![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
প্রিয়,
এই তো কিছুক্ষন আগে সূর্য যখন প্রতিদিনের মত তার প্রথম সোনা রোদ ছড়িয়ে দিচ্ছিল আমি তখন এক মনে তাকিয়ে দেখছিলাম নেশা ভরা চোখে...!! সারা রাত্রী জাগরনের ফলে নেশা না করেও মাতাল...!!
নিজেকে খুব একাকি মনে হল....!!
প্রায়শই এই রকম মনে হয় আজকাল...!!
ভালো লাগে না-গো, ভালো লাগে না......!!
হেসে উঠি....! আমি তো এই রকমই...! একাকী, ছন্নছাড়া.....!
প্রতিদিন সূর্য উঠে আমাকে মনে করিয়ে দেয়.... "this is ur life....."
yep i know this is my life... and my life will never be better or sweeter than this...!!
yep i am lovin it...!!
you know why.......
coz life is beautiful.....!!
তুমি কেমন আছো ওখানে?
প্রার্থনায় রইল চোখ বুঁজে...... তোমার জন্য....।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
এহসান সাবির বলেছেন: অপূর্ন'দা আর বলবেন না, মন উতলা হবার কোন টাইম টেবিল নাই....!!
যখন তখন যেখানে সেখানে.....
শুভেচ্ছা রইল অনেক
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১২
সুমন কর বলেছেন: আমি তো এই রকমই...! একাকী, ছন্নছাড়া.....!
আরে, একদম আমার কথাগুলো বলে দিয়েছেন। দারুণ হয়েছে।
কিন্তু আমার মতে, ইংরেজী লাইনগুলো কবিতার ভাব একটু নষ্ট করে দিল।
বাকি সব চমৎকার।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
এহসান সাবির বলেছেন: দাদা হঠাৎই লিখে ফেলেছি, বেশি কিছু ভাববার সময় পাইনি।
আপনি কেমন আছেন? ব্যস্ততার করণে একটু অনিয়মিত।
আপনার জন্য শুভ কামনা।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার , যে পড়বে সে ই মুগ্ধ হবে । + + + । শুভ কামনা সব সময় ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
এহসান সাবির বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
নতুন নতুন রেসিপি নিয়ে আমাদের মাঝে থাকুন সব সময়।
ভালো থাকুন সব সময়।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২
অন্ধবিন্দু বলেছেন:
প্রার্থনায় সামিল হলাম, সাবির।
একাকী, ছন্নছাড়া জীবনগুলো উৎসাহী হোক সূর্যের মতো ...
শুভ কামনা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্যও রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১
ইমিনা বলেছেন: ভালো লাগে না-গো, ভালো লাগে না .......
ঠিক কথা। ভালো লাগারা যেন হারিয়ে গেছে অজানায়
অনেক দিন পর পোস্ট দিলেন মনে হয়। অপেক্ষায় ছিলাম।
ধন্যবাদ ।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০
এহসান সাবির বলেছেন: ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না যে.....!!
জীবন টা এই রকমই........!!
ভালো থাকুন সব সময়।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
জুন বলেছেন: চমৎকার লাগলোএহসান সাবির
প্রার্থনায় চোখ বুজে আসলো আমার ।
+
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে আপু।
আপনার জন্যও রইল শুভ কামনা।
ভালো থাকুন সব সময়।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
গোর্কি বলেছেন:
অনন্ত অসীম প্রেমময় তুমি - আমরা তাঁর কাছে প্রার্থণা করি, তিনি যেন আমাদের সহজ, সরল, সঠিক ও পুণ্যের পথে পরিচালিত করেন। আমিন।।
কবিতাখানি পাঠে বেশ শান্তি পেলাম। শুভকামনা এবং খুব ভাল থাকা হোক অবিরত।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০
এহসান সাবির বলেছেন: আমিন।
আপনার লেখা কত দিন পড়ি না। দিন না একটা কিছু।
অনিয়মিত হলেও পড়ে যাব, কথা দিলাম।
ভালো থাকবেন।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্নছাড়া মনোভাব
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬
এহসান সাবির বলেছেন: আর বলেবেন না..........!!
যখন তখন যেখানে সেখানে.....
শুভেচ্ছা রইল অনেক
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: সারা রাত্রি জাগরনের ফলে নেশা না করেও মাতাল...!!
না খায়া টাল হওনের মতো মজা আর কিছুতেই নাই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
এহসান সাবির বলেছেন: না খায়া টাল হওনের মতো মজা আর কিছুতেই নাই।
সঠিক!!
কিন্তু হামা ভাই দুপুর ৩ টা নাগাদ হ্যাং হ্যাং ভাব চলে আসে আমার,
যেমন বাইক চালাচ্ছি মনে হল একটু চোখ বুজি.......!!
চোখ বুজলাম!!
ব্যাস কাহিনী শেষ!!!
না বাবা আর ঐ অবস্থায় গাড়ি চালাব না!!!
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন: অতি চমৎকার, মুগ্ধকর, মনোহর!
প্রার্থনার মত করে বলি কবুল কবুল
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১
এহসান সাবির বলেছেন: আপনার লেপি টা কবে ঠিক হবে? আর আমরা কবে আবার পোস্ট পাবো?
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো না লাগা দূর হোক। একাকীত্ব কাটুক, কবি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২
এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগা প্রিয় কবি।
অফ লাইনেও কিন্তু আমি কবিতা পড়ি।
শুভ কামনা।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ছোট লেখার ভাব প্রকাশ ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
বাংলার পাই বলেছেন: কবি হয়তো আপনার ভালো না লাগার প্রহর চলছে। তার পরো এই সময়ে লেখা আপনার কবিতা আমার কিন্তু ভালো লেগেছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২
এহসান সাবির বলেছেন: হঠাৎই লিখে ফেলেছি, বেশি কিছু ভাববার সময় পাইনি।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত কিছু অনুভূতির অনুভবে ভেসে বেড়াচ্ছি !
সুন্দর থাকুন !
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১
এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালো লাগা।
শুভ কামনা রইল।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৬
জাফরুল মবীন বলেছেন: বাংলার সাথে ইংরেজি মিশিয়ে আধুনিক কবিতার নতুন রূপ উপস্থাপনের আপনার এ প্রচেষ্টা দৃষ্টি আকর্ষণী।কবিতার ভাব এবং এ নতুনত্ব দুটোই ভাল লাগল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪
এহসান সাবির বলেছেন: হঠাৎই লিখে ফেলেছি, বেশি কিছু ভাববার সময় পাইনি।
আপনি কেমন আছেন?
আপনার জন্য শুভ কামনা।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫১
নাসরিন চৌধুরী বলেছেন: ভাললাগা ফিরে আসুক---ভাল থাকা হোক। শুভকামনা জানবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩
এহসান সাবির বলেছেন: অই তো আমারা ভালোবাসা.......
কখনই ফিরবে না! 'ওখান' থেকে কখনই ফিরে আসা যায় না.......!!
শুভ কামনা রইল।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫২
লীন প্রহেলিকা বলেছেন: কবিতা ঠিক বুঝিনা। তবে কেন যেন এই কবিতাটি খুব ভালো লেগে গেল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালো লাগা।
শুভ কামনা রইল।
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
যাযাবর বেদুঈন বলেছেন: পৃথিবীতে কিছু মানুষের জন্মই হয় নিঃসঙ্গতায় জীবন কাটিয়ে দেয়ার জন্য।
এরই মাঝে সে তার সুখ সাচ্ছন্দ খুঁজে পায়।
খুঁজে ফিরে প্রিয় কোন মুখের সন্ধান অথবা খুব কাছের কাউকে।
যার কাছে নিজের না বলা কথাগুলো জানাতে পারবে।
তবে অনেক সময় অতিরিক্ত কাউকে ভালবাসলে সমস্যাও হয়।
ভালবাসলে নিজের অজান্তেই কিছু দাবী কাজ করে।
তখনই অভিমান জন্ম নেয়।
ভেঙে যায় সুখের খেলা ঘর।
কেউবা অভিমান করে এতটাই দূরে চলে যায় যে রয়ে যায় অপার্থিব জগতে।
যাকে চাইলেও আর পাওয়া সম্ভব হয়না।
কিন্তু সারাক্ষণ শুধু মনে পড়ে যায় পেছনের স্মৃতিগুলো।
মনে হয় এইযে ভোরের প্রথম সূর্যটা যদি তাকে দেখাতে পারতাম কতই না সে আনন্দ পেত।
তাই আমি সকালের সূর্য উঠাতে নিঃসঙ্গতা অনুভব করিনা কিছুতেই।
আমিও আমার নিঃসঙ্গতাকে অনুভব করি তবে সেটা সূর্য অস্ত যাওয়ার পর।
নিজের মাঝেই বেঁচে থাকার চেষ্টা করি।
রাতের অন্ধকারে চাওয়া পাওয়ার হিসাব মেলাই।
জন্ম লগ্নের এখানেই আনন্দটাকে অনুভব করি।
পৃথিবীতে জন্ম নেয়াটা যেমন আনন্দের তেমনি নিঃসঙ্গ একাকী চলে যাওয়ার মাঝেও একধরণের পৈশাচিক আনন্দ আছে।
আপনি অনেক ভাল থাকুন আপনার সকালের সূর্যের সাথে।
কিন্তু আপনার পোস্টের চেয়ে আমার মন্তব্যটাই দেখি বেশি বড় হয়ে গেল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬
মশিকুর বলেছেন:
life is beautiful...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭
এহসান সাবির বলেছেন: yes... life is really beautiful...!!
ভালো থাকুন আপনি।
শুভ কামনা।
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০
প্রবাসী পাঠক বলেছেন: এটাকে কি বলব? জীবনের গল্প, কবিতা নাকি কবির একাকীত্বের দীর্ঘশ্বাস!!
ভালো লাগা রইল সাবির ভাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩২
এহসান সাবির বলেছেন: চমৎকার একটি মন্তব্য। উত্তর দিতে যেয়ে দ্বিধায় পড়ে গেলাম...............!!
'''ওখানে' কি বসন্ত আসে?? কাচের চুড়ি পাওয়া যায়??''
অথবা
''তুমি কি 'ওখান' থেকে দেখতে পাও আমি যে এখন হাওমাউ করে কাঁদি, তোমার জন্য....''
'ওখান' থেকে কখনই কেউ ফিরে আসেনি, ফিরে আসা যায় না....... তাই কখনও কখনও...........
শুভ কামনা রইল।
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আসল কথা হল - লাইফ ইজ বিউটিফুল
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২
এহসান সাবির বলেছেন: লাইফ ইজ বিউটিফুল.....................!!!
শুভ কামনা মাসুম ভাই।
২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: রোমান্টিক প্রার্থনা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালো লাগা।
শুভ কামনা রইল।
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই এটা কি লিখলেন!
প্রতিদিন সূর্য উঠে আমাকে মনে করিয়ে দেয়.... "this is ur life....."
yep i know this is my life... and my life will never be better or sweeter than this...!!
yep i am lovin it...!!
you know why.......
coz life is beautiful.....!!
Like this too much ++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫২
এহসান সাবির বলেছেন: হঠাৎই লিখে ফেলেছি, বেশি কিছু ভাববার সময় পাইনি।
আপনার জন্য শুভ কামনা।
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১
ডি মুন বলেছেন: একাকী, ছন্নছাড়া....
প্রতিদিন একটা না একটা সময় নিজেকে এমনই মনে হয়।
ভালো আছেন তো সাবির ভাই ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২
এহসান সাবির বলেছেন: এই তো আছি.......
আপনার কি খবর?
আগামি সপ্তাহে দেখা হতে পারে।
অনেক শুভ কামনা রইল।
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
জাফরুল মবীন বলেছেন: ১৫নং মন্তব্যের প্রতি উত্তরের সাপেক্ষে বলছিঃহ্যাঁ ভাই ভাল অাছি।অাশা করি আপনিও ভাল আছেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৫
এহসান সাবির বলেছেন: এই তো আছি ভাই।
আপনার জন্য রইল শুভ কামনা।
২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮
আবু শাকিল বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: এটাকে কি বলব? জীবনের গল্প, কবিতা নাকি কবির একাকীত্বের দীর্ঘশ্বাস!!
এহসান সাবির ভাই কিছু বলেন ??
সুন্দর ভাল লাগা জানিয়ে গেলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬
এহসান সাবির বলেছেন: '''ওখানে' কি বসন্ত আসে?? কাচের চুড়ি পাওয়া যায়??''
অথবা
''তুমি কি 'ওখান' থেকে দেখতে পাও আমি যে এখন হাওমাউ করে কাঁদি, তোমার জন্য....''
'ওখান' থেকে কখনই কেউ ফিরে আসেনি, ফিরে আসা যায় না....... তাই কখনও কখনও...........
অনেক শুভ কামনা রইল শাকিল ভাই।
২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২
জেরিফ বলেছেন: ছন্নছাড়া এই উতাল মন
নীরবে খুজে বেড়ায় তোমার শিহরণ !
তুমি কি আসবে ??
ভালো আছেন ?? অনেক দিন দেখিনা আজ আসবেন ?
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০
এহসান সাবির বলেছেন: গ্রামে চলে যাব...... ঈদের পর ফিরব, দেখা করব দু একদিনের মধ্যে।
২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০৪
মাহমুদ০০৭ বলেছেন: প্রার্থনা রইল ।
কিছু অনুভব নিয়ে গেলাম ।
ভাল থাকবেন এহসান ভাই ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭
মহামহোপাধ্যায় বলেছেন: প্রার্থনা পূরণ হোক। জীবন আসলেই অনেক সুন্দর তবে সবার কাছে নয়। শুধু যারা এর মর্ম বোঝে তাদের কাছে।
শুভেচ্ছা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৫
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার অনুকবিতা +
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
এহসান সাবির বলেছেন: আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
সরল রৈখিক বলেছেন: অসাধারণ কাব্যিক প্রকাশ।
কিন্তু আপনে এতো কষ্টে থাকেন ক্যারে???
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২
এহসান সাবির বলেছেন: হঠাৎই লিখে ফেলেছি, বেশি কিছু ভাববার সময় পাইনি।
সে এক বিরাট ইতিহাস.............!!
আপনার জন্য শুভ কামনা।
৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৯
প্রবাসী পাঠক বলেছেন: ঈদের শুভেচ্ছা সাবির ভাই।
০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাই আপনাকেও.....!!
৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: সাবির আপনি কোথায় ? আমি কিন্তু মজার একটা রেসিপি নিয়ে আপনাকে
খুজে বেড়াচ্ছি ।
০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৫
এহসান সাবির বলেছেন: দেখেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
৩৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পরপারে কেমন আছ তুমি? অবশ্যই ভালো না। যাদের জন্য এমন সন্দিগ্ধ প্রার্থনা তারা কি মানুষ হিসেবে এ পারে খারাপ থাকে?
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্য জুলিয়ান'দা.......
ভালো থাকুন সব সময়....
শুভ কামনা।
৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমেন.......
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
এহসান সাবির বলেছেন: আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৩৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
আসলেই জীবনটা সুন্দর ।
অন্ধবিন্দুর সাথে গলা মিলিয়ে বলি -
একাকী, ছন্নছাড়া জীবনগুলো উৎসাহী হোক সূর্যের মতো ...
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে ভাই।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১
যমুনার চোরাবালি বলেছেন: আহা অনুভূতি!! চমৎকার অনুভবের স্পর্শ পেলাম। শুভেচ্ছা।
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্য।
ভালো থাকুন সব সময়....
শুভ কামনা।
৩৯| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: :-&
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২২
এহসান সাবির বলেছেন: শুভ কামনা।
৪০| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২
একলা ফড়িং বলেছেন: বাহ! ভালো লাগল।
আমি তো এই রকমই...! একাকী, ছন্নছাড়া.....!
আমিও
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: ভালো থাকুন সব সময়....
শুভ কামনা।
৪১| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১
খেলাঘর বলেছেন:
সবাই কমেন্ট করেছে; কিন্তু লেখা কোথায়?
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১০
এহসান সাবির বলেছেন: লেখা নাই বলেই তো সবাই নিজের মত করে কমেন্ট করেছে
শুভ কামনা।
৪২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ভাই।
আমার প্রথম মন্তব্য স্বাভাবিকভাবে।
এখানে। আপনার লেখায়।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
এহসান সাবির বলেছেন: এটা আপনার প্রথম মন্তব্য!!!
আবার আপনার পোস্টে আমিই প্রথম!!
কবিতা, মুক্তগদ্য, অথবা কিছুই নয়.....
হুম!!
সাথে আছি... শুভ কামনা।
৪৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮
বাড্ডা ঢাকা বলেছেন: ভাল লাগছে পড়ে
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১
এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য।
৪৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রার্থনায় রইলো চোখ বুঁজে...... তোমার জন্য....।
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৯
এহসান সাবির বলেছেন: ছোট গল্প, অনু গল্প, মুক্ত গদ্য, কবিতা, যাপিত জীবন, প্রার্থনায় চোখ বুঁজে, somewhereinblog, সময়, ভালোবাসা, একাকীত্ব, তুমি.......
৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
খেলাঘর বলেছেন:
আপনার লেখা রাজার অদৃশ্য পোশাকের মতো!
১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল।
৪৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩১
মন ময়ূরী বলেছেন: দুটো ভাষার ফিউশনে লেখা কবিতাটি কাব্যগুণেই ভাল লাগল।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য।
৪৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
অরুদ্ধ সকাল বলেছেন: দারুন
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪১
এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য।
৪৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
রুদ্র জাহেদ বলেছেন: তুমি কেমন আছো ওখানে?
প্রার্থনায় রইল চোখ বুঁজে...... তোমার জন্য....।
প্রার্থনায় আমিও শামিল।চমৎকার কবিতা+++
একাকী, ছন্নছাড়া জীবনগুলো
উৎসাহী হোক সূর্যের মতো ...
১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
নীলপরি বলেছেন: পড়তে এসেছিলাম নতুন লেখা আর এই লেখাটা পড়ে ফেললাম। অসাধারণ লাগলো। নি:সঙ্গতাকে উদযাপনের খেয়াল আসছে , উপরওয়ালার সাথে।
অনেক শুভকামনা রইল।
০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
এহসান সাবির বলেছেন: ''ওখানে' কি বসন্ত আসে?? কাঁচের চুড়ি পাওয়া যায়??''
অথবা
''তুমি কি 'ওখান' থেকে দেখতে পাও আমি যে এখন হাওমাউ করে কাঁদি, তোমার জন্য....''
অনেক শুভ কামনা রইল।
৫০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
নীলপরি বলেছেন: খুব ভালো উত্তর ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬
এহসান সাবির বলেছেন:
৫১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৩
নীলপরি বলেছেন: নিজেকে খুব একাকি মনে হল....!!
প্রায়শই এই রকম মনে হয় আজকাল...!!
ভালো লাগে না-গো, ভালো লাগে না......!!
হেসে উঠি....! আমি তো এই রকমই...! একাকী, ছন্নছাড়া.....!
আপনার এই কবিতাটা খুব ভালো লাগে । তাই বার বার এসে পড়ে যাই । সাথে আপনার উত্তরটাও । ধন্যবাদ । কেনো জানিনা প্রিয়তে রাখা হয়নি ! আজ রেখে দিলাম ।
শুভকামনা ।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৮
এহসান সাবির বলেছেন: শুভ সকাল।
মন্তব্য অনেক ভালো লাগা।
কেমন আছেন আপনি?
আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৫২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
নীলপরি বলেছেন: ইশ , এই নোটিফিকেশনটা দেখতে আসার আগেই আপনার নতুন পোষ্টটা দেখতে এসেছিলাম ।
আপনিও ভালো থাকুন ।
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬
এহসান সাবির বলেছেন: আপনার উপস্থিতি সব সময় ভালো লাগে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: কি খবর ভ্রাতা ! মন খুব উতলা মনে হচ্ছে !
ভালো থাকবেন ভ্রাতা