নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

আমিও এখন কাঁদি.....!!

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪





বেশ কিছু বছর আগের কথা কেউ একজন ফেসবুকে বাংলা লিখলো, এখন তো আমাকে বাংলায় লিখতেই হবে, কি করা যায়? মহা টেনশন......

বড় ভাইয়া বললো এই ব্লগটা দেখ, এখানে বাংলা লেখার সহজ উপায়, সেই থেকে সামহোয়্যার ইন........!



তুমি একদিন জানতে চাইলে সারাদিন আমি নেট-এ কি করি?

বললাম- ব্লগে থাকি।

তুমি জানতে চাইলে ''আমি যখন নেট-এ থাকি অথবা আমার সংগে যখন তুমি চ্যাট করো তখনো কি ব্লগে থাকো?''

বললাম- হ্যাঁ।

''আচ্ছা তুমি কি কিছু লেখো ওখানে?''

না আমি কিছু লিখি না...

''তাহলে কি ঘোড়ার ডিম করো তুমি , তোমার ঐ ব্লগে আমি আগুন লাগাবো..''

(ওখানে কি নেট আছে বাচ্চা? কম্পিউটার? থাকলে দেখো আমি এখন ব্লগে লিখি)



তোমার চোখের পানিতে মাঝে মাঝে আমার জামা ভিজে যেত, আমি তখন গর্জন করে বলতাম- আমি হলাম সত্যিকারের পুরুষ, আমি কখনো কাঁদি না, সত্যিকারের পুরুষরা কখনো চোখের জল ফেলতে পারে না....



তুমি কি ওখান থেকে দেখতে পাও, আমি যে এখন হাউমাউ করে কাঁদি, তোমার জন্য......















নোটঃ- ছবি- নেট

(সংশোধিত/পূর্বপ্রকাশিত)

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



:( :( :(

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

এহসান সাবির বলেছেন: :( :( :( :(


শুভ কামনা রইল।

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

মামুন রশিদ বলেছেন: :(( :(( :((

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

এহসান সাবির বলেছেন: :( :( :( :(


শুভ কামনা রইল।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে!!

কাঁদেনা লক্ষী ভাই... হাউমাউ করে কাঁদেনা!! :(( :((

যে যায় সে চলে যায় ফিরে আর আসেনা!!! :-B

মনকে করো পাথর
হবে সূখের বাসর :P =p~ =p~ =p~

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: :(( :(( :((


মনকে তো পাথরই করতে চাই... কিন্তু দেখা যায় ঐ পাথরেও ভেজাল B-)) B-))

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন , চালিয়ে যান ব্রো , আপনাকে দিয়ে হচ্ছে :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

এহসান সাবির বলেছেন: তাহলে আমাকে দিয়েই হোক.... :) :)




শুভ কামনা রইল লিটন ভাই।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: গিয়াসলিটন বলেছেন: সুন্দর লিখেছেন , চালিয়ে যান ব্রো , আপনাকে দিয়ে হচ্ছে :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

এহসান সাবির বলেছেন: লেখক বলেছেন: তাহলে আমাকে দিয়েই হোক.... :) :)




শুভ কামনা রইল ইমতিয়াজ ভাই।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ডি মুন বলেছেন: ''তাহলে কি ঘোড়ার ডিম করো তুমি , তোমার ঐ ব্লগে আমি আগুন লাগাবো..''


ভালোই তো ছিল। কিন্তু শেষের দিকে বিষাদ কেন সাবির ভাই !!!! :(

সুখসমাপ্তি চাই :) ভালো আছেন তো ?

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

এহসান সাবির বলেছেন: ভালো আছি কিনা এর উত্তর বেশ কঠিন।


কখনো কখনো মানুষের প্রার্থনা করা ছাড়া আর কিছু করবার থাকে না.....




শুভ কামনা সব সময়।



৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মনিরা সুলতানা বলেছেন: সামুর তাহলে আর কোন শত্রু রইল না :(


লেখা ভাল লেগছে ভাইয়া :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

এহসান সাবির বলেছেন: না আর কোন শত্রু নাই আপু....... :( :(





শুভ কামনা রইল আপু সব সময়।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

তুষার কাব্য বলেছেন: মুন ভাই এর সাথে একমত...বিষাদ এড়িয়ে সুখের সমাপ্তি চাই .....এরপর সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল টাইপ ;) :D #:-S

ভালো লেগেছে লেখা সাবির ভাই...

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

এহসান সাবির বলেছেন: ওখানে যারা যায় তারা কখনো ফিরে আসে না....... :( :(

তখন প্রার্থনা করা ছাড়া আর কিছু করার থাকে না.....




শুভ কামনা সব সময়।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: দিলেনত মনটা খারাপ করে!!!!

:(

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :(


শুভ কামনা রইল।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: ধুর ভ্রাতা , দিলেন তো মনটা খারাপ করে :(

শুভকামনা সবসময়ই ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :(


শুভ কামনা রইল।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: নো চিন্তা ডু ফুর্তি! সুখ সমাপ্তি চাই ভাইয়া ।


উই হেভ ওয়ান লাইফ টু ডিল..
(নিমাইথন)

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

এহসান সাবির বলেছেন: কে না চায় সুখ সমাপ্তি.....


কিন্তু কখনো কখনো মানুষের প্রার্থনা করা ছাড়া আর কিছু করবার থাকে না ভাইয়া.......





১২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



:( :( :( :(




দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

এহসান সাবির বলেছেন: দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

কি এমন ক্ষতি তাতে..........




শুভ কামনা রইল।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮

মহান অতন্দ্র বলেছেন: শুভ কামনা রইল দুঃখ ভুলবার তরে ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

এহসান সাবির বলেছেন: দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

কি এমন ক্ষতি তাতে..........




শুভ কামনা রইল।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: আমি হলাম সত্যিকারের পুরুষ, আমি কখনো কাঁদি না, সত্যিকারের পুরুষরা কখনো চোখের জল ফেলতে পারে না....

হাহাহহাহাহাহা B-) B-) দুঃখকে জয় করা চাই।।।।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

কি এমন ক্ষতি তাতে..........




শুভ কামনা রইল।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

নেক্সাস বলেছেন: সুন্দর

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: অনেক দিন পর..


কেমন আছেন ভাই?


শুভ কামনা রইল।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫২

কলমের কালি শেষ বলেছেন: :(( :(( :(( দুঃখ পেলুম ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

এহসান সাবির বলেছেন: দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

কি এমন ক্ষতি তাতে..........




শুভ কামনা রইল।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০১

খেলাঘর বলেছেন:


কি ঘটেছে?

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

এহসান সাবির বলেছেন: তেমন কিছু নয় ভাই......



শুভ কামনা রইল।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: (ওখানে কি নেট আছে বাচ্চা? কম্পিউটার? থাকলে দেখো আমি এখন ব্লগে লিখি)

তিনবার পাঠের পরও প্রথম বন্ধনীতে আবদ্ধ লাইনগুলোর অর্থ বের করতে পারলাম না সাবির ভাই। এই লাইনগুলো যদি ওপাশ থেকে বলা হয় তাহলে ঐ ব্লগ লিংকটা একটু দেন ভাই। ;) কমেন্ট দিয়া আসি ঐ পেইজে।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন:

আসলে ওপাশ নয়.... ওপারে....
কি আছে ওপারে?
বেহশত্‌, কম্পিউটার, দোজখ, কৃষ্ণচূড়া, চুড়ি, ব্লগ......? ওপারে যারা চলে যায় তারা কি আমাদের দেখতে পায়?
খুব জানতে ইচ্ছে করে আমার......

হয়ে যাক নীল কষ্টগুলো আকাশের রং... মেঘ হয়েই ভেসে যাক তার কাছে নীল ভালবাসা হয়ে...

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
“সত্যিকারের পুরুষরা কখনো চোখের জল ফেলতে পারে না”

একদম বাজে কথা, সাবির। তবুও বলি, হাউমাউ করে কাঁদা ছাড়াও জীবনে অনেক কিছু করার আছে ... হাহ হা হা। কথাগুলো যদি গুছিয়ে বলতেন তবে হয়তো সমব্যথী হতে পারতুম।

শুভ কামনা।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: বিন্দু'দা কেউ যেন সমব্যথী না হয় তার জন্যই তো গুছিয়ে না বলা...... হাঃ হাঃ হাঃ


দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

কি এমন ক্ষতি তাতে..........


সব সময় শুভ কামনা আপনার জন্য।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

অন্ধবিন্দু বলেছেন:
হা... সাবির। যথার্থই বলেছেন,

কিছু দুঃখ কিছু কথা কিছু স্মৃতি অমনি একাকী বাঁচিয়ে রাখতে হয়; নিজের প্রয়োজনেই। না-হলে যে একলা আমরা সত্যি সত্যি নিঃসঙ্গ হয়ে পড়বো...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২

এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৭

এহসান সাবির বলেছেন: কবি......

অনিয়মিত হয়ে গেলেন কেন? পোস্ট এত কম পাই কেন?


ভালো আছেন তো?

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

লিরিকস বলেছেন: প্রথম আলোর কথা মনে পড়ল।


লাইক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

এহসান সাবির বলেছেন: মন্তব্য বুঝিনি :)

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

দীপংকর চন্দ বলেছেন: চিন্তায় পড়লাম!

চিন্তায় পড়লে বলতেই হয়, কিছু একটা অথবা কিছুই নয়!

শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: মন্তব্যে এক গুচ্ছ ভালো লাগা।



শুভ কামনা সব সময়।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

খেলাঘর বলেছেন:

নতুন কিছু লিখুন

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: সময় পাচ্ছি না।


শুভ কামনা রইল।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৪

এম এ কাশেম বলেছেন: কাঁদুন ভাই
এ ছাড়া যে কোন উপায় নাই
শুভ কামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........

কি এমন ক্ষতি তাতে..........


সব সময় শুভ কামনা আপনার জন্য।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: =p~ =p~ =p~

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

লিরিকস বলেছেন: রবী ঠাকুরের প্রথম আলোর কথা বলছিলাম, ঐ যে ঐ জায়গা টা রবী ঠাকুর কাঁদে,

কোট করতে পারছি না এখন,

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১০

এহসান সাবির বলেছেন: :) :)

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের দিকটা মন খারাপ করা :(

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: আপনি উধাও হয়ে যান কেন?



শুভ কামনা সব সময়।

২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

পেন আর্নার বলেছেন: সুন্দর।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

এহসান সাবির বলেছেন:
শুভ কামনা সব সময়।

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

জুন বলেছেন: দুঃখের পরেই সুখ সেই নীতিতে বিশ্বাস করলাম এহসান সাবির :(
+

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল আপু।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

নীলপরি বলেছেন: লুকিয়ে কাঁদা আমার ও স্বভাব। কিন্তু কান্নাটা আছে বলেই মনে হয় জীবন্ত আছি।
মন খারাপের দিনে লেখাটা পড়লাম। অন্যরকম লাগলো।
ভালো লিখেছেন। ভালো থাকুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

এহসান সাবির বলেছেন: মন খারাপ করবেন না প্লিজ।

আপনার জন্য শুভ কামনা রইল।

ভালো থাকুন সব সময়।

৩২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

সাহসী সন্তান বলেছেন: যদি কেও তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও! যদি পূনরায় সে তোমার কাছে ফিরে আসে তাহলে মনে করবে সে শুধু তোমার ছিল তোমারই আছে! কিন্তু যদি ফিরে না আসে তাহলে ভাববে সে তোমার জন্য কখনো ছিল না, আর যত কষ্টই করনা কেন সে তোমার হবেও না!

কথাটা আমার নয়, মহা মণিষীদের!

মন খারাপ করা একটা পোস্ট! তারপরেও অনেক ভাল লাগলো!


বিঃদ্রঃ ভাই আপনি মিসিং! অনেক দিন ব্লগে আপনাকে দেখছি না? ব্যস্ত আছেন বুঝি?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

এহসান সাবির বলেছেন: দারুন একটি মন্তব্য।

দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........
কি এমন ক্ষতি তাতে..........


বিঃদ্রঃ আসলে নিয়মিত হতে চাই কিন্তু পেরে উঠছি না।


শুভ কামনা রইল।

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

নীলপরি বলেছেন: এখন ঠিক আছি । অন্তত থাকার চেষ্টা করছি ,ধন্যবাদ পাশে থাকার জন্য ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

এহসান সাবির বলেছেন: মন খারাপ করব না বল্লেই সব ঠিক হয়ে যায় না, মন খারাপ তো আর বলে কয়ে আসে না যে তাকে ঠেকিয়ে দেব...... মন খারাপ হয়েই যায়....... তখন আর কিছুই করার থাকে না..........




আপনি অনেক ভালো থাকুন। অনেক...........

৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন ।
ধন্যবাদ আর শুভকামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

৩৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: :( :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

এহসান সাবির বলেছেন: দুঃখবিলাসী স্মৃতি বেঁচে থাক হৃদয়ে.........
কি এমন ক্ষতি তাতে..........



শুভ কামনা রইল।

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :((


নতুন কিছু না পেয়ে পুরানোটায় কমেন্ট করে গেলাম।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৫

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগছে।

নতুন কিছু আসলেই অনেক দিন দেওয়া হয়নি।

অনেক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.