।

০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: আমি কোন ভাবেই বোঝাতে পারলাম না তাদের কে....!!!

আপনাকেও ধন্যবাদ ভাই।


বিলুপ্ত প্রায় হলুদ কৃষ্ণচূড়া গাছ বিলুপ্তির হাত থেকে বেঁচে যাক।

৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১:০০

*কুনোব্যাঙ* বলেছেন: যেহেতু বঙ্গদেশীয় কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমলাতান্ত্রিক জটিলতার ঘোরপ্যাচে জীবন কেটে যায় সেহেতু আম জনগণের সহযোগীতা চেয়ে একটা ভালো কাজ করেছেন। তবে আমি ভাবছি এই সিজনে একটা "মিশন বিচি চুরি" প্রজেক্ট হাতে নেয়া যায় কিনা! যথাযথ সঙ্গী পেলে এই মিশনে আমি অংশগ্রহন করতে চাই। উল্লেখ্য আমি আম চুরি লিচু চুরি থেকে শুরু করে শেখ সাবের ৩২নং বাড়ীর জামরুল চুরির বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন :P

কিছু সংখ্যক বিচি পেলে তথাকথিত ব্রিটিশ এলিট(!)দের হয়রানির হাত থেকে হলুদ কৃষ্ণচূড়ার বংশধরদের রক্ষা করা যাবে। আর চুরি থেকে যদি ভালো কিছু হয় তাহলে চুরিই ভালো B-)

০৯ ই মে, ২০১৪ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: চুরি থেকে যদি ভালো কিছু হয় তাহলে চুরিই ভালো।

তবে আমরা আশা করব আমাদের চুরি করবার প্রয়োজন হবে না।

তাদের শুভ বুদ্ধির উদয় হবে।



ধন্যবাদ ভাই।

৪| ০৯ ই মে, ২০১৪ রাত ২:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো চমৎকার। হলুদ কৃষ্ণচূড়া ফুলের বিলুপ্তি যদি এদের বোকামির কারণে ত্বরান্বিত হয়, তাহলে চুরিই বেস্ট উপায়! একে চুরি বলা উচিত না, নিজের দেশের একটা ফুলগাছের বিলুপ্তি ঠেকানোর জন্যে মিশন বলা যেতে পারে :)

০৯ ই মে, ২০১৪ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: একে চুরি বলা উচিত না, নিজের দেশের একটা ফুলগাছের বিলুপ্তি ঠেকানোর জন্যে মিশন বলা যেতে পারে।

তাদের শুভ বুদ্ধির উদয় হবে।



ধন্যবাদ ভাই।

৫| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:৩২

ভিটামিন সি বলেছেন: এই প্রথম জীবনে হলুদ কৃষ্ণচুড়া ফুল দেখলাম। আমি অভিজ্ঞতা সম্পন্ন লিচু, আম, তেতুল, ডালিম চোর। আমাকে ও কুনোব্যাং এর সাথে দলে নেন।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৩২

এহসান সাবির বলেছেন: দলে নাম লেখানো হলো।
"মিশন বিচি চুরি"

ভালো লাগছে আপনাকে পাশে পেয়ে।

ধন্যবাদ ভাই।


অটঃ ভাবির পরীক্ষা কেমন হয়েছে?


৬| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:৪৫

মামুন রশিদ বলেছেন: ব্রিটিশ কাউন্সিলের এরকম অগ্রহনযোগ্য আচরণ মেনে নিতে পারলাম না ।


আপনার পোস্ট না পড়লে হলুদ কৃষ্ণচুড়া সম্পর্কে জানতে পারতাম না । তবে আপনার মত কোন শুভচিন্তাই হয়ত বাঁচিয়ে দিবে এই চমৎকার গাছটিকে, বিলুপ্তির হাত থেকে ।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

আপনাদের ওদিকে আছে কিনা দেখতে পারেন।

মন্তব্যে ভালোলাগা।

ধন্যবাদ।

ঢাকায় আসলে নক দিবেন।

৭| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

মশিকুর বলেছেন:
প্রথমত অবহেলাই বিলুপ্তির কারন। কিন্তু যখন বিলুপ্তির পথে তখন সচেতনটাই পারে বিলুপ্তি থেকাতে। যেন খুব বেশী দেরি না হয়ে যায়...

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: প্রথমত অবহেলাই বিলুপ্তির কারন। কিন্তু যখন বিলুপ্তির পথে তখন সচেতনটাই পারে বিলুপ্তি ঠেকাতে। যেন খুব বেশী দেরি না হয়ে যায়...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

৮| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:২৫

না পারভীন বলেছেন: কখনোই হলুদ কৃষ্ণচুড়া বাস্তবে দেখিনি । রক্ষা করা দরকার ।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর ফুল।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভেচ্ছা আপু।

৯| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: হলুদ কৃষ্ণচুড়া বেচে থাকুক । আপনার বৃক্ষ প্রীতি র প্রতি শ্রদ্ধা ।

ভাল থাকুন এহসান ভাই ।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪৬

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

১০| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮

লিরিকস বলেছেন: আমরা সবাই মিলে একদিন ওদেরকে যেয়ে বলি গাছগুলি বাঁচাবার কথা। হয় না?

আমি আজই দেখতে যাবো।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন: কেমন লাগল দেখতে?

শুভেচ্ছা।

১১| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: হলুদ কৃষ্ণচূড়া টিকে থাকুক অপার সৌন্দর্য নিয়ে ।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

১২| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:০৪

তারছেড়া লিমন বলেছেন: মনুষ্য প্রজাতির মত এইটাও বিলুপ্ত হয়ে যাবে ।


তবে কুনোদাকে সঙ্গীকরে একটা টেরাই করতে পারেন।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: কুনোদার সাথে যুক্ত করা হইল।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

১৩| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২০

একজন ঘূণপোকা বলেছেন:

এই ফুলগুলো মাঝে মাঝেই দেখি, কিন্তু এইগুলার নাম যে হলুদ কৃষচুড়া তা জানতাম না। :( :( :(


আচ্ছা আমাদের কি কিছুই করার নাই, এই সৌন্দর্যকে রক্ষায়।


০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: ট্রাই করব ভাই। সবাই এক সাথে থাকলে ভালো কিছু হবে।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

১৪| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬

ইমিনা বলেছেন: হলুদ নয়, লাল কৃষ্ণচূড়া ই আমার পছন্দ, অনেক অনেক পছন্দ :) :)

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা রইল ইমিনা।

ভালো থাকুন।

১৫| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এই পোস্টের সাথে সহমত জানাই। ধন্যবাদ সাবির ভাই এমন একটি পোস্টের জন্য। হলুদ কৃষ্ণচূড়া সত্যি একটি দুর্লভ প্রজাতির গাছ। তাই শুধুমাত্র ব্রিটিশ কাউন্সিল এর এককছত্র অধীকার সংরক্ষন করে যাবে এটা ঠিক নয়। আর যদি তারাও এই ফুলের গাছটির প্রতি যত্নবান হয়ে থাকেন তাহলে তাদেরও উচিত এর প্রসারের জন্য এগিয়ে আসা এতে করে তাদের অধীকার আমি মনে করি বিন্দু পরিমান কমবে না বরং বাড়বে।

তবে চুরি করে নয়; আসুন তাদের অধীকার রক্ষা করে তাদেরকে সাথে নিয়েই এই বিলুপ্ত প্রায় কৃষ্ণচূড়া রক্ষায় এবং তার প্রসারে সকলে ঐক্যবধ্য হয়ে এগিয়ে আসি।

এর জন্য কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে সেই বিষয়ে সকলের মতামত আশা করছি। সকলের গ্রহণযোগ্য পরামর্শের ভিত্তিতে সফল ভাবে এই কাজে আমরা অগ্রসর হতে পারব বলেই আমার বিশ্বাস।

শুধু কৃষ্ণচূড়া ফুলের প্রতি ভালোবাসা নয় একটি দুর্লভ প্রজাতির গাছের জন্য এই সংগ্রাম চলবে।

১০ ই মে, ২০১৪ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: শুধু কৃষ্ণচূড়া ফুলের প্রতি ভালোবাসা নয় একটি দুর্লভ প্রজাতির গাছের জন্য এই সংগ্রাম চলবে।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

১৬| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬

ফা হিম বলেছেন: কর্তিপক্ষের সুমতি হোক। আপনার প্রচেষ্টার প্রশংসা করছি।

১০ ই মে, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ ভাই।

১৭| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২৩

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হলুদ কৃষ্ণচূড়ার গাছ আছে এখনও।

১০ ই মে, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: চমৎকার তথ্য দিয়েছেন। অবশ্যই আমি দেখতে যাবো।



ধন্যবাদ ভাই।

১৮| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১:০৬

আমি ইহতিব বলেছেন: আমাকে সেলিম সেদিন বলছিলো যে হলুদ কৃষ্ণচুড়া দেখেছে, কিন্তু বিশ্বাস করতে পারছিলামনা, ভেবেছিলাম মনে হয় রাধাচূড়া ফুল দেখেছে। পরে বললো যে বৃটিশ কাউন্সিলে দেখেছে। ওরা কি হলুদ কৃষ্ণচুড়া নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করেছে? আজব পাবলিক সব।

কৃষ্ণচুড়া আমার ও খুব পছন্দের ফুল।

১০ ই মে, ২০১৪ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: একদিন সপরিবারে যেয়ে দেখে আসুন।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ আপু।

১৯| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:৪২

মুদ্‌দাকির বলেছেন: রাধাচুড়া কি এই হলুদ কৃষ্ণচুড়াকেই বলে নাকি ভিন্ন!!!! ছবিতে ঠিক মত বুঝলাম না!!! যদি একই জিনিশ হয় তবে বুয়েটের ভিতরে কয়েকটা গাছ আছে !!!

যাই হোক কৃষ্ণচূড়া খুবি সুন্দর ফুল!! হলুদটাও খুব সুন্দর , বেশি সুন্দর লাগে লাল কৃষ্ণচূড়া আর হলুদ রাধাচূড়া পাশাপাশি থাকে !!!

১০ ই মে, ২০১৪ রাত ১২:২৬

এহসান সাবির বলেছেন: রাধাচুড়া আলাদা ফুল।

এটা কৃষ্ণচুড়া। রং টা হলুদ। এটাও সুন্দর।

সুযোগ পেলে দেখবেন। ভালো লাগবে।

ধন্যবাদ ভাই।

২০| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৯

বনসাই বলেছেন: কৃষ্ণচূড়া যে হলুদও হয় জানতাম না। সময় করে দেখতে যাবো। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলো যদি কৃষ্ণচূড়া গাছ হয় তবে ভালো নয়তো ঢাকার বৃটিশ কাউন্সিলের সাথে কথা বলে বুঝিয়ে রাজি করতে হবে।

আপাতত লেখালেখির মাধ্যমে বৃক্ষপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৮

এহসান সাবির বলেছেন: খুব ভালো বলেছেন আপনি। ১০০ ভাগ সহমত।

সুযোগ পেলে দেখবেন। ভালো লাগবে।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
ধন্যবাদ ভাই।

২১| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: আরে ধুর, আমরা হইলাম বাঙ্গালী। নিরীহ গাড়ী ভাইঙ্গা আমরা অধিকার আদায় করি। আম পাবলিকের জনজীবন বিপর্যস্ত কইরা আমরা অধিকার আদায় করি। এই দেশে প্রাপ্তিটাই আসল কোন উপায়ে আসলো সেইটা আসল না। এইটা সেই দেশ যেই দেশে বালুর ট্রাক দিয়া গণতন্ত্র আটকাইয়া সংবিধান সমুন্নত রাখা হয়। একই সাথে পশ্চিমা প্রভু থেকে শুরু করে প্রতিবেশী প্রভু সবাই আমাদের প্রান্তিক জনগোষ্ঠী মনে করে যাদের কোন অধিকার থাকতে নেই। তাহলে আপনি কার থেকে অধিকার আদায় করবেন! কে আপনাকে অধিকার দিবে! এই দেশ রাষ্ট নাকি বিদেশী প্রভুরা? কে?

@কান্ডারি ভাই

১০ ই মে, ২০১৪ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ।

২২| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



কুনো ভাইয়ের আমাকে ট্যাগ করাটা বেশ আপ্লুত করেছে। মনে হচ্ছে যেন এই বৈশাখী খরতায় পান্তা ইলিশের সাধ পাচ্ছি। গরীবের খানা যে দেশে বিলাসীতা সেই দেশে আসলে অধিকার আদায়ের জন্য প্রভুত্ব মেনে নেয়েটাই যৌক্তিক। নতুবা নদীতে পদ্মের পরিবর্তে আমার ভেসে ওঠার সম্ভাবনাই তখন মুখ্য হয়ে দেখা দেবে। অন্তত নদীর পানি আদায় করতে গিয়ে কিংবা পতাকা হাতে আন্দোলন করেও যখন লাশ হয়ে ফিরতে হয় তখন চেতনার ফানুস উড়িয়ে মৌন মিছিলই শোভা পায়। তাই আসুন কৃষ্ণচূড়া বাঁচাও নামক এক মানব বন্ধন গড়ে তুলি। অন্তত এতে সহজেই মানুষের আস্থা পাওয়া যাবে। ।

১০ ই মে, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,



যদি সত্যি সত্যিই হলুদ কৃষ্ণচূড়া বিলুপ্তির হুমকিতে থাকে তবে এই পোষ্টখানি এখোনও "ষ্টিকি " করা হয়নি কেন ?

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলছি - পোষ্টটি ষ্টিকি করা হোক ।

১০ ই মে, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন:
আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
ধন্যবাদ ভাই।

২৪| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

সাজিদ উল হক আবির বলেছেন: কৃষ্ণচুড়া ফুল যে হলুদ হয়, তা জানতাম না এহসান ভাই। কৃষ্ণচুড়া ফুল নিয়ে জীবনের প্রথম কবিতা লেখা, সেই ফুলগাছের এই অবস্থা? কবিরা কবিতা লিখবে কি নিয়ে?

১০ ই মে, ২০১৪ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্য ভাই।


আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
ধন্যবাদ ভাই।

২৫| ১০ ই মে, ২০১৪ রাত ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:



হলুদ কৃষ্ণচুড়া আছে জানতামই না। ভিন্ন প্রজাতির হলুদ কৃষ্ণচুড়া গাছ রক্ষার জন্য আপনার এগিয়ে আসার এই মনোভাবকে সাধুবাদ জানাই।



আশাকরি সকলের আলোচনার মাধ্যমে ভালো একটি ফলাফল আসবে।

১০ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন:
আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
ধন্যবাদ ভাই।

কতদূর???

২৬| ১০ ই মে, ২০১৪ রাত ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা পোষ্ট! ছবিগুলো খুবই সুন্দর।

১০ ই মে, ২০১৪ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
ধন্যবাদ ভাই।

২৭| ১০ ই মে, ২০১৪ রাত ২:৩৫

কুশল রাজ রায় বলেছেন: এই পোস্ট স্টিকি করার জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

১০ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
ধন্যবাদ ভাই।

২৮| ১০ ই মে, ২০১৪ সকাল ৭:০৮

বৃতি বলেছেন: হলুদ কৃষ্ণচূড়া এই প্রথম দেখলাম।

ভাল লাগা থাকলো পোস্টে :)

১০ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা।

২৯| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬

পুশকিন বলেছেন: আমি নিজেও সেদিন দেখে ধাক্কা খাই বেশ।আসলেই একদম রেয়ার একটা গাছ বটে।
রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার মূল বিষয় টা একটু বলবেন?

১২ ই মে, ২০১৪ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: এটা রাধাচূড়া


এটা কৃষ্ণচূড়া


বৈজ্ঞানিক নামও এদের আলাদা। দুটো ফুল হাতে নিলে আপনি পার্থক্য বুঝতে পারবেন।

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা।

৩০| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩

জন কার্টার বলেছেন: কুশল রাজ রায় বলেছেন: এই পোস্ট স্টিকি করার জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

১১ ই মে, ২০১৪ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা।

৩১| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:২০

বোকামানুষ বলেছেন: কৃষ্ণচূড়া কিন্তু নীলও হয় আমার জানা মতে তবে ওটাও খুব দুর্লভ

ঢাকায় মোহাম্মাদপুরের শেখেরটেকের ২ নাম্বার রোড থেকে একটু সামনে একটা নীল কৃষ্ণচূড়া গাছ আছে আমি গত মাসে দেখতে গিয়েছিলাম একজনের কাছে শুনে উনিই আমাকে প্রথম নীল কৃষ্ণচূড়ার কথা বলেছিলেন ফুলগুলো হালকা নীল একটু বেগুনী আভা আছে দেখতে খুব সুন্দর যদিও আমি ১০০% শিওর না এটা নীল কৃষ্ণচূড়া কিনা কারণ আমি গাছ বেশি চিনিনা আপনি গিয়ে দেখে আসতে পারেন এখনো ফুল আছে কিনা জানিনা যদি ওটা আসলেই কৃষ্ণচূড়া হয় তাহলে ওটাকেও সংরক্ষণের উদ্যোগ নেয়া যেতে পারে

আমি গিয়েছিলাম বিকেলবেলা হঠাৎ করে আর তখন বিকেলের অল্প আলোয় আমার ছোট ক্যামেরা দিয়ে অতখানি দূরের ফুলগুলোর ছবি তুলতে পারিনি এজন্য ছবি দিতে পারছি না


আর খুব শিগ্রই একদিন যাবো বৃটিশ কাউন্সিলে হলুদ কৃষ্ণচূড়া দেখতে ইনশাআল্লাহ

১১ ই মে, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: ভাই কি নিউজ দিলেন আপনি...............

কালই আপনাকে আপডেট দেব ইনশাআল্লাহ্‌

ঘুরে আসুন একদিন।


আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা।

১১ ই মে, ২০১৪ দুপুর ১:১১

এহসান সাবির বলেছেন: বোমা ভাই, আমি গিয়েছিলাম কিন্তু কোন ফুল পাইনি, গাছ চিনতে পারিনি, তবে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পেয়েছি ২ নং রোডে,ওটা রাধাচূড়াও হতে পারে। সময় পেলে আমাকে বাসার নং টা জানাবেন। আমি একটা বাসার সামনে ছবি তুলেছি বেগুনি ফুলের।

৩২| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭

অদৃশ্য বলেছেন:





হলুদ কৃষ্ণচূড়া আমি দেখেছি... এটা সত্য যে গাছটা চাইলেই চোখে পড়বে না... সম্ভবত গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

দারুন পোষ্ট...

শুভকামনা...

১১ ই মে, ২০১৪ সকাল ১০:০৯

এহসান সাবির বলেছেন: গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা।

৩৩| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:২৫

সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: আপনার বৃক্ষ প্রীতি র প্রতি শ্রদ্ধা ।

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮

এহসান সাবির বলেছেন: গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৩৪| ১১ ই মে, ২০১৪ রাত ৯:১৮

বোকামানুষ বলেছেন: আমি ২-১দিনের ভিতর খোঁজ নিয়ে জানাবো এখনো ফুল আছে কিনা আর গাছটার সঠিক অবস্থান

গাছটা রাস্তার সাথেই কোন বাসার ভিতর না তবে ২ নাকি ৪ নাম্বার রোডে এইটা ভুলে গেছি আর আপনার দেয়া ছবির মতো এত ছোট গাছ না বড় কৃষ্ণচূড়া গাছের মতো ফুল গুলো একদম হালকা নীল ফুল যদি এখন নাও থাকে আমি গাছটার ছবি তোলার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ্‌

১২ ই মে, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: ভাইয়া আমি আজও গিয়েছিলাম। মুটামুটি একটা চিরুনি অভিযান চালিয়েছি। ৪ নং রোডে ২২ নং বাসার সামনে একটা লাল গাছ, একটা দুইটা ফুন আছে, ২৬ নং বাসায় একটা গাছ আছে কিন্তু ফুল নাই, ছোট গাছ। অন্য সব রোডেও আমি চেক করেছি।

এখন হয়তো ফুল পাওয়া যাবে না তবে আপনি শুধু খোজ নিয়ে জানবেন কোন রাস্তায় ছিল। ইনশাআল্লাহ্‌ আগামি বার খুজে বের করব।

না হলে না পাবো তবু তো একটা গাছের প্রতি টান অনুভব করছি।

৩৫| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২৭

আমি স্বর্নলতা বলেছেন: খুব সুন্দর। কৃষ্ণচূড়া দেখলে মনটা আনন্দে নেচে উঠে। ভীষণ ভালো লাগে আমার।

১২ ই মে, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৩৬| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৩

নীল ভোমরা বলেছেন:
হলুদ কৃষ্ণচূড়া!?....... হলুদ এই ফুলটাকে রাধাচুড়া ফুল বলেনা?!...আমি-তো এমনই জানতাম!

১২ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: না ভাই একটু আলাদা আছে

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৩৭| ১২ ই মে, ২০১৪ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট , কৃষ্ণচূড়া সম্পর্কে অবগত হলাম , শুভকামনা ।

১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৩৮| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

চিন্তা করেও বের করতে পারলাম না, হলুদ কৃষ্ণচুড়া কখনো দেখেছি কি না, এমনকি বৃটিশ কাউন্সিল এর ভেতরেও কেন চোখে পড়লো না তাই ভাবছি । তবে ছবি ইনশাহআল্লাহ খুব শিগগীরই ওখান থেকেই তুলে নিয়ে আসবো ;)

আপনার চিন্তাভাবনাকে সাধুবাদ জানাই ।।

১৪ ই মে, ২০১৪ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: ছবি তুলবেন, বাধা দিলে ঝগড়া করবেন :P

প্রয়োজনে গালি দিবেন, গালি গালাজ না জানলে নেট থেকে গালির অডিও মোবাইলে নিয়ে যেয়ে প্লে করে দিবেন ;)

আপনার আপডেটের অপেক্ষায়.........

শুভ কামনা আপু।

৩৯| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: আমিও এই ফুলটাকে রাধাচূড়া জানতাম ! এখন জানলাম যে হলুদ কৃষ্ণচূড়া । কিন্তু বৃটিশ কাউন্সিল এর এমন ব্যাবহারের কারন টা কি ? আশ্চর্য তো !!!
আমিও কুনো ভাইয়ার বুদ্ধির সাথে একমত ।

১৪ ই মে, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: কুনো ভাইয়ে প্রজেক্টে আপনাকে এ্যাড করা হলো।

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৪০| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: যেখান থেকেই পারেন আপনি আমার জন্য হলুদ কৃষ্ণচূড়া এনে দিবেন ! না হলে ............

১৪ ই মে, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: অভি ভাই!!!!!!!!!!!!

কই ছিলেন এত দিন। খুব মিস করছি ভাই। দেব এনে হলুদ কৃষ্ণচূড়া। আপনি হারিয়ে যাবেন না প্লিজ।

৪১| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: সরি হলুদ কৃষ্ণচূড়ার বিচি এনে দেবেন ! না হলে গুপন তথ্য ফাঁস করে দিবো !

১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩৭

এহসান সাবির বলেছেন: "মিশন বিচি চুরি" প্রজেক্ট হাতে আছে সুতরাং............

নাাাাাাাাাাাাাাাাাাাাাা কোন গুপন তথ্য নাাাাাাাাাাা


গাছ বিছি ফুল সব দেব, আর কি ঘুষ চাই??

৪২| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:০০

রায়হান চৌঃ বলেছেন: ভাই এই টা রাধাচূড়া.......... :)

১৪ ই মে, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: না ভাইয়া একটু আলাদা আছে।

সময় করে দেখে নিবেন।

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৪৩| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:১৮

জানা বলেছেন:
দারুণ উদ্যোগ @এহসান সাবির

বৃটিশ কাউন্সিল কর্তৃপক্ষের আচরণ ঠিক বোঝা গেল না। এই দারুণ একটি প্রচেষ্টায় তাদের ক্ষতিটা কি? অদ্ভুত!

আপনি কি আমাকে একটা মেইল করতে পারেন?

[email protected]

১৪ ই মে, ২০১৪ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: তাদের আচরণে দুঃখ পেয়েছি আপু।

আমিও বুঝলাম না কি ক্ষতি। সত্যিই অদ্ভুত।




শুভ কামনা আপু।

৪৪| ১৩ ই মে, ২০১৪ রাত ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: আমি জীবনে প্রথম এই ফুলের নাম শুনলাম। এর বিলুপ্তি রোধে কী করা যায়?

১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫৪

এহসান সাবির বলেছেন: সোজা আঙ্গুলে ঘি না উঠলে ব্যাকা করতে হয়, যদি তাতে না ওঠে তাহলে চামচ দিয়ে তুলতে হয়
এটা আপনি আমার থেকে ভালো জানেন হামা ভাই।

দেখি কি করতে পারি।

দেখতে খুব সুন্দর ফুল এটা।


শুভেচ্ছা ভাইয়া।

৪৫| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:০১

বোকামানুষ বলেছেন: আমি আজকে বিকেলে গিয়েছিলাম আসলে শেখেরটেকের রোডগুলোর নাম্বার কনফিউসড হয়ে যায় এটাই সমস্যা গাছটা আসলে ৬ নাম্বার রোডের মাথায়

৬ নাম্বার রোডের মাথায় গেলে দেখবেন বিক্রমপুর সুইটস নামে একটা মিষ্টির দোকান আছে তার ঠিক অপজিটে রাস্তার ওই পাশে গাছটা নিচে ছবি দিলাম



এখনো অল্প কিছু ফুল আছে আজকের মেঘলা বিকেলের আলো আর আমার ছোট ক্যামেরা তে আসে নাই ঠিক মতো তাও একটা ফুলের ছবি দিলাম





ভাইয়া পারলে ২-১দিনের ভিতর দেখে আসেন না হলে যে অল্প ফুল আছে শেষ হয়ে যাবে আর এই গাছটাও সংরক্ষণের কোন উদ্যোগ নেয়া যায় কিনা দেখেন

১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: কাল ইনশাল্লাহ আপডেট দেব।

১৪ ই মে, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: ভাইয়া আমি গিয়েছিলাম। সত্যিই আমি আগে দেখিনি এই ফুল। তবে মনে হয় এটা কৃষ্ণচূড়া না। দুইটা কারণ ১ ফুল গুলো আলাদা টাইপের, ২ গাছের বাকল। কৃষ্ণচূড়ার সাথে বাকলের মিল নাই। যদিও ঐ বাড়ীর কেয়ার টেকার এনামুল জানাল এটাকে তারা কৃষ্ণচূড়া বলে।



বাকল


বাড়ীর মালিক সৈয়দ সাহেবের সাথে দেখা হয় নি, আশে পাশের লোক জন জানাল রাস্তা বড় করবার জন্য কিছু গাছ কাটবে তবে সৈয়দ সাহেবের অনুরোধে এই গাছ টি কাটবে না। আমি আবার যোগাযোগ করব।

আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ঠিক বুঝতে পারছি না। শুভ কামনা, শুভ কামনা।

৪৬| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৩২

রায়হান চৌঃ বলেছেন: সত্যি আমি সিওর করে বলতে পারছি না, তবে মনে হচ্ছে আমাদের ছাগলনাইয়া বাজারে আমি ২টা গাছ দেখেছি এবং গাছ গুলো অনেক পুরোনো এবং কিছু ফুল ও ছিল.... ইনসাআল্লাহ আমি আবার সেপ্টম্বর এ যাচ্ছি.. তখন না হয় আরো একবার ভালো করে দেখে নিব.... ভালো থাকবেন

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৫৪

এহসান সাবির বলেছেন: অবশ্যই দেখবেন ভাইয়া। আপডেটের অপেক্ষায় থাকলাম।

শুভ কামনা।

৪৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: হলুদ কৃষ্ণচূড়া কখনও দেখিনি এখন আবার নীল কৃষ্ণচূড়া। সাবির ভাই ঐ টা কি সত্যিই নীল কৃষ্ণচূড়া গাছ!!!

১৭ ই মে, ২০১৪ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: ভাইয়া আমি এখনও শিওর নই, গাছের মালিকের লোকজন বলে নীল কৃষ্ণচূড়া কিন্তু ফুল ও গাছ দেখার পর মনে হয় নি এটা কৃষ্ণচূড়া, তবে ফুলটা অবশ্যই সুন্দর। আমি আপনাকে জানাব ভাইয়া।

অনেক শুভ কামনা।

৪৮| ১৫ ই মে, ২০১৪ রাত ১:২৩

বোকামানুষ বলেছেন: ভাইয়া এখনতো গাছটাতে ফুল একদম অল্প শেষের পথে আর হয়তো চুপসে গেছে এজন্য এরকম অথবা ফুল ফোটার আগেও এমন লাগতে পারে একথা এইজন্য বলছি কারণ প্রায় একমাস আগে আমি যখন ফুলগুলো প্রথম দেখি তখন গাছ ভরতি ফুল ছিল আর ফুলগুলো দেখতে একদম কৃষ্ণচূড়ার মতোই পাপড়ি মেলে ছিল ইশ আমি কেন যে তখন কিছু ছবি তুললাম না :( |-)

গতকাল গিয়ে আমি নিজেও ফুলগুলো দেখে একটু অবাক হইছি তখন ভাবলাম হয় ফুলগুলো ঝরে যাবে অথবা পুরোপুরি পাপড়ি মেলার আগে এরকম লাগে এই গাছটাতে ফুল বেশি সময় থাকে না গতকাল গিয়ে যে আমি ফুল দেখতে পাবো এটাই নিশ্চিত ছিলাম না কারণ গতবার এরকম শুনছি গাছে ফুল ফুটছে যাবো যাবো করে কিছুদিন পরে গিয়ে দেখি আর ফুল নাই


আর এটা যদি নীল কৃষ্ণচূড়া নাও হয় তবু রেয়ার প্রজাতির গাছ এতে কোন সন্দেহ নাই এইজন্য অনুরোধ রইলো ভাইয়া পারলে বাড়ীর মালিকের সাথে কথা বলে বীজ অথবা ডাল যেভাবে নতুন চারা পাওয়া যাবে তার চেষ্টা কইরেন কারণ রাস্তার পাশে গাছ এবার না কাটলেও কবে কেটে ফেলবে তার ঠিক নাই :(

১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩৫

এহসান সাবির বলেছেন: আর এটা যদি নীল কৃষ্ণচূড়া নাও হয় তবু রেয়ার প্রজাতির গাছ এতে কোন সন্দেহ নাই....

শতভাগ সহমত।

দেখাযাক কি করা যায়। দোয়া করবেন।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

৪৯| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:১৮

জুন বলেছেন: বৃটিশ কাউন্সিলের হলুদ কৃষ্ণ চুড়া ফুলে ভরা গাছটি ঢাবির ছাত্রী হিসেবে অনেকবার দেখার সুযোগ হয়েছে। কিন্ত বাংলাদেশে এটাই যে একমাত্র গাছ তা আপনার পোষ্ট থেকে জানলাম এহসান সাবির। ধন্যবাদ তথ্য সমৃদ্ধ পোষ্টটির জন্য।
এই দুর্লভ গাছটি রক্ষা এবং বংশ বিস্তারের জন্য বৃটিশ কাউন্সিলেরই উচিত উদ্দোগী হওয়া।
+

১৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৬

এহসান সাবির বলেছেন: সময় করে দেখে নিবেন আপু।

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৫০| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩০

রহস্যময়ী কন্যা বলেছেন: কৃষ্ণচূড়া যে হলুদও হয় এটাই তো আজকে জানলাম :| :|

দেখে আরো ভালো লাগলো :)

১৭ ই মে, ২০১৪ রাত ১:০৫

এহসান সাবির বলেছেন: সময় করে দেখে নিবেন।

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।

৫১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: আমি বিশ্বাষ করি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে এই সুন্দর হলুদ কৃষ্ণচূড়া বিলুপ্তি রোধ করতে পারি।

অনেক কিছু জানতে পারলাম। বিলুপ্তি রোধ করার জন্য আপনার চেষ্টাকে জানাই সাধুবাদ।

১৭ ই মে, ২০১৪ রাত ১:০৬

এহসান সাবির বলেছেন: আপনাকে পেয়ে ভালো লাগছে।

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

শুভকামনা আপনার জন্য।


৫২| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক কিছু জানলাম। রাঁধাচূড়া আর কৃষ্ণচূড়ার পার্থক্য নিয়ে বেশ সংশয়ে ছিলাম। এটা দূর করার জন্য ধন্যবাদ।


শুভ উদ্যোগ।

২০ শে মে, ২০১৪ রাত ১২:৩৮

এহসান সাবির বলেছেন: আপনাকে পেয়ে ভালো লাগছে।

গাছটা বিলুপ্তির পথেই হাটছে...

আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

আপনাদের ওদিকে এই গাছ আছে কিনা একটু দেখবেন।

শুভ কামনা আপনার জন্য।

৫৩| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ফেইসবুকে আপনাকে কী নামে খুঁজবো? আপনার জন্য এখানে একটা মেসেজ রয়েছে।

শুভেচ্ছা জানবেন।

২৬ শে মে, ২০১৪ রাত ১০:০৫

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর কিছু একটা হতে যাচ্ছে বুঝতে পারছি। সাথে আছি ভাইয়া।

ফেইসবুক বন্ধ আছে, খুললে আমি রিকু পাঠাবো।


'''আমি তোমাকে কত ভালোবাসি
সে'কথা আমি আর আমার ঈশ্বর জানেন........'''

এটাই আমার লেখা সেরা, এটুকুই.......

শুভ কামনা।

৫৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

বিষয়টির কি ব্যাবস্থা নেয়া হলো?


২৬ শে মে, ২০১৪ রাত ১০:০৯

এহসান সাবির বলেছেন: আপডেট জানতে প্রিয় ব্লগার @আমিনুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন।

ধন্যবাদ।


শুভেচ্ছা।

৫৫| ২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৯

এমজেডআই বলেছেন: আপনি যেটিকে রাধাচূড়া বলছেন সেটা আসলে রাধাচূড়া নয়। এর বৈঙ্গানিক নাম Peltophorum pterocarpum.

যদিও ছবি থেকে স্পষ্ট নয় তবুও মনে হচ্চে নীল ফুলটি সম্ভবত জ্যাকার‌্যান্ডা (Jacaranda mimosifolia)।

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:০২

এহসান সাবির বলেছেন: দারুন তথ্য দিলেন। আমি যে পোস্ট দিয়েছি তা মূলত Delonix regia'র হলুদ ফুল টা নিয়ে, আপনার পোস্টের ২ ছবিটা।

National Tropical Botanical Garden

আপনার পোস্টে যাকে হলুদ কৃষ্ণচূড়া বলেছেন ওটাকে আমিও রাঁধাচূড়া বলে জানতাম।

নীল ফুলটি জ্যাকার‌্যান্ডা (Jacaranda mimosifolia) হোক আর না হোক এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, যদি সুজোগ থাকে তাহলে যোগাযোগ করবেন।

[email protected]

ধন্যবাদ।

৫৬| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:২৫

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন:



এইটা কি দেখেন তো। এইটা হাতিরঝিল থেকে তোলা।

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:০৫

এহসান সাবির বলেছেন: চমৎকার কাজ করেছেন।

আমি যে পোস্ট দিয়েছি তা মূলত Delonix regia'র হলুদ ফুল টা নিয়ে।

দুইটাই রাঁধাচূড়া ফুল।


অনেক অনেক ধন্যবাদ।

৫৭| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৪৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:


আপনার এ অসামান্য প্রচেষ্টা ও পোষ্টের কোন নতুন খবর কি আছে ? আশা করি থামবেন না ৷

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৫

এহসান সাবির বলেছেন: সুন্দর একটা আপটেড দেবার চেষ্টা করছি। অনেকই সাহায্য করছে।


সাথে থাকবার জন্য ধন্যবাদ ভাই।

৫৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কখনো দেখিনি এই ফুল, গাছটার বংশবৃদ্ধির জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিৎ

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

এহসান সাবির বলেছেন: সুন্দর একটা আপটেড দেবার চেষ্টা করছি। অনেকই সাহায্য করছে।


সাথে থাকবার জন্য ধন্যবাদ ভাই।

৫৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার এই গাছটির বিলুপ্তি ঠেকানো উচিত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: অনেকই সাহায্য করছে।


সাথে থাকবার জন্য ধন্যবাদ ।

শুভ কামনা।

৬০| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

বাসার বলেছেন: হলুদ কৃষ্ণচূড়া তার অপার সৌন্দর্য নিয়ে টিকে থাকুক।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

এহসান সাবির বলেছেন: শুধু কৃষ্ণচূড়া ফুলের প্রতি ভালোবাসা নয় একটি দুর্লভ প্রজাতির গাছের জন্য এই সংগ্রাম চলবে।



আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে।



ধন্যবাদ ভাই।

৬১| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:১১

নীলপরি বলেছেন: এই পোষ্টটা তো আমি দেখিনি। হলুদ কৃষ্ণচূড়া আর রাধাচূড়া যে আলাদা তা প্রথম জানলাম ।
যাক এবার কবিতা । :)
ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

এহসান সাবির বলেছেন: এত অনেক আগের পোস্ট। কষ্ট করে দেখবার জন্য ধন্যবাদ।

দেখি সময় নিয়ে কবিতা নিয়া আপনার সাথে আড্ডা দেব একদিন।

আপনার সুস্থতা কামনা করি।

শুভ কামনা রইল সব সময়।

৬২| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: আমি তো নতুন জিনিস জানলাম ।

কবিতা নিয়ে আড্ডা তো ঠিক আছে । তবে আমি কিন্তু কবিতার ব্যকরণ জানিনা । :(

আপনিও খুব ভালো থাকুন । হ্যাপি ব্লগিং ।

৬৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

রায়হান চৌঃ বলেছেন: সরি... এহসান ভাই,
অনেক দেরি করে ফেল্লম :(, আমি যত বারেই বাংলাদেশে গিয়েছি তত বার ই গাছ গুলো তে ফুল ছিল না :( তবে আমি শিওর করে বলছি ৩ / ৪ গাছ এখনো আছে, এবং এটা হলুদ কৃষ্ণচুড়া, যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে তবে সময় মতো বীজ সংগ্রহ করতে পারবেন। গাছ গুলো ছাগলনাইয়া বাজার এর পূর্ব পাশে মেইন রোড়ে ই লাগানো। তবে গাছ গুলো অনেক পুরোনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.