নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক দেখা চমৎকার পাঁচটি সাই-ফাই মুভি (লিংক সহ)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২০





সাম্প্রতিক সময়ে অনেক মুভি দেখেছি, তার মধ্য কিছু সাইফাই মুভি বেশ দারুন লেগেছে, যারা সাইফাই মুভিতে মজা পান তাদের অবশ্যই দেখবার জন্য অনুরোধ রইল, আর যারা মুভি পাগলা তাদেরকে তো কিছু বলবার নাই। আমি চেষ্টা করেছি ভালো প্রিন্টের লিংক এ্যাড করবার তারপরও অনেক সময় দেখা যায় লিংকগুলো কাজ করছে না তাই অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আমি কোন স্পয়াল করছি না, আপনারা দেখুন, উপভোগ করুন।



৫। Lucy









আইএমডিবি রেটিং- ৬.৫

অভিনয়ে- স্কারলেট জোহানস্‌ন, মর্গান ফ্রিম্যান

মুভি দৈর্ঘ্য - ৮৯ মিনিট

কাহিনী- ঘটনাক্রমে একটি মেয়ে অন্ধকার জগতের কিছু মানুষের হাতে ধরা পড়ে এবং তারা তাকে কিছু অবৈধ করতে বাধ্য করে, একটি দূর্ঘটনার ফলে মেয়েটি মানুষের যুক্তি অতিক্রম নতুন এক রূপে রূপান্তরিত হয়।

লিংক



৪। Edge of Tomorrow









আইএমডিবি রেটিং- ৮

অভিনয়ে- টম ক্রুজ, এমিলি ব্লান্ট

মুভি দৈর্ঘ্য - ১১৩ মিনিট

কাহিনী- এলিয়েনদের সাথে যুদ্ধে একজন সামরিক কর্মকর্তা একটি দিনের ভবিষ্যত জানতে পারেন, তখন তিনি বিশেষ বাহিনী একজন মেয়ে সৈনিকের সাহায্যে যুদ্ধ শেষ করতে চেষ্টা করেন।

লিংক



৩। Her











আইএমডিবি রেটিং- ৮.১

মুভি দৈর্ঘ্য - ১২৬ মিনিট

অভিনয়ে- জ্যাকুইন ফনিক্স, স্কারলেট জোহানস্‌ন

কাহিনী- একজন লোনলি লেখক একটি অপারেটিং সিস্টেমের প্রেমে পড়ে।



[জ্যাকুইন ফনিক্স অনেক দিন পর চমৎকার অভিনয় করেছেন এই মুভিতে, অপারেটিং সিস্টেমের কন্ঠ স্কারলেট জোহানস্‌নের। ছবিতে কিছু ন্যুডিটি রয়েছে ও স্ট্রং সেক্সুয়াল কথাবার্তা রয়েছে। তবে মজাই লাগবে ছবিটি।]

লিংক



২। Predestination









আইএমডিবি রেটিং- ৭.৫

মুভি দৈর্ঘ্য - ৯৭ মিনিট

অভিনয়ে- এথান হোক্‌, সারা স্নোক

কাহিনী- একজন টাইম ট্রাভেলার টেম্পোরাল এজেন্ট এর জীবনে তার শেষ মিশন- যা একজন অপরাধী খুঁজে বের করা।



[বলুন তো ডিম আগে না মুরগি আগে? উত্তর পেয়েও যেতে পারেন এই মুভিতে। আমার রেটিং -১০/১০, দেখবার অনুরোধ রইল এই চমৎকার মুভিটি।]

লিংক



১। Upside Down









আইএমডিবি রেটিং- ৬.৪

মুভি দৈর্ঘ্য - ১০৭ মিনিট

অভিনয়ে- জিম স্টারগেস, ক্রিস্টন ডানস্ট

কাহিনী- দুই গ্রাভিটির দুই জন ছেলে মেয়ে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল, ১০ বছর বিচ্ছেদের পর ছেলেটি মেয়েটি কাছে যাওয়ার জন্য এক বিপজ্জনক উপায় খুঁজে বের করে।



[বেস্ট সাই-ফাই মুভি, শুধু অনুরোধ থাকবে মুভিটি দেখবার জন্য। উপরের একটাও না দেখেন, এটা দেখবেন প্লিজ]

লিংক







নোট- ডাউনলোড লিংক গুলো ভাইরাস মুক্ত নাও হতে পারে (ধুস)





মন্তব্য ১০৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখা হয় নাই

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

এহসান সাবির বলেছেন: দেখুন, ভালো লাগবে......


শুভ কামনা।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪০

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার প্রিয় মানে অবশ্যই ভালো ম্যুভি হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

এহসান সাবির বলেছেন: Upside Down এই মুভিটি দেখবেন প্লিজ।
ভালো লাগবে।


শুভ কামনা সব সময়।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: Edge of Tomorrow দেখেছি। বাকিগুলো দেখি নি।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

এহসান সাবির বলেছেন: ১ আর ২ খুব ভালো লাগবে।

দেখবার অনুরোধ রইল।


শুভ কামনা।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫১

এমএম মিন্টু বলেছেন: KeMon hoyese

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য বুঝিনি :( :(

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩০

কলমের কালি শেষ বলেছেন: প্রথম দুটো দেখেছি । অনেক ধন্যবাদ শেয়ারে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

এহসান সাবির বলেছেন: শেষের দুইটা দেখে ফেলেন।

ভালো লাগবে।


শুভ কামনা।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: বেশির ভাগই না দেখা । সময় হলে দেখা যাবে ক্ষণ ।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

এহসান সাবির বলেছেন: শেষের দুইটা খুব ভালো লাগবে।



শুভ কামনা।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: Her ও Predestination দেখা নাই। বাকিগুলা দেখেছি ও ভালো মুভি :)

+++++++++++++

ভ্রাতা Predestination তো মুভিফোরকেটু তে প্রথম লিঙ্কে শো করে না :(

ভালো থাকবেন।।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

এহসান সাবির বলেছেন: তাই তো :(


এইলিংক দেখুন, এখানে প্লেতে ক্লিক করলে আরেকটি উইনডো আসবে, ওখানে দেখা যাবে।

আর হলে আমি দেবনে :) :)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

লিরিকস বলেছেন: আপসাইড ডাউন +

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: দারুন ছবি এটা।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

আলম দীপ্র বলেছেন: একটাও দেখসি নাহ ! :(

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: সময় করে দেখে নিবেন।
১ নং টা বেশি ভালো।



শুভ কামনা রইল।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

এনামুল রেজা বলেছেন: প্রিডেস্টিনেশন দেখার ইচ্ছাটা প্রবল। লুসি খানিকটা দেখেছি, এজ অফ টুমরোও।
সাজেশনের জন্য থেংকু। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: প্রিডেস্টিনেশন দেখে ফেলুন।

আপসাইড ডাউন খুব ভালো লাগবে।



শুভ কামনা।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

সোহানী বলেছেন: হায় হায় একটা ও তো দেখি নাই !!!!!!!!!!! কেমনে কি !! কখন দেখুম !!! এসব যে কেন দেন... দিয়াতো মাথাই নস্ট করেন!!!!!

তারপর ও বরাবরের মতো লোভ দেখানোর জন্য +++++

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: যাক আর কিছু পারি না পারি মুভির নাম দিয়ে মাথা তো নষ্ট করতে পারছি :) :) :)


অনেক শুভ কামনা আপু।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

নাইট রাইটার বলেছেন: প্রিডেস্টিনেশন , এজ অফ টুমরো দেখে দেখেছি।
খুব ভালো লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: আপসাইড ডাউন খুব ভালো লাগবে।



শুভ কামনা।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

প্রবাসী পাঠক বলেছেন: Upside Down মুভিটা সাইফাই এর চেয়ে রোম্যান্টিক মুভি হিসাবে বেশি মানাবে। চমৎকার লাগল।

Lucy মুভিটার রেটিং আর একটু বেশি হওয়া উচিত। আমার রেটিং ৮।


Predestination আজ রাতে দেখব তারপর বলতে পারব।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: আপসাইড ডাউন খুব ভালো মুভি।


Predestination দেখে জানাবেন কেমন লাগল।

ডিম আগে না মুরগি আগে?



শুভ কামনা।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

মুহিব জিহাদ বলেছেন: lucy মুভিটা দেখেছি। ব্রেইন এর % আইডিয়াটা ভালোই লেগেছে। বাকীগুলা দেখতে হবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: অন্য গুলি দেখে ফেলুন।

ভালো লাগবে আশা করি

শুভ কামনা।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

তূর্য হাসান বলেছেন: lucy দেখেছি কাহিনীটা দুর্বল কিন্তু ভালোই লেগেছে।

Edge of Tomorrow আমার কাছে ভালো লাগেনি।

Predestination মনে হয় দেখেছি ঠিক মনে করতে পারছি না। চেক করতে হবে।

বাকিগুলো দেখতে হবে।
ধন্যবাদ। কিছু মুভির নাম সাজেস্ট করার জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: Predestination চেক করবেন আর

আপসাইড ডাউন দেখবেন খুব ভালো লাগবে আশা করছি।


শুভ কামনা সব সময়।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০

সুমন কর বলেছেন: সাবির ভাই, চালাকি করলেন !! |-) হালকা রিভিউ দিলেন না। হাহাহাহহা..

যা হোক, ৫টি মুভিই দেখার লিষ্টে অাছে। ৫নং দেখেছি।

১নং ডাউনলোড দিলাম। কিছুক্ষণপরই শেষ হবে। ১৬তারিখে দেখা যাবে।

বাকিগুলোর ভাল পিন্ট না অাসা পর্যন্ত দেখবো না। Her জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। |-)

ভাল থাকুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: দেখলাম ৫ টা অল্প করেও লিখলে অনেক বড় হয়ে যাবে পোস্ট।

১ নং টা লাগল জানাবেন দাদা।

Predestination ভালো লাগবে আশা করছি।

শুভ কামনা রইল দাদা।

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মামুন রশিদ বলেছেন: নেট নিয়ে প্যারায় আছি । পরে পড়ব ভাইয়া ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: নেট তাড়াতাড়ি ঠিক হোক।
নেট তাড়াতাড়ি ঠিক হোক।
নেট তাড়াতাড়ি ঠিক হোক।
নেট তাড়াতাড়ি ঠিক হোক।



বিজয়ের শুভেচ্ছা।


১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

ডি মুন বলেছেন:
পাঁচটার মধ্যে একটি [HER] দেখা হয়েছে। বেশ ভালো লেগেছে মুভিটা। একদম অন্যরকম।
বাকীগুলো দেখার তালিকায় যুক্ত করলাম।

:)

পোস্টে ++++

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: ১ আর ২ অবশ্যই দেখবেন।


খুব ভালো লাগবে।


বিজয়ের শুভেচ্ছা রইল।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২

অপূর্ণ রায়হান বলেছেন: ধইন্যা ভ্রাতা :)

বইয়ের লেখকের রহস্য নিয়ে কথা আছে। ঢাকায় আসলে হবে নে ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: আচ্ছা এসে সব কবানে B-) B-)

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১০

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ --দেখা লাগবে ছবিগুলো। :) ধন্যবাদ আপনাকে

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: ১ আর ২ দেখবেন।


খুব ভালো লাগবে।


বিজয়ের শুভেচ্ছা রইল।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: Predestination দেখার পর এখন তো আরও বুঝতে পারছি না, মুরগি , মোরগ নাকি ডিম আগে!!


থ্যাংকস সাবির ভাই মুভিগুলোর সাজেশান এর জন্য প্রতিটি চমৎকার। Her এর প্রমো দেখে এই মুভিটা দেখতে ইচ্ছা করল না তাই ডাউনলোড করি নাই।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: Predestination দেখার পর এখন তো আরও বুঝতে পারছি না, মুরগি , মোরগ নাকি ডিম আগে!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


বিজয়ের শুভেচ্ছা।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫৪

মন্জুরুল আলম বলেছেন: চমতকার লিষ্ট।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: সময় করে দেখে ফেলুন।


বিজয়ের শুভেচ্ছা।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১২

বিডি আইডল বলেছেন: Predestination এর কনসেপ্টটা মৌলিক না। Looper এবং TimeCop মুভি দুটোকে জোড়া দিয়ে এই মুভি। তবে মেকিং এর কারণে জনপ্রিয়তা পেয়েছে।

Her একেবারেই অন্য ধরণের সাই-ফাই মুভি....

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: আর আপসাইড ডাউন নিয়ে কিছু বল্লেন না? ওটা ২০১২ বের হাওয়া... আপনার দেখবার কথা।


না দেখলে দেখতে পারেন, ভালো লাগবে।


শুভ কামনা।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

খাটাস বলেছেন: দুই তিন টা দেখছি। হার টা একেবারে বেশি ইউনিক মনে হইছে।
ভাল হল লিঙ্ক পেয়ে। দেখে ফেলব বাকি গুলো।
সুক্রিয়া সাবির ভাই। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

এহসান সাবির বলেছেন: ১ আর ২ দেখবেন।


খুব ভালো লাগবে।


বিজয়ের শুভেচ্ছা রইল।


সরি সেদিন নামায়ে দিতে পারিনি...

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: পাঁচ দেখলাম সম্প্রতি। ভালো লেগেছে। চার পিসিতে আছে। বাকি তিনটার লিংক এর জন্য ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: বাকি তিনটা দেখে ফেলুন। ভালো লাগবে।

বিজয়ের শুভেচ্ছা রইল।

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

দীপংকর চন্দ বলেছেন: লেখাটা রেখে দিলাম।

চেষ্টা থাকবেন দেখার অবশ্যই।

শুভকামনা জানবেন এহসান ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: ১ আর ২ দেখবেন।


খুব ভালো লাগবে।


বিজয়ের শুভেচ্ছা রইল।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১১

প্রবাসী পাঠক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা সাবির ভাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ভাই।


শুভ কামনা সব সময়।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৮

ডি মুন বলেছেন: সাবির ভাই একটু আগে 'লুসি' দেখে শেষ করলাম।
আমার বেশ ভালো লাগছে।

:) :)

থেংকু

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

এহসান সাবির বলেছেন: ১ আর ২ দেখবেন।


খুব ভালো লাগবে।


বিজয়ের শুভেচ্ছা রইল।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

মহামহোপাধ্যায় বলেছেন: Her টা বাদ দিয়ে বাকি সব দেখে ফেলেছি। আপসাইড ডাউন দেখে অনেক মজা পেয়েছি। লুসি আর এডজ অব টুমরো দেখে বলা যেতে পারে মন্ত্রমুগ্ধ :)

প্রিডেস্টিনেশন দেখে শেষের দিকে প্রায় তালগোল লেগে যাচ্ছিল। আসলেই ডিম আগে না মুরগী আগে টাইপ ব্যাপার :D


ভালো থাকবেন। বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা :)

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: প্রিডেস্টিনেশন দেখে শেষের দিকে প্রায় তালগোল লেগে যাচ্ছিল। আসলেই ডিম আগে না মুরগী আগে টাইপ ব্যাপার :D

=p~ =p~ =p~ =p~

অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে।

বিজয়ের শুভেচ্ছা ভাইয়া।

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

মামুন রশিদ বলেছেন: সংক্ষিপ্ততম মুভি রিভিউ । যাইহোক, Her এবং Upside Down দেখার ইচ্ছে জাগছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: Upside Down অবশ্যই দেখবেন ভাইয়া।


খুব ভালো লাগবে।


বিজয়ের শুভেচ্ছা রইল।

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৩

প্র_পা বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তির শুভেচ্ছা সাবির ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

এহসান সাবির বলেছেন: প্রপা.............!!

আমি কাউকে বলিনি কিন্তু B-)) B-))




অনেক অনেক শুভ কামনা।

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৬

ডি মুন বলেছেন:


:)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

এহসান সাবির বলেছেন: :-B :-B B:-) B:-)

হায় হায় আমারই তো মনে ছিল না......!!



শুভ কামনা সব সময়।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৩

প্র_পা বলেছেন: @ মুন, ফটোশপের কাজ পারি না দেইখা ছবি দিতে পারলাম না।


@ সাবির ভাই, দেখছেন! প্রবাসী পাঠক আপনার বর্ষ পূর্তির কথা মনে রাখে নাই। আমি কিন্তু মনে রাখছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

এহসান সাবির বলেছেন: প্রবাসী পাঠক বর্ষ পূর্তির কথা মনে রাখে নাই কেন??

এই জন্য ঈদের পর আন্দোলন হবে......

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৬

ডি মুন বলেছেন: আপনি একটা ভণ্ড !!!!!

@ প্রবাসী পাঠক ভাই থুক্কু প্র পা ভাই B:-/ :-B

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

এহসান সাবির বলেছেন: কিরে পাগলা B-))

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

এহসান সাবির বলেছেন: happy new year

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

তূর্য হাসান বলেছেন: Her, Predestination, Upside Down একদিনে তিনটি মুভি ডাউনলোড করে দেখে ফেললাম। এক কথায় অ-সা-ধা-র-ণ। মুভি তিনটি না দেখলে অনেক কিছু মিস করতাম।
ধন্যবাদ আপনাকে এমন একটা লিস্ট দেওয়ার জন্য।
আর হ্যাঁ এমন লিস্ট চলতে থাকুক।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগছে জেনে।

চেষ্টা করব এই রকম লিস্ট দেবার।


শুভ কামনা সব সময়।

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময় পেলে ভবিষ্যতে দেখার ইচ্ছা রইল, থাকুক প্রিয়তে।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: Upside Down অবশ্যই দেখবেন ভাইয়া।


খুব ভালো লাগবে।



শুভ কামনা সব সময়।

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

মহান অতন্দ্র বলেছেন: একটিও দেখিনি । সময় করে দেখতে হবে ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

এহসান সাবির বলেছেন: Upside Down অবশ্যই দেখবেন।


খুব ভালো লাগবে।



শুভ কামনা সব সময়।

৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

এমএম মিন্টু বলেছেন: ভাল মুভি দেখেছি

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২

এহসান সাবির বলেছেন: ভালো থাকুন।


শুভ কামনা সব সময়।

৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

ইমিনা বলেছেন: আমার জন্য বড়ই উপকারী পে্াস্ট। এমনিতেই আমি মুভি রিভিউগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি তার মধ্যে সাই-ফাই হলেতো কথাই নাই।

এই লিস্টের মধ্যে দুটা মুভি আমার দেখা। বাকী তিনটা মুভি এই সপ্তাহেই দেখে ফেলবো।

ধন্যবাদ, ধন্যবাদ , অনেক অনেক ধন্যবাদ :)

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

এহসান সাবির বলেছেন: কোন দুটি দেখা ছিল?

বাকি তিনটার কি খবর?



শুভ কামনা রইল।

৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দুই বছর কেমনে কেমনে চইলা গেল টেরও পাইলাম না। শুভেচ্ছা ও শুভকামনা বুইঝা নিয়েন।

!:#P !:#P !:#P

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমি তুমি আমরা বলেছেন: এজ অফ টুমরো দেখেছি। বেশ মজা লেগেছে।

প্রিডেস্টিনেশন মুভিটাও খারাপ লাগেনি।তবে কনসেপ্ট কিছুটা মিলে যায় লুপার মুভির সাথে। সব মিলিয়ে এভারেজ।

আপসাইড ডাউন শুরু করেছিলাম। এখনো শেষ করিনি।

লুসি ডাউনলোড করেছি। দেখব।

পোস্টে ভাল লাগা রইল :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

এহসান সাবির বলেছেন: আপসাইড ডাউন কি শেষ হইছে? কেমন লাগল?




শুভ কামনা রইল।

৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

জাফরুল মবীন বলেছেন: চমৎকার আয়োজন!

ধন্যবাদ আপনাকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ভালো থাকুন।

৪৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: Edge of Tomorrow দেখেছি। কনসেপ্টটা মারাত্বক ছিল।

পোস্টের জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

এহসান সাবির বলেছেন: Upside Down অবশ্যই দেখবেন।


খুব ভালো লাগবে।



শুভ কামনা সব সময়।

৪৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

ইমরান হক সজীব বলেছেন: শুধু Edge of Tomorrow দেখেছি । বাঁকি গুলোও দেখব অতিসত্বর ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

এহসান সাবির বলেছেন: দেখেছেন কি আর কোন মুভি?


ভালো থাকুন।

৪৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

ইমিনা বলেছেন: লুসি এবং এজ অফ টুমরো দেখা ছিলো। তারপর আপনার পোস্ট পড়ে প্রিডেস্টিনেশন মুভিটা দেখে ফেললাম। এই মুভি নিয়ে কি আর বলবো। প্রতি মুহূর্তেই ধাক্কা খেয়েছি।

হার মুভিটা দেখতে গিয়েও ধৈর্য পেলাম না । আপসাইড ডাউন মুভিটা আগামীকালই দেখে ফেলবো।(মেইল চেক করুন)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: আপসাইড ডাউন মুভিটা কেমন লাগল? বেশ মজার তাইনা?

৪৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ডট কম ০০৯ বলেছেন: আপ্স এন্ড ডাউন ছাড়া সব গুলা দেখছি।

লুসি আর প্রি ডেস্টিনেশন সেইরাম লাগছে। পুষ্টের জন্য ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯

এহসান সাবির বলেছেন: আপসাইড ডাউন মুভিটা কি দেখা হইছে?? এটাই কিন্তু অনেক সুন্দর মুভি।

৪৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

ইমিনা বলেছেন: অনেকককককক দারুন। নায়কটাকে খুব পছন্দ হইছে।
আহ্ বেচারা, ভালোবাসার মানুষটার জন্য কত কিছুই না করল। কত্ত ভালো মানুষ সে 8-| 8-| 8-|

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

এহসান সাবির বলেছেন: আসলেই অনেক দারুন মুভিটা..... সাই ফাই রোমান্স....

কত কিছুই করেই তো শেষমেশ ভালোবাসার মানুষটাকে পেয়ে গেল।


রাধাচূড়ার শুভেচ্ছা রইল।

৪৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

এহসান সাবির বলেছেন: আপসাইড ডাউন মুভিটা কি দেখা হইছে?? এটাই কিন্তু অনেক সুন্দর মুভি।

খুব ভালো লাগবে।



শুভ কামনা সব সময়।

৫০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল আয়োজন , মাগার আফসোস একটাও দেখিনাই । :D

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

এহসান সাবির বলেছেন: দেখা লাগবে না। আপনি যে বিষয় নিয়ে এখন লিখছেন সেইগুলো লিখে চলুন।

সাথে আছি সব সময়। শুভ কামনা ভাই।

৫১| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

সৌরভ১০৭ বলেছেন: খুব ভাল লাগল সব গুলো।
প্রিডেস্টিনেশন আর আপসাইড ডাইন আগের দেখা ছিল।

চুরি সম্পর্কিত কিছু মুভির লিংক নিয়ে পোস্ট দিয়েন।
ভালো থাকবেন।

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪

এহসান সাবির বলেছেন: চুরি সম্পর্কিত মুভির পোস্ট দেব কিন্তু লিংক দেব মন্তব্যের ওখানে কারণ সামু এখন লিংক দিতে দেয় না।

শুভ কামনা সব সময়।

৫২| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

ফয়সাল রকি বলেছেন: her ও upside down দেখছি। অসাধারণ মুভি।
ভাল রিভিউ।

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

এহসান সাবির বলেছেন: বাকি তিনটা দেখে ফেলুন। ভালো লাগবে।

Predestination দেখে জানাবেন কেমন লাগল।
ডিম আগে না মুরগি আগে?

শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.