নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চমৎকার পাঁচটি সাই-ফাই মুভি

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০১



আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মুভির কথা বলতেই Steven Spielberg এর A.I. Artificial Intelligence মুভির কথা মনে পড়ে যায়, অথবা The Matrix ট্রিলজি, Stanley Kubrick এর 2001: A Space Odyssey কিংবা Blade Runner এর মত বিখ্যাত সব মুভির নাম চলে আসে। ঐ সব বক্স অফিস হিট মুভির আড়ালেও কিছু মুভি রয়েছে যে গুলো মুভি পাগলাদের ভালো লেগেছে এবং যারা এখনো দেখেননি তাদের ভালো লাগবে আশা করছি। ঐ রকম পাঁচটি মুভি নিয়ে আজকে লিখছি, আমি কোন স্পয়াল করছি না, আপনারা দেখুন, উপভোগ করুন।

The Machine




আইএমডিবি রেটিংঃ ৬.১
পরিচালকঃ Caradog W. James
চিত্রনাট্যঃ Caradog W. James
অভিনয়েঃ Toby Stephens, Caity Lotz, Denis Lawson প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ৯১ মিনিট
মুক্তির তারিখঃ ২১ মার্চ ২০১৪
ছবির ধরণঃ সাই-ফাই, থ্রিলার



কাহিনী সংক্ষেপঃ Vincent McCarthy প্রধান ইঞ্জিনিয়ার, Ava প্রতিভাধর যুবতী ইঞ্জিনিয়ার, দুইজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার 'স্ব-সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তা'র উপর কাজ করবার জন্য একত্রিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপনে প্রজেক্টে। Vincent তার অসুস্থ মেয়ে সাহায্য করার জন্য প্রযুক্তির বিকাশ আশা করে, নতুন সঙ্গী তার কাজে যথেষ্ট অগ্রগতি আনে। এমন সময় Ava খুন হয়ে যায়, তখন Vincent কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এক নারী রোবট তৈরি করে যে দেখতে Ava এর মত, তার নাম হয় মেশিন। এই মেশিনই ঘটাতে থাকে একের পর এক নাটকিয় ঘটনা।

নোট:
দেখতে পারেন, মন্দ নয় একেবারে।
Rated R for violence and some language।


Ex Machina




আইএমডিবি রেটিংঃ ৭.৮
পরিচালকঃ Alex Garland
চিত্রনাট্যঃ Alex Garland
অভিনয়েঃ Alicia Vikander, Domhnall Gleeson, Oscar Isaac প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১০৮ মিনিট
মুক্তির তারিখঃ ২৪ এপ্রিল ২০১৫
ছবির ধরণঃ সাই-ফাই, ড্রামা



কাহিনী সংক্ষেপঃ Caleb নামের ২৬ বছরের একজন যুবক প্রোগামার নির্বাচিত হয় এক সপ্তাহ কাটাবার জন্য একটি গোপন আস্তানায়, সেখানে Nathan নামের একজন ব্যাক্তি যিনি একটি বৃহৎ ইন্টারনেট কোম্পানির CEO কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষনা করছে। Caleb এর কাজ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত এক সুন্দরী রোবটের সুখ দুঃখ আবেগ পরীক্ষা করা। Caleb পরীক্ষা করতে যেয়ে সুন্দরী প্রতি বেশি আবেগী হয়ে ওঠে এবং শুরু হয় নাটকিয় সব ঘটনা।

নোট:
মুভিটি সত্যিই চমৎকার, শুরুতে মনে হবে মাত্র তিন জন একটা মুভিতে, কেমনে কি!! বোর লাগতে পারে কিন্তু মুভি যত এগোবে ততই কাহিনী জমে উঠবে, শেষের কয়েক মিনিট তো সেই রকম!! মুভিখোর দের ভালো লেগেছে বলেই এই পোস্ট লেখা পর্যন্ত 115,931 জন ইউজারের দেওয়া ভোটে রেটিংস ৭.৮।
Rated R for violence and some language। (মুভিতে ন্যুডিটি রয়েছে)


Eagle Eye





আইএমডিবি রেটিংঃ ৬.৬
পরিচালকঃ D.J. Caruso
চিত্রনাট্যঃ John Glenn (screenplay), Travis Wright
অভিনয়েঃ Shia LaBeouf, Michelle Monaghan, Rosario Dawson প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১১৮ মিনিট
মুক্তির তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০০৮
ছবির ধরণঃ সাই-ফাই, থ্রিলার, মিস্ট্রি, এ্যকশান



কাহিনী সংক্ষেপঃ Jerry Shaw এর জমজ ভাই ডিফেন্সে চাকুরীরত অবস্হায় মারা যায়। ভাইয়ের দাফন কাফন শেষে হাওয়ার পরপরই শুরু হয় একের পর এক নাটকীয় ঘটনা যেমন ব্যাংকে টাকার পরিমান অগনিত, বাড়িতে ফিরে দেখে ঘর ভর্তি অস্ত্রপাতি, কে যেন Jerry প্রতিটি পদক্ষেপ দেখছে এবং ইন্সর্টাকশন দিচ্ছে কি করতে হবে। এর মাঝে Jerry এর সাথে যুক্ত হয় Rachel Holloman নামের একটি মেয়ে, যে দাবি করে কেউ একজন তাকে দেখছে এবং ইন্সর্টাকশন দিচ্ছে কি করতে হবে, না করলে তার ছোট বাচ্চাকে হত্য করা হবে। এদিকে CIA, FBI এর লোকজনও Jerry কে ধরবার জন্য উঠে পড়ে লাগে। শুরু হয় টান টান উত্তেজনা।

নোট:
চমৎকার টান টান উত্তেজনায় ভরা মুভিটি ভালো লাগবে। এ্যাকশান সাসপেন্সে ভরপুর মুভিটি PG-13 সুতরাং নির্ভাবনায় দেখে ফেলুন।

I, Robot




আইএমডিবি রেটিংঃ ৭.১
পরিচালকঃ Alex Proyas
চিত্রনাট্যঃ Jeff Vintar (screenplay), Akiva Goldsman
অভিনয়েঃ Will Smith, Bridget Moynahan, Bruce Greenwood প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১১৫ মিনিট
মুক্তির তারিখঃ ১৬ জুলাই ২০০৪
ছবির ধরণঃ সাই-ফাই, মিস্ট্রি, এ্যকশান



কাহিনী সংক্ষেপঃ ২০৩৫ সাল। মানব সেবায় রোবট রা নিয়জিত। এমন সময় Dr. Alfred Lanning নামের এক রোবট গবেষক খুন হয় এবং Del Spooner নামের তদন্তকারী ধারণা করে কোন এক রোবট দ্বারা গবেষক খুন হয়েছে, যেটা একদমই অসম্ভব একটি ব্যাপার কারণ রোবট দের তিনটা ল' আছে সেগুলো কখনই রোবটা রা ভাংতে পারে না। কিন্তু Del Spooner আবিস্কার করে এক রোবট কে যে নিজে Sonny নামে প্রকাশ করে এবং নিজেকে নির্দোষ বলে দাবি করে। সে আরো দাবি করে Dr. Alfred Lanning তার বাবা এবং তার বুদ্ধি অন্যদের থেকে বেশি। এদিকে Del Spooner সবাইকে বোঝানোর চেষ্টা করে যে কিছু রোবট মানব সভ্যতার জন্য হুমকি হয়ে যাচ্ছে, তার কথায় কেউ কান দেয় না। এই রকম এক পরিস্থিতির মধ্য একদল রোবট মানুষের উপর আক্রমন শুরু করে দেয়। শুরু হয়ে যায় এক যুদ্ধ এবং Sonny সুজোগ পায় নিজেকে মেলে ধরবার।



নোট:
চমৎকার টান টান উত্তেজনায় ভরা মুভিটি মুভিখোর'দের মিস হয়েছে বলে আমার মনে হয় না। তারপরও আবার দেখে ফেলুন।এ্যাকশান সাসপেন্সে ভরপুর মুভিটি PG-13 সুতরাং নির্ভাবনায় দেখেতে পারেন।

Chappie




আইএমডিবি রেটিংঃ ৭
পরিচালকঃ Neill Blomkamp
চিত্রনাট্যঃ Neill Blomkamp, Terri Tatchell
অভিনয়েঃ Sharlto Copley, Dev Patel, Hugh Jackman প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১২০ মিনিট
মুক্তির তারিখঃ ৬ মার্চ ২০১৫
ছবির ধরণঃ সাই-ফাই, থ্রিলার, এ্যকশান


কাহিনী সংক্ষেপঃ ভবিষ্যতে মানব সেবায় রোবট রা নিয়জিত। যেমন তাদেরকে পুলিশের হিসাবে ব্যাবহার করে ক্রাইম কমবার চেষ্টা করা হয়। এমন একটি শহর জোহান্সবার্গ। Deon Wilson নামের এক রোবট প্রোগামার একটি প্রোগাম তৈরি করে যা সে এ্যপ্লাই করবার সুজোগ পায়না, তখন সে একটি রোবোট চুরি করে, কিন্তু এখানেও ঝামেলা হয়, এক দল সন্ত্রাসী রোবট টি কেড়ে নেয় এবং পরে প্রোগামটি ইনস্টল করা হয়। Deon সতর্ক করে দেয় এই প্রোগামটি একদম মানুষের বাচ্চাদের মত। একে যা সেখানো হবে এ তাই শিখবে। সন্ত্রাসি দলে মেয়ে Landi আদর করে রোবটটিকে নাম দেয় Chappie। শুরু হয় তার অস্ত্র চালনা শিক্ষা, ডাকাতি, মাইর-পিট, গালিগালাজ......!! এদিকে Deon এর প্রতিদ্বন্দী প্রোগামার Vincent Moore ষড়যন্ত্র করে সকল পুলিশ রোবট কে নিষ্‌ক্রিয় করে দেয় কারণ তার নিজের তৈরি একটি রোবট সে চলাতে চায়। পুলিশ রোবট নিষ্‌ক্রিয়তার ফলে শহরে দাঙ্গা শুরু হয়ে যায়, যার জন্য দায়ি করা হয় Deon Wilson কে এবং তার তৈরি রোবট কে। অন্য দিকে অরেক সন্ত্রাসীরা Chappie কেড়ে নিতে আসে কারণ Chappie কে দিয়ে তারা ডাকাতি করাতে চায়, আবার Vincent চায় Chappie ধ্বংস হোক, Deon চায় Chappie ক্রাইম না করুক, আবার Chappie চায় তার পরিবারের সাথে বেঁচে থাকতে, শুরু হয় এক অদ্ভুত টানাপোড়েন।



নোট:
চমৎকার এই মুভিটি আপনাদের নিখাদ বিনোদন দেবে। মুভির পরিচালক Neill Blomkamp যেমন District 9 দিয়ে সবাইকে মাত করেছিল তেমনি Chappie দিয়ে আবারও মাত করলেন মুভি পাগলাদের।
Rated R for violence and some language।


বিঃদ্রঃ
কপিরাইট আইনের কারণে লিংক দেওয়া হয়নি।
মুভিগুলো অন লাইনে দেখতে/ডাউনলোড করতে পারেন, সার্চ দিলে পাবেন।
ডাউনলোড লিংক গুলো ভাইরাস মুক্ত নাও হতে পারে (ধুস)।
সকল তথ্য আইএমডিবি, উইকি, ইউটিউব, গুগল... থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ১৩৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৩৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৬

সুমন কর বলেছেন: পাচঁটির মধ্যে মাত্র ২টি (Eagle Eye & I, Robot ) দেখেছি। বাকিগুলোও মনে হচ্ছে ভালো হবে। আমি আবার একটু দেরীতে ভালো প্রিন্ট পেলে নামাই।

সংক্ষিপ্ত রিভিউ ভাল লেগেছে। আমারও ইচ্ছে আছে এমন একটি পোস্ট দিতে। কিন্তু লেখাতে খুব অলস !! :(

শুভ রাত্রি।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯

এহসান সাবির বলেছেন: অন্য গুলো সময় নিয়ে দেখে ফেলুন দাদা। খারাপ লাগবে না। নেটে সব গুলোরই এখন ভালো প্রিন্ট রয়েছে।


দিয়ে দিন এই রকম পোস্ট।

শুভ কামনা সব সময়।

২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৬

অবিবাহিত জাহিদ বলেছেন: GOOD

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভ কামনা।

৩| ০৫ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: এক্স ম্যাশিনা আর আই রোবট দেখেছি। বাকি গুলো দেখতে হবে।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

এহসান সাবির বলেছেন: এক্স ম্যাশিনা কেমন লেগেছিলো?
অন্য গুলো সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।


৪| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৪

শাহরিয়ার নীল বলেছেন: ৪ টাই দেখে ফেলছি। ভাল লাগছে।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: কোনটা বাদ রয়ে গেল ভাই?

বাকিটাও দেখে ফেলুন। ভালো লাগবে আশা করছি।

শুভ কামনা থাকল।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


:)

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৪১

এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল।

৬| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫

বশর সিদ্দিকী বলেছেন: সবগুলোই দেখেছি। দারুন রিভিও। পরে ভালো লাগলো।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪০

এহসান সাবির বলেছেন: সব গুলো দেখেছেন জেনে খুব ভালো লাগছে।

অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা সব সময়।

৭| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: একটাও দেখি নাই। এই টাইপের মুভির প্রতি আমার টান কম।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: আপনার ভালো লাগা টাইপের কিছু মুভি নিয়ে একটা পোস্ট দেব।


শুভ কামনা হামা ভাই।

৮| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

শাহাদাত হোসেন বলেছেন: একমাত্র আই রোবট ছাড়া একটাও দেখা হয় নাই ।সুযোগ ফেলে দেখে পেলবো ।রিভিউয়ের জন্য ধন্যবাদ ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৪

এহসান সাবির বলেছেন: অন্য গুলো সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।

৯| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন রিভিউ। ১ টা দেখিনাই। কয়দিন আগে her. ও দেখছিলাম, ওইটাও ভালো।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: বাকি টা দেখে ফেলুন।

her নিয়ে লিখেছিলাম.... আগের এক পোস্টে।


শুভ কামনা সব সময়।

১০| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

কাবিল বলেছেন: পাচঁটির মধ্যে মাত্র ২টি দেখেছি (Chappie I, Robot )। বাকিগুলোও দেখতে হবে।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪২

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।
অন্য গুলো সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।

১১| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০২

মুদ্‌দাকির বলেছেন: পাঁচে , এক । বাকি চারটাই দেখতে হবে। :)

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৯

এহসান সাবির বলেছেন: কোনটা দেখেছেন? আই রোবট?

অন্য গুলো সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।

১২| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: সবগুলাই দেখেছি, বিশেষতঃ এক্স মেশিনা অসাধারণ একটা মুভি। 'HER' দেখেছেন কিনা জানি না, এটাও চমৎকার।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮

এহসান সাবির বলেছেন: সব গুলো দেখেছেন জেনে খুব ভালো লাগছে।

গত বছর সাম্প্রতিক দেখা চমৎকার পাঁচটি সাই-ফাই মুভি নামে একটা পোস্ট লিখেছিলাম, ওখানে 'হার' নিয়ে লিখেছি।


শুভ কামনা সব সময়।

১৩| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

ডি মুন বলেছেন: একটাও দেখা হয় নি।
কয়েকদিন আগে চ্যাপি মুভিটা নিয়ে সামুতেই একটা রিভিউ পড়লাম।
দেখতে হবে মুভিগুলো। এ ধরনের মুভি দেখে আনন্দ পাই
+++

তারপর আপনার কি অবস্থা সাবির ভাই? ভালো আছেন নিশ্চয়ই ?
:)

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: সব গুলো ভালো।

চ্যাপি ভালো লাগবে।

সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।



আমি ফোন দেব।

১৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

অপু তানভীর বলেছেন: দুইটা দেখেছি । বাকি গুলো আপনার কথা শুনে নামাতে দিলাম যদি ভালু না লাগে তাইলে কিন্তু মেগাবাইট ফেরৎ দেওয়া লাগবে কইলাম !

পুস্টে পিলাস !!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: দিলেন তো প্যাচ লাগাইয়া.........

আর যদি ভালো লাগে তাহলে কি হবে???






অপু ভাই শুভ কামনা রইল।

১৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৬

অগ্নিপাখি বলেছেন: আই রোবট ব্যাতিত অন্যগুলো দেখা হয় নি।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০২

এহসান সাবির বলেছেন:
সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।

১৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

দীপংকর চন্দ বলেছেন: ছিমছাম, মেদহীন সুন্দর উপস্থাপনা!!

আমাদের ভবিষ্যত পৃথিবী এমনই হবার আশঙ্কায় পূর্ণ!!!

শুভকামনা থাকছে ভাই। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫

এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালো লাগা রইল।

আপনার উপস্থিতি সব সময় ভালো লাগে।

শুভ কামনা রইল।

১৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

অন্ধবিন্দু বলেছেন: নাহ্ ! Chappie আমাকে কিন্তু হতাশ করেছে, District 9 দেখার পর আশা ঊর্ধ্ব মাত্রায় ছিলো যে! হাহ হা। পোস্ট উপভোগ করলুম, জনাব সাবির। আপনাকে ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

এহসান সাবির বলেছেন: সব এ-আই মুভির গুলো এই রকমই হচ্ছে, Chappieর শেষটা উপভোগ্য না হলেও বাকি অংশ খারাপ লাগেনি আমার কাছে তবে District 9 ছিল অন্য ধাচের মুভি......

শুভ কামনা সব সময়।

১৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

বোকামানুষ বলেছেন: খালি মুভির লিস্ট বারতেসে দেখার জন্য

সাথে আবার এগুলো যোগ হল

১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

এহসান সাবির বলেছেন: মুভির লিস্ট বাড়তে থাকুক..... এর পর একটা পোস্ট দিবেন লিস্ট গুলো নিয়ে

''আমার অদেখা মুভি সমগ্র'' B-)

শুভ কামনা।

১৯| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিভিউ ভালো হয়েছে। ঈদের পর সবকয়টা দেখে ফেলব, যদি লিংক পাওয়া যায়।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

এহসান সাবির বলেছেন: কি একটাও কি দেখা হয়েছে? নাকি সামনের ঈদের পরে? ;)

শুভ কামনা।

২০| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮

আমি সোহান !! বলেছেন: আমার অত্যন্ত পছন্দের একটা মুভি আই রবো অনেক বার দেখছি । ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ। ওটা অনেক সুন্দর মুভি।

অন্য গুলো সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।

২১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:২০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর রিভিও ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

এহসান সাবির বলেছেন: সময় নিয়ে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।

শুভ কামনা রইল।

২২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর রিভিও । আমি মেশিন মুভিটা দেখছি শুধু । বাকিগুলা দেখে নেবো/ কেমন আছেন ভাই / ?

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

এহসান সাবির বলেছেন: যাচ্ছে দিন ভাই......

আপনি কেমন আছেন?

আপনার লেখাও কম পাই........

ফোন দিয়েন......


শুভ কামনা সব সময়।

২৩| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৫

মন্জুরুল আলম বলেছেন: শুধু I-Robot দেখেছি. :( অন্যগুলা সার্চমারা শুরু করলাম....থ্যাংক্স

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

এহসান সাবির বলেছেন: পেয়েছেন? দেখেছেন কি? কেমন লাগলো?

জানাতে ভুলবেন না প্লিজ।

শুভ কামনা রইল।

২৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:৫২

মোঃ ইয়াসির রহমান বলেছেন: 'আই রোবট' দেখেছি।এটা আমার খুব পছন্দের মুভি। বাকিগুলার খোঁজ শুরু করলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:১৮

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ।

পেয়েছেন? দেখেছেন কি? কেমন লাগলো?

জানাতে ভুলবেন না প্লিজ।

শুভ কামনা রইল।

২৫| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৯

প্রবাসী পাঠক বলেছেন: এক্স মেশিনা ভালো লাগছে। তবে দ্বিতীয় বার দেখার মত ভালো লাগে নাই। তবে এভার অভিনয় খুব ভালো লাগছে। ওর এক্সপ্রেশনগুলো দারুণ হইছে। আর এই মুভিটা দেখার পর একটা কথাই মনে হয়েছিল, আমাদের অনলাইন এক্টিভিটি নিয়েও হয়ত কেউ কাজ করছে। সব ডাটা চলে যাচ্ছে অন্য কারো কাছে।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

এহসান সাবির বলেছেন: আমার অনেক আগের থেকেই মনে হয় আমি ইন্টার নেটে যাই করি না কেন তাই অন্যদের হাতে চলে যায়......!!

বাকি গুলো জটপট দেখে ফেলুন।

শুভ কামনা সব সময়।

২৬| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:

টেকনোলোজী আমাদের জন্য কল্পনার জগতে থেকে যাচ্ছে; আমরা পেছনে পড়ে গেছি!

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪

এহসান সাবির বলেছেন: আমরা বংলাদেশিরা আরো পিছনে আছি।



শুভ কামনা রইল।

২৭| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:০২

খান সাইদুর রহমান বলেছেন: Eagle Eye সবচেয়ে ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।
Eagle Eye সত্যি চমৎকার মুভি।

ভাল থাকুন।

শুভ কামনা রইল।

২৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

যেগুলো পুটলকারে পাবো সেগুলোর দেখার চান্স বেশি ।

পোস্টটা শুরুর দিকেই অফলাইনে দেখেছিলাম, পরে মনে ছিলনা...

কপিরাইট আইনের কারণে লিংক না দেওয়ার ব্যাপারটা কষ্টের !

পোস্টে ভালো লাগা রইল, সাবির ।।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

এহসান সাবির বলেছেন: আপুনি সব গুলোই পুটলকারে পাবেন।

কপিরাইট আইনের কারণে লিংক না দেওয়ার ব্যাপারটা আসলেই কষ্টের, লিংক থাকলে ডাউনলোড বা দেখাতে ইজি হয়।

শরীর কেমন আপু?


দোয়া রইল।

২৯| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭

উর্বি বলেছেন: ভালো লাগল

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।


শুভ কামনা সব সময়।

৩০| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: আজকে ঈগল চক্ষু দেখলাম। এইটা বেস্ট।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫

এহসান সাবির বলেছেন: Eagle Eye সত্যি চমৎকার মুভি।

চাপিটা দেখতে পারেন.......!

কবে আসবেন দেশে?

৩১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫

আমি তুমি আমরা বলেছেন: ঈগল আই এবং আই, রোবট আগেই দেখেছিলাম। দুটোই ভাল লেগেছে।

চ্যাপি আর এক্স মেশিনা ডাউনলোড করেছি। সময় করে দেখে ফেলব। পোস্টে ভাল লাগা :)

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

এহসান সাবির বলেছেন: কেমন লাগল সময় করে জানবেন।

ভাল থাকুন।

শুভ কামনা রইল।

৩২| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ উল ফিতরের শুভেচ্ছা সাবির ভাই।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫

এহসান সাবির বলেছেন: অনেক ভালোলাগা ভাই।

সব সময় ভালো থাকুন ভাই।

৩৩| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপচুচ ফিরি ওয়াইফাই নেট নাইক্যা! :(

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৫

এহসান সাবির বলেছেন: হায়রে কপাল.....!!

প্রায় দেখি বিভিন্ন জায়গাতে পুলাপান বসে থেকে ল্যাপটপ নিয়ে.... কাহিনী কি?? ফ্রে নেট......!!

যাইয়েন একদিন আর কি..... B-)

শুভ কামনা সব সময় জুলিয়ান'দা।

৩৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:০৭

মশিকুর বলেছেন:
মাত্র ১ টা দেখছি :(

I-Robot...

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১২

এহসান সাবির বলেছেন: Eagle Eye সত্যি চমৎকার মুভি।

চাপিটা দেখতে পারেন.......

সব সময় ভালো থাকুন ভাই।

শুভ কামনা

৩৫| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

ইমিনা বলেছেন: আই, রোবট এবং চ্যাপি দেখেছি। বাকীগুলো দেখিনি।
সুন্দর মুভি রিভিউ পোস্টের জন্য অনেক ধন্যবাদ জানবেন।
শৃভকামনা সব সময়।।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

এহসান সাবির বলেছেন: ইমিনা হারিয়ে গেছে বলে পেপারে একটা নোটিস দেব...!!!


খবর কি?


শুভ কামনা সব সময়।

৩৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২০

গোর্কি বলেছেন: বিলম্বিত ঈদ শুভেচ্ছা রইল। সুন্দর পোস্ট। ধন্যবাদ। খুব ভালো থাকবেন।

আমার ফেইসবুক ঠিকানা: Click This Link অথবা "মাতরিয়শকা" নামে সার্চ দিলেই পেয়ে যাবেন।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৮

এহসান সাবির বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে।

ফেবু বেশ কিছুদিন অফ আছে, অন হলেই আমি এ্যাড করে নেব।

ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

৩৭| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: Ex Machina এটা মনে হয় আমার দেখা উচিৎ!

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯

এহসান সাবির বলেছেন: সব গুলোই দেখা উচিত.......... B-))



শুভ কামনা আপু।

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

তারছেড়া লিমন বলেছেন: সাবির ভাই কেমন আছেন?

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

এহসান সাবির বলেছেন: ভাইরে......

বয়স বাড়লে বাস্তবতা বেশি বেশি বাস্তব হয়ে যায়........

তখন শুধু নিজে নিজেই বলতে হয় ''জীবনটা এই রকমই....''

শুভ কামনা লিমন ভাই।

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

আবু শাকিল বলেছেন: মুভি পোষ্ট পড়ে খুব ভাল লাগে ।
অনেক ধন্যবাদ সাবির ভাই ।
আরো মুভি নিয়ে লিখুন প্লিজ ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল ভাই।

আপনার উৎসাহ সব সময় ভালো লাগে।

শুভ কামনা রইল।

৪০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮

সাজিদ উল হক আবির বলেছেন: এহসান ভাই - ক্যামন আছেন ? ছবিতো দেখি না তেমন একটা , তাই আপাতত দিনকাল কিভাবে ক্যামন কাটছে আপনার - সেটা জানতে আগ্রহী বেশী। :)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫

এহসান সাবির বলেছেন: ছবি দেখবার দরকার নাই, আপনি বই পড়েন অনুবাদ করেন আমাদের ভালো লাগে। এটাই চলুক না.....

আমি আছি নানাবিধ ঝামেলার ভিতরে...
বয়স বাড়লে বাস্তবতা বেশি বেশি বাস্তব হয়ে যায়........
তখন শুধু নিজে নিজেই বলতে হয় ''জীবনটা এই রকমই....

শুভ কামনা আবির ভাই।



৪১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ। মুভি তেমন দেখি না, তবে যারা দেখেন তাদের খুব কাজে আসবে এমন পোষ্ট। ভালো থাকবেন।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

এহসান সাবির বলেছেন: কোন দরকার নেই মুভি দেখবার.......!!

আপনি কি ব্লগে অনিয়মিত? নতুন নতুন কিছু গল্প লিখুন না......


শুভ কামনা সব সময়।

৪২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রিয়তে নিলাম। ধন্যবাদ............ মুভি মুভি মুভি মুভির জয় হোক।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: হোক জয় মুভির...........!!

আপনি কেন এত কম পোস্ট দেন???

আপনার উৎসাহ সব সময় ভালো লাগে।

অনেক শুভ কামনা রইল।

৪৩| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৬

রাসেলহাসান বলেছেন: ৫ টা মুভির মধ্যে মাত্র একটা দেখা হয়েছে। বাকিগুলো দেখতে হবে।
রিভিউ চমৎকার হয়েছে। :)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল ভাই।

সময় নিয়ে বাদ বাকি গুলি দেখে ফেলুন। ভালো লাগবে আশা করছি।


শুভ কামনা সব সময়।

৪৪| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১০

দৃষ্টিসীমানা বলেছেন: সাবির ,বেশ কয়েকটি রেসিপিতে আপনাকে পাচ্ছি না কেন ? আপনি কি এখন খাওয়ার প্রতি উদাসীন ? আমার প্রায় সব রেসিপিতে আপনার একটা মন্তব্য থাকতো ।দু একটা ট্রাই করে ছবিও দিয়েছিলেন যা আমাকে অনুপ্রানিত করত আর আমার
অসুস্থতার সময়ের খোঁজখবর নিয়েছেন স্বজনের মত।এখন তবে কেন সেই সাবিরকে গালিক সসেজের র্রেসিপিতে পাচ্ছি না?
আমার বাবুরাও( যদিও ওরা অনেক ,আপনার সম বয়সী হবে ) আপনাকে যানে । যা হোক ভাল থাকুন সারা ক্ষণ সারা বেলা ।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

এহসান সাবির বলেছেন: খুব ব্যাস্ত ও ঝামেলাতে আছি তাই ব্লগে বেশ অনিয়মিত। সেই জন্যই আপনাদের রেসিপি বাড়ির দিকে যাওয়া হয়নি। না না না খাওয়ার প্রতি উদাসীন বা রান্নার প্রতি উদাসীন নই। ভালো রেসিপি দেখলে রান্না করবার জন্য মন আনচান করে...

ক বলে বলে আমি গালিক সসেজের যাই নি? এমন কি আমড়ার আচার থেকেও ঘুরে এসেছি :)

আপনি সুস্থ আছেন তো?

শুভ কামনা রইল আপনাদের সবার জন্য।

৪৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাই, এখন কাজের চাপে সময় আর ক্রিয়েটিভিটির মনটা দুটাই প্রায় নাই।এই জন্যেই মনে হয় দুনিয়ার বেশীরভাগ সাহিত্যিক পয়সা করতে পারেন নি। :( যাইহোক, আমাদের মত সাধারন শখের ব্লগার আমজনতার ছাপোষা জীবনের তো কথাই নেই । ভালো থাকবেন , অনেক অনেক। :)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: এই জন্যেই মনে হয় দুনিয়ার বেশীরভাগ সাহিত্যিক পয়সা করতে পারেন নি.....
সত্যি কথা লিখেছেন আপনি। আপনার মত আমরাও ত্রাহি ত্রাহি অবস্থা। আমি তো ৭ দিন দরে প্রস্তুতি নেই ব্লগে আসবার আগে... তারপরও হয়ে ওঠে না.......।

শুভ কামনা থাকল। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

জুন বলেছেন: বাস্তব জীবনের গল্প ভালোলাগে । যদিও একসময় টিভি সিরিয়াল star track দেখার জন্য পাগল ছিলাম । সুন্দর রিভিয়ু এহসান সাবির ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

এহসান সাবির বলেছেন: বাস্তব জীবনের গল্প কার না ভালো লাগে.....

এই যে আপনি ঘুরা ফেরা করেন, ছবি তোলেন আমাদের মাঝে শেয়ার করেন, আপনার চোখ দিয়ে আমরাও দেখে ফেলি - এরকম নির্মল এত সহজে কোথা পাব বলুন........

শুভ কামনা আপু।

৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:

মুভি তো দেখা হয়ে উঠে না; তবে, এসব টেকনোলোজিক্যাল মুভি দেখার চেস্টা করবো।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

এহসান সাবির বলেছেন: সবাই তো আর সব কিছু করে না, কেউ দেখে কেউ লিখে,
আপনি লিখুন, দেশের জন্য, সমাজের জন্য, আমাদের জন্য।

শুভ কামনা।

৪৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

গোর্কি বলেছেন:
ঈদ মোবারক! ঈদ মোবারক!! সুপ্রিয়!!! সময় খুব সুন্দর কাটুক। অফুরন্ত শুভেচ্ছা।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

এহসান সাবির বলেছেন: উত্তরে বিলম্বে দুঃখ প্রকাশ করছি। অনেক খুশি হলাম।

আপনি ভালো থাকুন। শুভ কামনা সব সময়।

৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

অন্ধবিন্দু বলেছেন:
এহসান সাবির,

দিবস ছাড়াই আপনাকে স্মরণ করলাম।

শুভ সকাল... শুভ দুপুর... শুভ রাত

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

এহসান সাবির বলেছেন: আজকাল কেউ কোন দিবস ছাড়া স্মরণ করে না। দিবস ছাড়াই আমাকে স্মরণ করবার জন্য আমি আনন্দিত। (খুব খুশি কিন্তু।)

মন্তব্যবে ভালো লাগা।

সব সময় শুভ কামনা।

৫০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

সাহসী সন্তান বলেছেন: প্রথমে ভাবছিলাম, রিকি আপু ছাড়া বুঝি সামুতে অন্য কেউ মুভি রিভিউ দেয় না! এখনতো দেখি যা ভাবছিলাম সবই ভুল! আমাদের এহসান সাবির ভাইও যে আছে এই তালিকায়!? :P

চমৎকার মুভি রিভিউ! অনেক ভাল লাগছে! বেশ কয়েকদিন ধরে বেশ ফ্রিতে আছি, তাই এমনই একটা পোস্ট খুঁজছিলাম। রিকি আপুকে বারবার বলার পরেও মুভি রিভিউ নিয়ে কোন পোস্ট দেয়নি। তবে অবশেষে আমার সেই দাবিটা ভাই আপনিই পূরন করে দিলেন! সুতরাং অনেক, অনেক, অনেক ধন্যবাদ! পুরানো পোস্ট হলেও আমার কাজে লাগবে অনেক!

শুভ কামনা রইলো, আপনার জন্য!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

দেখেছেন কি?
না দেখলে সময় নিয়ে দেখে ফেলুন। ভালো লাগবে আশা করছি।

ভালো থাকুন।
শুভ কামনা সব সময়।

৫১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

পটল বলেছেন: Ex Machina দেখছি। ভালোই লাগছে। বাকিগুলা দেখা হয় নাই।

ভালো পুস্ট

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

সময় নিয়ে বাদ বাকি গুলি দেখে ফেলুন। ভালো লাগবে আশা করছি।


শুভ কামনা সব সময়।

৫২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন:
আই রোবোট দেখেছি। নতুন কোন মুভি দেখার সময় ই পাই না ! :(

কেমন আছেন সাবির ভাই?

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

এহসান সাবির বলেছেন: আরমান ভাই............!!!
শুধু নতুন মুভি না, নতুন কোন কবিতা লিখবারও সময় হয় না আপনার।

আমি ভালো আছি......।
আপনি?
ভাবি?


৫৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: উপরের ম্যুভিগুলোর মাঝে "Eagle Eye" অনন্য। এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। "I Robot" তো লিজেন্ডের পর্যায়ের। ""Ex machina" র Caleb এর জন্য শেষে খুব মায়া লেগেছিল, বেচারা !!

"দি মেশিন" দেখা হয়নি। ডাউনলোড দিলাম :)

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

এহসান সাবির বলেছেন: আসলেই Eagle Eye অনন্য।

Ex machina এই ভাবে শেষ করবার জন্য মুলত আমার বেশি ভাল লেগেছে।

চাপি দেখতে পারেন।

অনেক অনেক ভালো লাগা।

শুভ কামনা সব সময়।

৫৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
----------------
বয়স বাড়লে বাস্তবতা বেশি বেশি বাস্তব হয়ে যায়........
তখন শুধু নিজে নিজেই বলতে হয় ''জীবনটা এই রকমই...

অনেক অনেক দিন আগে- এক দেশে ছিল রাজা র সময় যে দেখা .. এর পর আর কোথাও কেউ নেই ;)

ভাল থাকুন। জীবনটা সেইরকম করে :)

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

এহসান সাবির বলেছেন: মন্তব্য পড়ার পর বেশ লজ্বা বোধ হচ্ছে।
ছোট ভাই না হয় কথা বার্তা একটু এদিক ওদিক করলই B-) তাই বলে ডাইরেক্ট এ্যাকশান......!!!

ইনশাল্লাহ্‌ আগামি সপ্তাহের মধ্যেই........

সব সময় শুভ কামনা ভাইয়া।

৫৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
প্রথম দু'টা দেখিনি। দেখার ইচ্ছে জাগলো।

কলেজ লাইফে 2001: A Space Odyssey উপন্যাসটি পড়ি। সেটা বেশ ভাল লেগেছিলো। ওর আগের ছোট গল্প - The Sentinel, যেটার ওপর ভিত্তি করে উপন্যাসটি লেখা, সেটাও ভাল লেগেছিলো। অনেক পড়ে এসে মুভীটা দেখি। তেমন ভাল লাগেনি। বিশেষ করে vortex এর ভেতর দিয়ে Dr. David Bowman'র যাত্রা অতি দীর্ঘায়িত মনে হয়েছে। অনেককেই দেখি Stanley Kubrick ডিরেক্টার, ব্যস অমনি উপুড় হয়ে ভাল হয়েছে, ভাল হয়েছে বলে কিছু না বুঝেই মুখে ফেনা তুলে ফ্যালে। যাহোক, মুভীটা হয়তো ভালই হয়েছে, আমারই হয়তো ভাল লাগেনি।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

এহসান সাবির বলেছেন: সময় নিয়ে দেখে ফেলুন। ভালো লাগবে আশা করছি।

2001: A Space Odyssey প্রথমে যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল কি করে এই ছবি সেরা হল? পরে Plot Synopsis পড়ে আবার দেখবার একটু হলেও বুঝতে পেরেছি। তবে অবশ্যই বোরিং......!

Stanley Kubrick আমার ভালো লাগে 2001: A Space Odyssey এর জন্য নয়। A Clockwork Orange, The Shining, Eyes Wide Shut বা Full Metal Jacket এর জন্য।

শুভ কামনা থাকল।

৫৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

শরীর আগের চেয়ে ভালো ।
অনেকদিন কোন পোস্ট দিচ্ছেন না যে ?

আপনি কি এনামুল রেজা নামে ব্লগের বাইরে লিখেন ?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

এহসান সাবির বলেছেন: না আপুনি.... এনামুল রেজা নামে অন্য একজন আছে.....

আমি অন্য নামে লিখি... :`>


শুভ কামনা থাকল।

৫৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: chappie ছাড়া বাকিগুলো দেখা হই নাই। ওয়াচ লিস্টে রাখলাম । আশা করি শিগ্রই দেখব।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: chappie টা দেখতে পারেন, ভালো লাগতে পারে।



অনেক অনেক ভালো লাগা।
শুভ কামনা সব সময়।

৫৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

বাসার বলেছেন: দারুণ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।


শুভ কামনা সব সময়।

৫৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো আছি ;) আপনি কেমন আছেন?
মুভি রিভিউ দিয়ে মাথা নষ্ট করার জন্য মাইনাচ;


১০ বর্ষপূর্তির শুভেচ্ছা :) !:#P

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

এহসান সাবির বলেছেন: ভালো আছি..... আপনি?

১০ বছর কার হল? আমার না সামুর?

আমার তো ৮ বছর ৩ মাস B-))


শুভ কামনা।

৬০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৯

প্রবাসী পাঠক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগা ভাই।

শুভ কামনা সব সময়।

৬১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

লেখোয়াড়. বলেছেন:
আপনার খবর কি??
নতুন পোস্টু নাই, দেহা সাক্ষাও নাই??

আছেন কেমন??

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

এহসান সাবির বলেছেন: আপনার সাথে বোধকরি এর আগে পরিচয় ঘটেনি B-)) তবে আমার একজন খুব প্রিয় ব্লগার ছিলেন তার নাম ছিল "লেখোয়াড়" আর আপনার নাম দেখছি "লেখোয়াড়." পার্থক্য শুধু (.) B-)
প্রো পিক টাও একই রকম, কিন্তু উনি কি কারণে যেন আমার উপর নাখোশ হয়েছেন, আমার শুভেচ্ছার প্রতিউত্তরও উনি দেননি :(
কি আসে যায় তাতে...... উনাকে আমি লিখতেই থাকবো আর উনি ফিরে আসলে আপনার নামে ওনার কাছে নালিশ করব..
নামে যেহেতু পার্থক্য (.) কিন্তু প্রো পিকে কোন পার্থক্য নাই..... আপনি ওনার প্রো পিক ইউজ করেছেন এটা বলেই নালিশ করব B-))

৬২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

লেখোয়াড়. বলেছেন:
হে হে হে সাবির..............

"লেখোয়াড়"এ আমি লগইন হতে পারিনা।
তাই নতুন করে "লেখোয়াড়(.)" হয়েছি।

এই আমি সেই আমিই! তাই নালিশ করে কোন লাভ নেই।
তার চেয়ে আসেন কোলাকুলি করি!!

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

এহসান সাবির বলেছেন: হায় হায় ঐ নিকে লগইন করা যায় না..........!!!

যাক তাহলে প্রিয় ব্লগারকে আবার ফিরে পেলাম।

খুব ভালো লাগছে।


শুভ কামনা সব সময়।

৬৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!!

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

এহসান সাবির বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ।

ভালো কাটুক সারা বছর, সুস্থ থাকুন।


শুভ কামনা রইল।

৬৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

আমি তুমি আমরা বলেছেন:


এহসান সাবির



পোস্ট করেছি: ৩৮টি
মন্তব্য করেছি: ৮৬৮৪টি
মন্তব্য পেয়েছি: ৩১৮৪টি
ব্লগ লিখেছি: ৩ বছর ২ সপ্তাহ
অনুসরণ করছি: ২৭ জন
অনুসরণ করছে: ১৩৩ জন

নতুন বছরের শুভেচ্ছা। সাথে তৃতীয় বর্ষপূর্তির অভিনন্দন :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

এহসান সাবির বলেছেন: আরে......!! খেয়ালই করলাম না.......!!
খুব ভালো লাগছে।

আপনার উৎসাহ সব সময় ভালো লাগে।

শুভ কামনা সব সময়।

৬৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

কাবিল বলেছেন: নতুন পোস্টু কই :)
নতুন বছরের শুভেচ্ছা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা কাবিল ভাই।

নতুন পোস্টু দিব ভাই...........!!

শুভ কামনা সব সময়।

৬৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: Happy New Year 2016......... পোষ্ট খুব ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

এহসান সাবির বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!!

ভালো কাটুক সারা বছর, সুস্থ থাকুন।


শুভ কামনা রইল।

৬৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: সবগুলাই দেখে ফেলেছি, তবে আমার ফেভারিট ছিল 'হার'। চমৎকার ফিল্ম।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

এহসান সাবির বলেছেন: হার আমার কাছেও ভালো লেগেছে তবে অনেকেই এই মুভিটি ইগনর করেছে।

নতুন বছরের শুভেচ্ছা।

শুভ কামনা রইল।

৬৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
শুধু হলিউডি সিনেমা দেখলে চলিবেক কেমনে ৷নানান ভাষার নানা দেশের ছবি দেখুন আর আমাদের অবগত করুন ৷তারাও কিন্তু বেশ ছবি বানায় ৷

প্রাণবন্ত থাকুন সুন্দর মুহূ্র্তগুলো নিয়ে পরিজনে...

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

এহসান সাবির বলেছেন: তাতো ঠিকই বলেছেন।
অন্য দেশের মুভিও দেখি তবে রিভিউ দেওয়া হয় না।
আচ্ছা দেখি কি করা যায়।


আপনার উৎসাহ সব সময় ভালো লাগে।

শুভ কামনা সব সময়।

৬৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

আইএমওয়াচিং বলেছেন: বাজে অভ্যেস কীনা জানিনা , তবে আমার সাই ফাই আর রোমান্টিক দেখার ইচ্ছে জাগে না ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

এহসান সাবির বলেছেন: অনেকেই অনেক কিছু পছন্দ নাও করতে পারে। তবে মুভি গুলো খারাপ না। ট্রাই করতে পারেন।

মন্তব্যে ভালো লাগা।

শুভ কামনা সব সময়।

৭০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০

প্রণব দেবনাথ বলেছেন: সবগুলোই দেখা মুভি । সব কটাই ফাটাফাটি । B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.