নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

বই চোর (মুভি রিভিউ)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১





আমি যখন বইটি হাতে পেয়েছিলাম তখন বই খোর'রা অলরেডি সবাই এটা পড়ে ফেলেছে। এমনকি মুভিটা তারা এবং আমিও দেখে ফেলেছি। তারপরও আমি পড়লাম, মুগ্ধ হলাম, নিজেকে ধিক্কার দিলাম এত দেরি করে পড়বার জন্য। আমি যখন বইটা পড়ি তখন ফেস বুকে একটা স্টাটাস দিয়েছিলাম, ওখানে প্রিয়ভাষিনী প্রিয়তমেষূ লিখেছিলেন 'বই চোর'। তখনই মনে হল বইটার/ মুভিটার রিভিউ লিখলে শিরোনাম The Book Thief না লিখে লিখবো 'বই চোর'। আজকের মুভি রিভিউ 'বই চোর/ The Book Thief'।







আইএমডিবি রেটিংঃ ৭.৬

পরিচালকঃ ব্রায়ান পার্সিভ্যাল

মূল লেখকঃ মার্কুস জুস্যাক (উপন্যাস)

চিত্রনাট্যঃ মাইকেল পেট্রনি

অভিনয়েঃ সোফি নেলিস্, জিওফ্রে রাশ, এমিলি ওয়াটসন, প্রমুখ...

মুভি দৈর্ঘ্যঃ ১৩১ মিনিট

মুক্তির তারিখঃ ২৭ নভেম্বর ২০১৩

ছবির ধরণঃ নাটক, যুদ্ধ







কাহিনী সংক্ষেপঃ ১৯৩৮ সালে লিজেল মিমিঙ্গার (সোফি নেলিস্) তার মা ও ভাই সাথে ট্রেনে যাবার পথে ভাই টি মারা যায়, ভাইয়ের সমাধি স্থান থেকে লিজেল The Grave Digger's Handbook নামের একটি বই চুরি করে, মজার ব্যাপার হলো তখনও সে পড়তে বা লিখতে পারে না।বারো বছরের লিজেল ছোট একটি শহরে হিমেল স্ট্রিট নামক স্থানে তার পালক বাবা হান্স হোবারম্যান(জিওফ্রে রাশ) ও মা রোজ হোবারম্যান(এমিলি ওয়াটসন) কাছে হস্তান্তর হয়, সেখানে তার ভাইয়েরও আসার কথা ছিল। তার পালক বাবা চিত্রশিল্পী এবং অ্যাকর্ডিয়ন প্লেয়ার ও মা ধোপার কাজ করে থাকেন।

প্রতিবেশী ছেলে রুডি স্টেনার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে লিজেলের। প্রাণচঞ্চল রুডি নানা অযুহাতে লিজেলের কাছে একটি চুম্বন আশা করে, লিজেলও কৌশলে তাকে ফিরিয়ে দেয়।







অন্য দিকে হান্স জানতে পারেন লিজেল পড়তে পারেন না, তিনি লিজেল কে পড়ানো শুরু করেন এবং বাড়ীর বেসমেন্টের দেয়ালে লেখা তার ডিকশোনারি'টি দেখান ও শিখিয়ে দেন কিভাবে এটা আপডেট করতে হয়। এদিকে যুদ্ধের ডামাডলে তাদের বাড়ীতে ম্যাক্স নামের ইহুদি একটি ছেলে এসে হাজির হয় (হান্সের বন্ধুর ছেলে যিনি হান্স কে বাঁচাতে যেয়ে নিজে মৃত্যুবরন করেন)। অসুস্থ ম্যাক্সের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে লিজেলের।

লিজেলের ব্যাস্ততা বেড়ে যায়। শহরের মেয়রের বাসায় কাপড় দেওয়া নেওয়ার দায়িত্ব পড়ে তার। মেয়রের স্ত্রী আগেই আবিস্কার করেছিল লিজের বই প্রিতির বিষয়টি একটি বই পোড়ানো উৎসবে। লিজেলকে দেখে তিনি খুশি হন এবং তাদের লাইব্রেরীতে যাতায়াতের অনুমদন দেন। কিছু দিনের ভিতরে মেয়রের চোখে বিষয়টি ধরা পড়ায় বই পড়া ও ধোপার কাজ বন্ধ হয়ে যায়।







ম্যাক্স আরো বেশি অসুস্থ হয়ে গেলে তার ভালো হয়ে ওঠার প্রার্থনায় লিজেল পাশে বসে বই পড়া শুরু করে। আর এই বই সে সংগ্রহ করা শুরু করে মেয়রের বাড়ী থেকে, যদিও পড়া শেষ হলে তা আবার ফেরত দেয়। ম্যাক্স এক সময় সুস্থ হয়ে ওঠে এবং লিজেলদের নিরপত্তার কথা ভেবে চলে যায়। লিজেল তখন লেখা শুরু করে তার ডাইরি, এটা সে উপহার পেয়েছিল ম্যাক্সের কাছ থেকে।







হান্সকে যুদ্ধে যেতে হয় বাধ্যতামূলক, ফিরেও আসেন তিনি এক পা হারিয়ে। এদিকে মিত্র বাহিনী রাতে জার্মানিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হামলার সময় সয়য় সাইরেন বাজানো হয় এবং সবাই বাংকারে চলে যায়। একদিন হামলার সময় সাইরেন বাজে না, বোমার আঘাতে তচনচ হয়ে যায় হিমেল স্ট্রিট।







কি হয় লিজেলের? বাবা মায়ের? রুডি কি চুম্বন করতে পেরেছিল? ম্যাক্স কি কখনো ফিরে এসেছিল? মুভিটি দেখলেই জানা যাবে সব প্রশ্নের উত্তর।



মুভি টি কেন দেখবেনঃ

মুভিটি মূলত যে উপ্যনাস থেকে বানানো হয়েছে সেটি সমন্ধে উইকি তে লেখা আছে - the book has won numerous awards and was listed on The New York Times Best Seller list for over 230 weeks। সুতরাং কাহিনী কতটা সুন্দর হতে পারে বুঝহতেই পারছেন।

মুভিতে অভিনয় করেছেন পাপা/হান্স (বাবা) চরিত্রে জিওফ্রে রাশ, তার অভিনয় খ্যাতি নিয়ে কিছু লেখা আমার সাজে না, শুধু লিখতে পারি এই সৎ,দয়ালু, কোমল চরিত্রকে তিনি ১০০% ফুটিয়ে তুলেছেন। তার অভিনয়ের সাথে আমার পরিচয় Shine মুভি থেকে। তারপর Shakespeare in Love, Quills, The King's Speech ছবিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। Pirates of the Caribbean এ ক্যাপ্টেন বারবোসা'কে কেনা চেনে।



মুভিতে অভিনয় করেছেন মামা/রোজ (মা) চরিত্রে এমিলি ওয়াটসন। ছবির শুরুতে মনে হবে এমন রুড মহিলা কেমনে কি...!! যত সময় যাবে তত তার হৃদয়ের গভিরতারও খোঁজ পাওয়া যাবে। ম্যাক্স সুস্থ হলে লিজেলের স্কুলে তার চলে আসা যে কোন মানুষকেই মুগ্ধ করবে। মুগ্ধ করবে তার মাতৃত্যবোধ।



মুভিতে অভিনয় করেছেন লিজেল চরিত্রে সোফি নেলিস্। আগে কখনো দেখি নাই। তবে ১২/১৩ বছরের ছোট মেয়েটি তার অভিনয়ের গুনাগুন সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। হরিনী চোখের অধিকারী এই মেয়ের অভিনয় আপনাদের ভালো লাগবে।







২য় বিশ্বযুদ্ধের সময়ের কাহিনী নিয়ে এটা একটি ক্লাসিক্যাল মুভি।

Motion Picture Rating (MPAA)-

Rated PG-13, সো নির্ভাবনায় অনায়াসে দেখে ফেলুন।







মুভিটি অন লাইনে দেখতে/ডাউনলোড করতে পারেন /:)/:)

কপিরাইট আইনের কারণে লিংকটি সরিয়ে ফেলা হল।





নোট- ডাউনলোড লিংক গুলো ভাইরাস মুক্ত নাও হতে পারে (ধুস)।

সকল তথ্য আইএমডিবি, উইকি, ইউটিউব, গুগল... থেকে নেওয়া হয়েছে।

বইয়ের সাথে মুভিটির বেশ কিছু পরির্বতন রয়েছে।









মন্তব্য ৯৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

পোস্টটা দেখে গায়ে কাঁটা দিল !
মাত্র ক'দিন আগেই ম্যুভিটা সপরিবারে দেখলাম ।
লিজেল এর পড়ার আগ্রহ সত্যিই অনুকরণীয়। কিশোর, বড় সবার জন্যে মাস্ট সি ম্যুভি ।

অসাধারণ লেগেছে ।
আপনার

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

এহসান সাবির বলেছেন: কিশোর, বড় সবার জন্যে মাস্ট সি ম্যুভি ।

বইটাও অদ্ভুত সুন্দর। অসাধারণ।

মুভিটি দেখা জেনে ভালো লাগছে।



শুভ কামনা আপু।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

শেষের আপনার শব্দটা ইগনোর করবেন প্লিজ ।

আর আপনার ছবি পোস্টের অপেক্ষায় থাকবো।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: না আপুনি, আমি ছবির পোস্ট দেব না বলে এই মুভি রিভিউ দিয়েছি। তা না হলে আমি ছবির পোস্ট দিতাম এবং এটা বই রিভিউ করতাম বইমেলা-প্রাণের মেলার মাসে।

আপনাকে দিতে হবে।

প্লিজ।

অন্য কোন ঝামেলা থাকলে অন্য কথা।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা রিভিউ পোষ্ট সাবির ভাই। দেখার ইচ্ছা রাখি।

তবে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টরেন্ট সাইটের লিংক দেবার কারনে আমরা স্বত্বাধিকারী মাধ্যম থেকে কপিরাইট সংক্রান্ত কিছু অভিযোগের মুখোমুখি হয়েছি। তাই লিংকটি সরিয়ে নেয়ার ব্যাপারে অনুরোধ রইল।

যদি সম্ভব হয় তাহলে অন্য কোন উপায়ে সহব্লগাররা যেন মুভিটি সংগ্রহ করতে পারেন তার একটি বিকল্প ব্যবস্থা উল্লেখ্য করে দিতে পারেন।

শুভেচ্ছা রইল।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার তথ্য দেবার জন্য। লিংকটি সরিয়ে নেওয়া হল।


বিকল্প ব্যবস্থার কথা ভাবছি।

সময় পেলে দেখে নিবেন।


শুভ কামনা রইল।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

পোস্টটা ফেসবুকে আমার টাইমলাইনে শেয়ার করলাম ।।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন: my pleasure আপুনি।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: মুভিটা দেখি নাই। আপনার রিভিউ পড়ে আজই দেখা ফেলার চিন্তা করছি। লিংক যেহেতু দিয়েছেন, তাই কিছুটা কাজ এগিয়ে রইলো। খুব ভালো লিখেছেন এহসান।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: কপিরাইট আইনের কারণে লিংকটি সরিয়ে ফেলা হয়েছে। :( :( :(

৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: রিভিউ ভাল লাগল। কালই ডাউনলোড দেবো।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: কপিরাইট আইনের কারণে লিংকটি সরিয়ে ফেলা হয়েছে। :( :( :(

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২

খাটাস বলেছেন: রিভিউ মুভিতে আগ্রহ জাগাল। :)
লিজেল তো বেশ কিউট :!>

ডাউঁনলোড লিঙ্কটা কপিরাইট আইন খেয়ে ফেললেও ওখান থেকেই দেখতে হবে। ;)
++

২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

এহসান সাবির বলেছেন: ডাউনলোড লিংক দিয়ে কপিরাইট আইন ভাঙ্গার করণে আমাকে ব্যান করা হয়নি তার জন্য আমি কৃতার্থ ;) ;) B-)) B-)) B-))


বাচ্চাটার চোখটাও অনেক সুন্দর।


মন্তব্যে + ;)

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল

২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

এহসান সাবির বলেছেন: দেখে না থাকলে দেখে ফেলুন। ভালো লাগবে।



শুভ কামনা।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

বিদ্রোহী বাঙালি বলেছেন: মন্তব্যের ঘরে আবার লিংকটা দিলে খুশি হব। কারণে লিংকটাকে বুকমার্ক করে রাখি নাই। :((

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: না বাবা আমি কোন লিংক দিতে পারব না.. নো রিস্কি বিজনেস ম্যান... তবে আপনি এখানে একটু দেখতে পারেন B-)) B-)) B-)) B-)) B-))

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৬

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ রিভিউ । মুভিটা অবশ্যই দেখা লাগপে ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: দেখে জানাবেন কেমন লাগল।

ভালো লাগবে আশাকরি।


শুভ কামনা রইল।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫০

প্রবাসী পাঠক বলেছেন: মুভিটা দেখার ইচ্ছা রইল। লিংক যেহেতু সরিয়ে নিয়েছেন তাই গুগলের সাহায্য নিচ্ছি। আর মুভিটা দেখার পর আবার কমেন্ট দিয়ে যাব।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

এহসান সাবির বলেছেন: আইনের মাইরপ্যাচে লিংক সরিয়ে নিয়েছি। বিকল্প হিসাবে ৯ নম্বর মন্তব্যের উত্তরটা দেখতে পারেন।
দেখে অবশ্যই বলবেন এই ক্লাসিক মুভিটা কেমন লাগল...!

শুভ কামনা।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: আর একটা কথা বলতে ভুলে গেছি সাবির ভাই। নিয়মিত মুভি নিয়ে পোস্ট দেন ভাই। আপনার রিভিউ দেয়া মুভিগুলো সত্যি অসাধারণ হয়।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

এহসান সাবির বলেছেন: আপনার উৎসাহ সব সময় ভালো লাগে।

কেমন লাগল এই ক্লাসিক মুভিটি জানতে পারলে ভালো লাগবে।


শুভ কামনা।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪

তুষার কাব্য বলেছেন: দেখি নাই কেন এখনো...আসলে এখনো ঠিক মোভি খোর ! হয়ে উঠতে পারিনি... :)


দেখার প্রত্যাশা রইলো ।রিভিউ কিন্তু দারুন হয়েছে সাবির ভাই ..তবে লিংক টা আমাকে চুপি চুপি দিয়ে দিয়েন ;)

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

এহসান সাবির বলেছেন: ভাইয়া মুভিটা একটা ক্লাসিক মুভি।

দেখলে মনে হয় খারাপ লাগবে না।

দেখবেন এই প্রত্যাশা রইলো।



শুভ কামনা রইল।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪

আবু শাকিল বলেছেন: সুন্দর রিভিউ।

দেখার ইচ্ছা আছে।

ধন্যবাদ সাবির ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

এহসান সাবির বলেছেন: শাকিল ভাই ক্লাসিকাল মুভিটা খারাপ লাগবে না আশা করছি।

সময় করে দেখে ফেলুন।


শুভ কামনা রইল।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: এই মুভি দেখতেই হবে ।
ধন্যবাদ প্রিয় সাবির ভাই ।/

:)
শুভকামনা রইল ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

এহসান সাবির বলেছেন: দেখে অবশ্যই বলবেন এই ক্লাসিক মুভিটা কেমন লাগল...!

শুভ কামনা।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: রিভিউ যেহেতু ভালো লেগেছে, মুভিও ভালো লাগবে!

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

এহসান সাবির বলেছেন: মুভিটা এবার তাহলে দেখে ফেলুন.... ভালো লাগবে আশা করছি।


শুভ কামনা রইল।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ডি মুন বলেছেন:
আমার ভীষণ পছন্দের একটি মুভি।
অনেক আগেই দেখেছি। তবে বই আকারে পড়া হয় নি।

আপনার রিভিউ দারুণ হয়েছে। একদম পূর্নাংগ রিভিউ।
:) :)

++++

শুভেচ্ছা
সবসময়ের জন্যে।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

এহসান সাবির বলেছেন: বইটা আমার কাছে বেশি ভালো লাগছে।

সত্যিই অসাধারণ বই।

মুভিটাও চমৎকার। রিভিউ ভালো লেগেছে জেনে ভালো লাগছে।


শুভ কামনা রইল।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

এমএম মিন্টু বলেছেন: চমৎকার রিভিউ শুভেচ্ছা রইলো ভাই । :) B-) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

এহসান সাবির বলেছেন: মুভিটাও চমৎকার। রিভিউ ভালো লেগেছে জেনে ভালো লাগছে।


শুভ কামনা রইল।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার রিভিউ। ফেইসবুকে আরজু পনি আপু শেয়ার করেছিলেন।

সময় পেলে দেখবো ;)

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

এহসান সাবির বলেছেন: আমার মনে হয় মুভিটি আপনার ভালো লাগবে।

সুন্দর মুভি।


শুভ কামনা সব সময়।

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: গতরাতেই কাহিনী খতম করে দিয়েছি। :P
আসলেই দুর্দান্ত একটা মুভি। আপনার পোস্টের কারণেই দেখার আগ্রহ হয়েছিল। অনেক ধন্যবাদ এহসান।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

এহসান সাবির বলেছেন: সত্যিই খুব ভালো লাগছে জেনে।


শুভ কামনা সব সময়।

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: গুগোল মামাকে জিজ্ঞাসা করি ডাউনলোড লিঙ্ক দিতে পারে কি না!!


চমৎকার পোস্ট এহসান ভাই :)


ভালো থাকুন। শুভকামনা রইল :)

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

এহসান সাবির বলেছেন: আইনের মাইরপ্যাচে লিংক সরিয়ে নিয়েছি। বিকল্প হিসাবে ৯ নম্বর মন্তব্যের উত্তরটা দেখতে পারেন।
দেখে অবশ্যই বলবেন এই ক্লাসিক মুভিটা কেমন লাগল...

শুভ কামনা সব সময়।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

আরমিন বলেছেন: দেখার আগ্রহ জন্মালো ! :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

এহসান সাবির বলেছেন: আমার মনে হয় মুভিটি আপনার ভালো লাগবে।

সুন্দর মুভি।


শুভ কামনা সব সময়।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: নাইস রিভিউ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

এহসান সাবির বলেছেন: মুভিটাও চমৎকার। রিভিউ ভালো লেগেছে জেনে ভালো লাগছে।


শুভ কামনা রইল।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

আমি ইহতিব বলেছেন: দারুন একটা মুভি। লিজেলের (সোফি নেলিস্) অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

এহসান সাবির বলেছেন: সত্যই আপু লিজেলের অভিনয় খুব ভালো লেগেছে।


মুভিটা দেখেছেন জেনে সত্যিই খুব ভালো লাগছে।


বাবুর জন্য স্নেহ রইল।

শুভ কামনা সব সময়।

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: মুভি দেখার পর কমেন্ট করমু /:)

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

এহসান সাবির বলেছেন: ওকে....!!

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩০

জাফরুল মবীন বলেছেন: চমৎকার রিভিউ :)

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

এহসান সাবির বলেছেন: আপনার বাবা সুস্থ হবার খবর জেনে ভালো লাগছে ভাইয়া।

সময় নিয়ে মুভিটি দেখে ফেলবেন।

ভালো লাগবে।

শুভ কামনা।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই , কাল রাতে মুভিটা দেখলাম। এই রকম মুভি খুব কমই দেখেছি। সত্যিকার অর্থে এই মুভিটি সম্পর্কে মুগ্ধতার কথা কমেন্টে তুলে ধরতে পারছি না। আর লিজেল যখন পর্দায় ছিল ততক্ষন ওর চোখের দিকে তাকিয়ে ছিলাম।


অসাধারণ একটি মুভি দেখতে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন সাবির ভাই। আর প্রতি সপ্তাহে একটা করে হলেও মুভি রিভিউ দেয়ার দাবী রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগছে ভাই।

খুব।

সব সময় শুভ কামনা।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
কাহিনী পড়ে তো ভালোই মনে হল। দেখতে হবে।
রিভিউতে ভালো লাগা রেখে গেলাম সাবির ভাই :)

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

এহসান সাবির বলেছেন: আরমান ভাই যে....... :-B :-B

কট দিন পর.......


ভালো আছেন তো?

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

মনিরা সুলতানা বলেছেন: দারুন রিভিউ :)

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২০

এহসান সাবির বলেছেন: সময় নিয়ে মুভিটি দেখে ফেলবেন আপু।

ভালো লাগবে।

শুভ কামনা।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

জুন বলেছেন: রিভিউ খুব সুন্দর লিখেছেন এহসান সাবির ।
এই দুইটি মহাযুদ্ধের বিশেষ করে ২য় মহাযুদ্ধের উপর অসংখ্য গল্প লেখা আর ম্যুভি তৈরী হয়েছে যার প্রত্যেকটি অসাধারন এবং মর্মস্পর্শী । মনে দাগ কেটে যায় নি এমন কোনটাই নয় ।
+

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯

এহসান সাবির বলেছেন: আমার মনে হয় মুভিটি আপনার ভালো লাগবে।

সুন্দর মুভি।


শুভ কামনা সব সময়।

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬

এহসান সাবির বলেছেন: সময় নিয়ে মুভিটি দেখে ফেলবেন।

ভালো লাগবে।

শুভ কামনা।

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

ডট কম ০০৯ বলেছেন: মুভিটি দেখার ইচ্ছা রাখি। ;)

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

এহসান সাবির বলেছেন: সময় নিয়ে মুভিটি দেখে ফেলবেন।

ভালো লাগবে।

শুভ কামনা।

৩৩| ১৬ ই জুন, ২০১৫ রাত ২:৫৯

মশিকুর বলেছেন:
মুভি এখনি ডাউললোড দিচ্ছি :)

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৮

এহসান সাবির বলেছেন: অনেক ধনয়বাদ ভাই।
কেমন লাগল জানবেন কিন্তু।


শুভ কমান রইল।

৩৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১৫

উর্বি বলেছেন: দারুন তো :D

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: মুভিটি দেখতে পারেন।
দেখে অবশ্যই বলবেন এই ক্লাসিক মুভিটা কেমন লাগল...

শুভ কামনা সব সময়।

৩৫| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:৫৬

মশিকুর বলেছেন:
ইউটিউব থেকে নামিয়েছি। কিন্তু ভিডিও'তে কথা উচ্চারনের ৫ সেকেন্ড পর অডিও শোনা যাচ্ছে। বিরক্তিকর :( টরেন্ট থেকে নামিয়ে দেখবো :) এবং কেমন লাগলো তাও জানাবো ইনশাআল্লাহ্‌ :)

ভাল থাকবেন :)

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ভাইয়া আপনি চাইলে মুভিটি আমি ড্রপ বক্সে বা গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারি... আপনি ওখান থেকে নামায়ে নিতে পারেন। আমাকে জানান।

৩৬| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

মশিকুর বলেছেন:
নামিয়ে ফেলেছি :) এখন সময় করে দেখতে হবে...

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

এহসান সাবির বলেছেন: দেখে ফেলুন সময় করে।


শুভ কামনা ভাই।

৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৬

রাসেলহাসান বলেছেন: ওরে বাপরে!
২০১৩ তে এই মুভি নামাইয়া রাখছি অথচ এখনো দেখিনাই! এখনই দেখুম।
ধন্যবাদ। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

এহসান সাবির বলেছেন: কেমন লাগল মুভিটি ভাই? ভালো লেগেছে আশা করছি।


শুভ কামনা সব সময়।

৩৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: মুভিটা দেখেছি অনেক দিন আগেই । চমৎকার একটা মুভি ! আর কন্যার চেহারা বড়ই সৌন্দর্য্য B-)) :#)


একটা কথা জানার ছিল ! মুভি দেখার পরই বইটা পড়ার ইচ্ছে হল ! ইংরেজি বইটা কিনেও এনেছি । আচ্ছা বলতে পারেন কি এই বইটার বাংলা অনুবাদ কি হয়েছে ? জানা থাকলে জানাবেন !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

এহসান সাবির বলেছেন: B-)) :P ;)

অপু ভাই বাংলা অনুবাদ হয়েছে কিনা বলতে পারছি না। আগে তো সেবা প্রকাশনী এই সব বইয়ের বাংলা অনুবাদ বের করত, এখন ওরা করে কিনা আমার জানা নাই। আমিও খোঁজ নিয়ে দেখব ভাই।

অনেক শুভ কামনা ভাই।

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: মুভিটা দেখেছি । অসাধারণ । আপনার রিভিও ভাল লাগলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

শুভ কামনা রইল।

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছবি দেখতে তেমন ভালো লাগেনা। তবে পড়তে ভালো লাগে, আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

এহসান সাবির বলেছেন: বই টা পড়তে চমৎকার লাগবে। খুব সুন্দর বই। দরকার নাই মুভি দেখবার।

শুভ কামনা রইল সব সময়।

৪১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

সাহসী সন্তান বলেছেন: মুভিটা আমি এখনও দেখিনি, তবে ডাউনলোড করতে দিয়ে আপনার পোস্টে মন্তব্য করছি! আপনার সর্বশেষ পোস্টের সবগুলো মুভিদেখা শেষ! ছবিগুলো সত্যিই অসাধারণ ছিল। আর সেই ভাল লাগা থেকেই মুভিটা দেখার আশা রাখছি!!

আপনার মুভি রিভিউ গুলো অনেক চমৎকার হয়! শুভ কামনা জানবেন!!

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।

কেমন লাগল মুভিটি ভাই? ভালো লেগেছে আশা করছি।


শুভ কামনা সব সময়।

৪২| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

সাহসী সন্তান বলেছেন: অনেক ভাল লেগেছে! আসলেই অনেক সুন্দর একটা মুভি! সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ!

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগছে ফিরতি মন্তব্য পেয়ে।

বই টা পড়তেও চমৎকার লাগবে।

অনেক শুভ কামনা ভাই।

৪৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

নীলপরি বলেছেন: আমিও দেখেছি ফিল্মটা । অসাধারন লেগেছে। আপনিও খুব সুন্দরভাবে লিখেছেন রিভিউটা । শুভকামনা ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।




শুভ কামনা সব সময়।

৪৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: :)

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

এহসান সাবির বলেছেন: :)

৪৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

নীলপরি বলেছেন: আর কোনো নতুন মুভি দেখা হলো ?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

এহসান সাবির বলেছেন: অনেক মুভি দেখেছি। পোস্ট দেব।

আপনি কেমন আছেন?


শুভ কামনা সব সময়।

৪৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার আর আপনার চয়েস কেমনে জানি খালি মিল্ল্যা যায় !!! ধুত !!!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

এহসান সাবির বলেছেন: শুধু মুভি না অনেক কিছুই মিল্ল্যা যায়.....

আবার অন্য জায়গায় অমিলও তো বেশ..... B-))

৪৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: ভালোই আছি । আপনি কেমন আছেন ? নতুন বছরের অনেক শুভেচ্ছা থাকল ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

এহসান সাবির বলেছেন: আমি ভালো আছি।

আপনি ভালো থাকুন, প্রার্থনা রইল।

৪৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

এহসান সাবির বলেছেন: :) :) :)

৪৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

ক্রন্দসী বলেছেন: ভাইয়া আপনের মুভি রিভিও এর মুন্সিয়ানা আল্লাহ প্রদত্ত।পড়লেই।মনে হয় ছবি টা দেখতে বসি

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: বোকামন ভাইয়ের কথা মনে আছে? আরে উনি তো সেরাদের সেরা... কিন্তু উনি আর লেখেন না :(

না দেখা থাকলে দেখে ফেলুন।

অনেক ধন্যবাদ।
অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।


শুভ কামনা সব সময়।

৫০| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭

বানডরোল বলেছেন: The Book Thief
http://123movies.sh/tt0816442-watch-The-Book-Thief-online-putlocker

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.