নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। \'\'ভালো আদর মন্দ আদর\'\'(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

এইযেদুনিয়া

আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত

এইযেদুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ব্লগ

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

পত্রিকা পড়তে পড়তে জনাব রেহানের মনে প্রশ্নটা উদয় হলো। পাশের টেবিলে বসা তার সহকর্মী বোরহান সাহেবকে প্রশ্নটা জিজ্ঞেস করলো, ‘’আচ্ছা ভাই, ব্লগার কী?’’

--ব্লগার? আমিও জানি না।

--ব্লগারেরা কী এমন লিখে ফেললো। বলুন তো?

--ইমরানকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তার তো ফেসবুক আছে।



এই টেবিল থেকে ঐ টেবিলের ইমরানকে ডেকে রেহান সাহেব আবারও তার মনের প্রশ্নটা জিজ্ঞেস করলেন, ‘’ইমরান ভাই, ব্লগার কী?’’

--হঠাৎ এ প্রশ্ন কেন? ব্লগ লিখবেন নাকি? ইমরান মস্করা করে।

--ব্লগ কীভাবে চালায়? ফেসবুক দিয়ে?

--হা হা হা, না।

--ব্লগে মানুষ কী করে?

--নানান কিছু। অনেক বিষয় নিয়ে লেখে। লেখার বিষয়ের অভাব নেই।

ইমরান আবার তার কাজে মন দিলে রেহান সাহেব হাতের পত্রিকাটা আবারও আগাগোড়া পড়তে থাকলেন। নাহ, ব্লগার যে কী এটা জানা হলো না।





সাম্প্রতিক সময়ে দেশের কিছু রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ‘’ব্লগার’’ টার্মটি সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে। জীবনে কোনদিন ব্লগ পড়েন নি, এমন ব্যক্তিকেও দেখা যাচ্ছে নিজ গরজে ব্লগের লেখা প্রিন্ট করে নিজে পড়ছেন, অন্যকে পড়াচ্ছেন। ব্লগের ভিন্ন ধরনের লেখাগুলো তারা আগে কখনোই পড়েন নি। ব্লগারদের দু একটা লেখা পড়ে, চায়ের কাপে আলোচনার ঝড় তুলছে মানুষ। সম্প্রতি ‘’আমার দেশ’’ নামক একটি পত্রিকা তাদের দাবী অনুযায়ী ব্লগারদের কয়েকটি লেখা ছাপিয়ে দেশে নানা ঘটনার জন্ম দিয়েছে। এসব ব্লগের আইডি সঠিক কিনা, একাউন্ট হ্যাক করা হয়েছে কি না তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এমন কি আইডি যদি সঠিকও হয়ে থাকে, সেক্ষেত্রেও কোন ব্লগার্বে অনুমতি ছাড়া তার লেখা হুবহু ছাপানো যায় কি না তাও প্রশ্নসাপেক্ষ। অনলাইনের সীমিত গণ্ডি থেকে পত্রিকা, টিভি, রেডিও ইত্যাদি মূল ধারার গণমাধ্যমের দ্বারা এভাবেই ব্লগের পোস্টগুলোর কথা প্রচারিত হয়ে তৈরি হচ্ছে ‘’ব্লগ ঝড়’’। এত আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যে ব্লগ ও ব্লগারদের নিয়ে, সেই ব্লগ ও ব্লগার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা অনেকটা রেহান সাহেবের মতই। সম্প্রতি ‘’আমাদের সময়’’ পত্রিকাটি থেকে মাদ্রাসার কিছু ছাত্রের কাছে ব্লগ কী এমন প্রশ্ন করলে ‘’ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়’’, ‘’ব্লগ বিজাতীয় সংস্কৃতি’’ এমন জবাব দিয়ে তারা ব্লগারদের কাছে হাস্যরসের খোরাক জুগিয়েছে। সরস এক ব্লগার তো ফেসবুকে স্ট্যাটাসই দিয়ে দিল, ‘’আরে ধুর  ব্লগ হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা।‘’



ব্লগ কী এই প্রশ্নের সবচেয়ে সহজ জবাব হচ্ছে অনলাইন ডায়রী বা ব্যক্তিগত জার্নাল । যিনি ব্লগ লেখেন তিনিই ব্লগার। ব্লগে ব্লগারদের লেখা বা পোস্টগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, সেখানে পাঠক ও সমালোচকেরা নিজে ঐ পোস্ট সম্পর্কে মত প্রকাশ করতে পারেন। ব্লগারেরা মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারেন। রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ভ্রমন, স্বাস্থ্য, সাহিত্য, অনুবাদ, রান্না, প্রকৃতি, আইন, অধিকার, ধর্ম, আত্নজীবনী, রম্য থেকে শুরু করে এমন কোন বিষয় নেই যা ব্লগে উঠে আসে না। নিজের সৃজনশীলতা প্রকাশের একটি দারুন মাধ্যম ও প্লাটফর্ম হিসেবেও ব্লগ কাজ করে। শুধু যে লেখা লেখির মাধ্যমেই ব্লগিং করা যায়, তাই নয়। এর ক্যানভাসটি অনেক বিস্তৃত। নিজের তৈরি ভিডিও চিত্র, ফটোগ্রাফি, পরামর্শ দান ইত্যাদির মাধ্যমেও ব্লগিং করে থাকেন অনেকে। মূলধারার গনমাধ্যমে যা প্রকাশিত হয় না, ব্লগিং এর মাধ্যমে সেটাও প্রকাশিত হয়ে থাকে অনেক সময়। ব্যক্তিগতভাবে সাংবাদিকতার কাজটিও অনেক ব্লগার করে থাকেন, নিজের দায়বদ্ধতা থেকে। বাংলাদেশেও অনেক জনপ্রিয় বাংলা ব্লগ রয়েছে। সামহোয়ার ইন ব্লগের মাধ্যমে যাত্রা শুরু হবার পরে এখন সচলায়তন, আমার ব্লগ, মুক্তমনা, প্রথম আলো ব্লগ, আমার বন্ধু ব্লগ, নাগরিক ব্লগ, উন্মোচন, সরব এবং আরো অনেক ব্লগে ব্লগারেরা নিজের উদ্যোগে পোস্ট করে যাচ্ছেন নানা রকম বৈচিত্রময় বিষয় নিয়ে সমৃদ্ধ সব সাহসী ব্লগ। এছাড়াও রয়েছে ব্যক্তিগত ব্লগ। বাংলাদেশের ব্লগারেরা অনেক দিন থেকেই মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, মৌলবাদের বিরুদ্ধে অনেক তথ্যসমৃদ্ধ ব্লগ নীরবে লিখে যাচ্ছেন। হাজার হাজার পাঠকেরা তা থেকে জানতে পারছে অনেক অজানা তথ্য। সম্প্রতি যুদ্ধপরাধীদের বিচারের দাবি নিয়ে ব্লগারস ও অনলাইন একটিভিস্ট নামের একটি সংগঠনের প্রতিবাদ থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে যে গন বিস্ফোরন, গনজোয়ার দেশে তৈরি হয়েছে, তা থেকে তরুন প্রজন্ম দেশ নিয়ে নতুন করে ভাবতে শিখছে, সিদ্ধান্ত নিচ্ছে।



একজন ব্লগার তার অনলাইন পোস্টের মতামত প্রকাশের জন্য নিজেই দায়ী থাকেন। পাঠক, সমালোচকের সরাসরি প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। এভাবে স্বাধীন সুস্থ, যুক্তিপূর্ণ মত প্রকাশের মাধ্যমে বিস্তৃত হয় জ্ঞানের নতুন পরিধি। এর মধ্যেও গুটিকয় উগ্রপন্থী ও মৌলবাদী ব্লগারদের আক্রমনাত্নক ও পরস্পর বিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে নষ্ট হয় ব্লগের সুন্দর পরিবেশ এবং পরে যা তৈরি করতে পারে ব্লগের বাইরে মূলধারার গনমাধ্যমে ‘’ব্লগ ঝড়’’।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

মোমের মানুষ বলেছেন: সেদিন সময় টিভির জনপ্রিয় উপস্থাপক তিনি ফেসবুকের শিবিরের পেইজ বাশের কেল্লাকে বারবার ব্লগ বলছেন।
তিনি বলছেণে "সরকার বাশের কেল্লা ব্লগটা কে বন্ধ করে দিয়েছ"
উনিই বুঝেন না ভাল করে আর সাধারন মাদ্রাসা ছাত্র যারা ঠিকমত টিভিও দেখে না তারা ব্লগ বুঝবে কিভাবে

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

এইযেদুনিয়া বলেছেন: হুম

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

আহলান বলেছেন: এটা এখানে লিখে কি লাভ বলুন? মামার বাড়িতে এসে নানীর গল্প ....

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

এইযেদুনিয়া বলেছেন: হাহাহা, ভালই বলেছেন। আমি নিজে কিন্তু ব্লগিং করেো অনেকদিন জানতাম না ব্লগ কাকে বলে! হাহাহা
যাগ গে, লেখাটা মূলত একটা পত্রিকার জন্য লেখা হয়েছে। আমার সব লেখার সংকলন বা সংগ্রহ যেহেতু এই ব্লগটাকেই করছি, তাই এর স্থান এখানে হল।
ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনলাইন জগতে ব্লগিং একটা ব্যাপক ধারনা।
ফেসবুক এবং টুইটারকে বলা হয়ে থাকে মাইক্রোব্লগিং সাইট।
এখানে ও মানুষ তার অভিব্যক্তি, প্রত্যুত্তর জানাতে পারেন।

এই দেশে তথ্যপ্রযুক্তির অন্য অনেক উপাদানের মতোই ব্লগ এসেছে বেশ দেরীতে, তার আগে বাংলাদেশ বিষয়ক ব্লগিং এর জন্য কিছু ভাড়াটিয়া বিদেশী এসে কাজ করে গেছেন শুনা যায়।
দেরীতে হলেও ব্লগের বিস্তৃতিটা খুব দ্রুতই ছড়িয়ে গেছে। দিন দিন ব্লগের সংখ্যা বাড়ছে। কেউ ভিন্ন থিম নিয়ে, কেউ ঈর্ষাকাতর হয়ে, কেউ কোনো ব্লগে প্রত্যাখ্যাত হয়ে ব্লগ খুলে যাচ্ছেন। এসবই সোশ্যাল ব্লগের কথা। এর বাইরে ব্যক্তিগত ব্লগ আছে অনেকেরই এখন।
তো, সোশ্যাল ব্লগ কি দিলো?
এদেশে এই প্রজন্মের অনেক লেখক এই ব্লগের তৈরী। এমনকি অনেকেই কোনোদিন সাহিত্য চর্চায় যেতনা, যদি না ব্লগ তাকে এই চর্চ্চার সুযোগ দিত।
আর সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং সর্বশেষ একটা জাগরণ ই এর সবচেয়ে বড় ও ভালো প্রভাব।

এখন বলা যাক, ব্লগ সমন্ধে এদেশের আপামর জনসাধারনের কথা। তারা এ সমন্ধে অজ্ঞ, এবং যে যা বলে তাতেই কৌতুহলী।
প্রশ্ন আসুক। শিক্ষিত লোকদের বেলায়! তারা কি জানে, ব্লগ কি?
এখন বলবো না, কিন্তু গত দু মাস আগেও এদেশের সর্বোচ্চ পর্যায়ের অধিকাংশ শিক্ষিত লোক এ সমন্ধে জানতো না। এর পেছনে কার দায়? এই যে প্রযুক্তিখাতে আমাদের পিছিয়ে পড়া!
ডিজিটাল বাংলাদেশ বললেই তো হয় না, আমাদের প্রযুক্তিনির্ভরতা পাশের দেশগুলোর তুলনায় ও বাজে।

ব্লগে যারা ব্লগিং করেন, তাদের কাছে প্রকৃত অর্থে ব্লগিং কি?
এ ক্ষেত্রে গত সময়গুলোয় নিয়মিত একটা ক্যাচালের কথা বলি,
অনেক জনপ্রিয়/হিট ব্লগার দাবি রাখতেন, কবিতা-গল্প চর্চ্চা ব্লগিং হতে পারে না। বরং ব্লগ বলতে যা বুঝায়, তার মান হালকা করে দেয়। এ নিয়ে নিয়মিতই ক্যাচাল চলবো, এখন থেমে গেছে।

আমরা কি করি ব্লগে?
যদি গল্প-কবিতা-রম্য চর্চার বাইরে বাদ দিন, তাহলে সমসাময়িকতা কিংবা সামাজিক ব্লগিং বলতে যা বুঝায় তা কয়জন করে?
অনেককেই ব্লগার পরিচয়ে পরিচিত জানা যায়, তারা কেউ লিংক বিলি করেন, কেউ পত্রিকার লেখা কপি করে আমাদের সংবাদ পাঠে সহায়তা করেন। আবার কেউ হয়তো শুধুই প্রিয় ব্লগার বাছাই করেন, তাকে নিয়ে পোস্ট দেন। তো প্রকৃত ব্লগিং কি জানা হলো না।

মূল বিষয়ে হয়তো বলিনি।
তবে অনেক কথাই বলা হয়ে গেলো।।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

এইযেদুনিয়া বলেছেন: দুর্জয়, তোমার তথ্য সমৃদ্ধ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ইস! লেখাটায় মাইক্রোব্লগিং নিয়েও লেখা ইচ্ছে ছিল। কিন্তু তখন ভুলে গেছিলাম। :(
সামুতে লিঙ্ক শেয়ার, পত্রিকার লেখা কপি পেস্ট করে দেওয়া, ইত্যাদি সিলি তপিক নিয়ে ব্লগিং যেমন হয়, তেমনি অনেক ভাল ব্লগারও এখানে আছে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

আমিনুর রহমান বলেছেন:

পোষ্টে +++

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

এইযেদুনিয়া বলেছেন: Dhonnobad.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.